একটি নতুন বার্গারের দোকান খোলা হবে। এর জন্য হাজার হাজার লোক এসে ভিড় করল শপিং মলে। ভাবছেন গুল মারা হচ্ছে? একদমই নয়। এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আমেরিকান ড্রিম মল নামের শপিং মলে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রোববার শপিং মলটিতে ‘মিস্টার বিস্ট’ নামের বার্গারের দোকানের উদ্বোধন হয়। উদ্বোধনের দিনই দোকানটি থেকে বার্গার খাওয়ার জন্য এবং এর মালিকের সঙ্গে একবার সাক্ষাতের জন্য সেখানে জড়ো হন ১০ হাজারের বেশি মানুষ। এতক্ষণে নিশ্চয় প্রশ্ন জাগছে, দোকানটি কার?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব জিমি ডোনাল্ডসন এই বার্গারের দোকানের মালিক। বার্গার নিয়ে তাঁর ব্যবসার শুরু অবশ্য আগেই। বিশ্বের ১ হাজার এলাকায় তাঁর ব্র্যান্ডের বার্গার সরবরাহের শুরু হয় ২০২০ সালেই। এবার সত্যিকার অর্থেই বার্গারের দোকান খুলে বসলেন তিনি।
জিমি ডোনাল্ডসন কতটা জনপ্রিয়? বিবিসি জানাচ্ছে, ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১০ কোটির বেশি। রয়েছে বিরাট ভক্তকুল। এই ভক্তরাই আমেরিকান ড্রিম মলে মিস্টার বিস্ট বার্গার শপের উদ্বোধনের দিনে হাজির হয়েছিলেন শুধু বার্গার খেতে নয়, জিমিকে একনজর কাছ থেকে দেখার জন্য।
সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য তারকাদের চেয়ে জিমি এখানে কিছুটা আলাদা। অনেক তারকাই নিজেদের খ্যাতি কাজে লাগিয়ে ব্যবসায় নামছেন ঠিক, কিন্তু কেউ আর সত্যিকারের রেস্তোরাঁ খুলে বসছেন না। উদাহরণ হিসেবে জিমির কথাই বলা যায়। ২০২০ সালে নিজ ব্র্যান্ডের বার্গার বাজারে আনলেও সেই বার্গার কিন্তু তিনি বা তাঁর পরিচালিত কোনো রেস্তোরাঁয় বানানো হতো না। সেগুলো বিদ্যমান অন্য রেস্তোরাঁগুলো বানাত এবং মিস্টারবিস্ট ব্র্যান্ডনেমে বিক্রি করত। ভালোই চলছিল। কিন্তু জিমি এবার নিজেই রসুই নিয়ে হাজির হলেন ভক্তদের বার্গার খাওয়াতে। এর আগে তিনি গত জানুয়ারিতেই নিজস্ব চকলেট কোম্পানি চালু করেন। গত এপ্রিলে তিনি জানান, চকলেট বিক্রি থেকে তিনি এরই মধ্যে ১৩ লাখ ডলার আয় করেছেন।
একটি নতুন বার্গারের দোকান খোলা হবে। এর জন্য হাজার হাজার লোক এসে ভিড় করল শপিং মলে। ভাবছেন গুল মারা হচ্ছে? একদমই নয়। এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আমেরিকান ড্রিম মল নামের শপিং মলে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রোববার শপিং মলটিতে ‘মিস্টার বিস্ট’ নামের বার্গারের দোকানের উদ্বোধন হয়। উদ্বোধনের দিনই দোকানটি থেকে বার্গার খাওয়ার জন্য এবং এর মালিকের সঙ্গে একবার সাক্ষাতের জন্য সেখানে জড়ো হন ১০ হাজারের বেশি মানুষ। এতক্ষণে নিশ্চয় প্রশ্ন জাগছে, দোকানটি কার?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব জিমি ডোনাল্ডসন এই বার্গারের দোকানের মালিক। বার্গার নিয়ে তাঁর ব্যবসার শুরু অবশ্য আগেই। বিশ্বের ১ হাজার এলাকায় তাঁর ব্র্যান্ডের বার্গার সরবরাহের শুরু হয় ২০২০ সালেই। এবার সত্যিকার অর্থেই বার্গারের দোকান খুলে বসলেন তিনি।
জিমি ডোনাল্ডসন কতটা জনপ্রিয়? বিবিসি জানাচ্ছে, ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১০ কোটির বেশি। রয়েছে বিরাট ভক্তকুল। এই ভক্তরাই আমেরিকান ড্রিম মলে মিস্টার বিস্ট বার্গার শপের উদ্বোধনের দিনে হাজির হয়েছিলেন শুধু বার্গার খেতে নয়, জিমিকে একনজর কাছ থেকে দেখার জন্য।
সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য তারকাদের চেয়ে জিমি এখানে কিছুটা আলাদা। অনেক তারকাই নিজেদের খ্যাতি কাজে লাগিয়ে ব্যবসায় নামছেন ঠিক, কিন্তু কেউ আর সত্যিকারের রেস্তোরাঁ খুলে বসছেন না। উদাহরণ হিসেবে জিমির কথাই বলা যায়। ২০২০ সালে নিজ ব্র্যান্ডের বার্গার বাজারে আনলেও সেই বার্গার কিন্তু তিনি বা তাঁর পরিচালিত কোনো রেস্তোরাঁয় বানানো হতো না। সেগুলো বিদ্যমান অন্য রেস্তোরাঁগুলো বানাত এবং মিস্টারবিস্ট ব্র্যান্ডনেমে বিক্রি করত। ভালোই চলছিল। কিন্তু জিমি এবার নিজেই রসুই নিয়ে হাজির হলেন ভক্তদের বার্গার খাওয়াতে। এর আগে তিনি গত জানুয়ারিতেই নিজস্ব চকলেট কোম্পানি চালু করেন। গত এপ্রিলে তিনি জানান, চকলেট বিক্রি থেকে তিনি এরই মধ্যে ১৩ লাখ ডলার আয় করেছেন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে