Ajker Patrika

আত্মসমর্পণের জন্য নিউইয়র্কে ট্রাম্প

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১১: ৪৩
আত্মসমর্পণের জন্য নিউইয়র্কে ট্রাম্প

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মামলায় আত্মসমর্পণের জন্য নিউইয়র্কে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ম্যানহাটন আদালতে ফৌজদারি মামলার হাজিরা দিতে পারেন তিনি। এর এক দিন আগেই সোমবার নিউইয়র্কে পৌঁছান ট্রাম্প। 

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ট্রাম্পই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট, যাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হলো। ম্যানহাটন আদালতে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া ও ছবি তোলার পর আনুষ্ঠানিকভাবে তাঁকে আদালতে তোলা হবে বলে মনে করা হচ্ছে। 

ফ্লোরিডা থেকে ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে নিউইয়র্কে যান ট্রাম্প। তাঁর এই যাত্রা যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করে। এ সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘নিউইয়র্ক যাচ্ছি। মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন!’ আদালতে হাজিরা দেওয়ার আগে ম্যানহাটন এলাকায় ট্রাম্প টাওয়ারে অবস্থান করবেন তিনি। 

এদিকে ট্রাম্প সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে আগে থেকেই নিউইয়র্কে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আদালত ও ট্রাম্প টাওয়ার ঘিরে নজরদারি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

এ বিষয়ে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ট্রাম্পের আদালতে হাজিরা দেওয়া নিয়ে কেউ যদি সহিংসতা করেন, তাঁকে গ্রেপ্তার করা হবে। তবে শহরটিতে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন নিউইয়র্কের মেয়র।

সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। ড্যানিয়েলসের অভিযোগ, ২০০৬ সালে তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল ড্যানিয়েলসকে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত