Ajker Patrika

ক্যালিফোর্নিয়ায় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৬: ২১
ক্যালিফোর্নিয়ায় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে চতুর্থ বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের সব আয়োজন সম্পন্ন হয়েছে।

সমাবেশের উদ্যোক্তা উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানায় যে দুই দিনব্যাপী সমাবেশ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লেক ফরেস্ট শহরে ৩-৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এতে থাকছে স্বরচিত কবিতা, গল্প, প্রবন্ধপাঠ ছাড়াও সাহিত্যের নানা বিষয়ে আলোচনা ও সেমিনার। সমাবেশ উপলক্ষে পাঁচ শতাধিক পাতার স্মারক সাহিত্য সংকলন ‘হৃদবাংলা’ প্রকাশিত হচ্ছে। এতে বহু দেশের শতাধিক লেখকের রচনা গ্রন্থিত হয়েছে।

দেড় শতাধিক অংশগ্রহণকারী দুই দিনব্যাপী সমাবেশে নিবন্ধিত হয়েছেন। এ ছাড়া আরও দর্শনার্থী যোগ দেবেন বলে আয়োজকেরা জানাচ্ছেন। যুক্তরাজ্য ও কানাডা থেকে অংশগ্রহণকারীরা ইতিমধ্যে পৌঁছে গেছেন। ইরান ও অস্ট্রেলিয়াসহ যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আরও অংশগ্রহণকারীরা কাল আসবেন। 

এই বার্ষিক সমাবেশের উদ্যোক্তা উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ। কয়েক বছর আগে স্থাপিত সংগঠনটির উদ্দেশ্য মূল বাংলা ভূখণ্ডের বাইরে যারা বাংলা সাহিত্য চর্চা করে বা ভালোবাসে, তাদের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন রচনা করা। ২০১৯ সালে আটলান্টায় প্রথম সাহিত্য সমাবেশের পর দুই বছর অনলাইনে সাহিত্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত