একটি নতুন বার্গারের দোকান খোলা হবে। এর জন্য হাজার হাজার লোক এসে ভিড় করল শপিং মলে। ভাবছেন গুল মারা হচ্ছে? একদমই নয়। এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আমেরিকান ড্রিম মল নামের শপিং মলে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রোববার শপিং মলটিতে ‘মিস্টার বিস্ট’ নামের বার্গারের দোকানের উদ্বোধন হয়। উদ্বোধনের দিনই দোকানটি থেকে বার্গার খাওয়ার জন্য এবং এর মালিকের সঙ্গে একবার সাক্ষাতের জন্য সেখানে জড়ো হন ১০ হাজারের বেশি মানুষ। এতক্ষণে নিশ্চয় প্রশ্ন জাগছে, দোকানটি কার?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব জিমি ডোনাল্ডসন এই বার্গারের দোকানের মালিক। বার্গার নিয়ে তাঁর ব্যবসার শুরু অবশ্য আগেই। বিশ্বের ১ হাজার এলাকায় তাঁর ব্র্যান্ডের বার্গার সরবরাহের শুরু হয় ২০২০ সালেই। এবার সত্যিকার অর্থেই বার্গারের দোকান খুলে বসলেন তিনি।
জিমি ডোনাল্ডসন কতটা জনপ্রিয়? বিবিসি জানাচ্ছে, ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১০ কোটির বেশি। রয়েছে বিরাট ভক্তকুল। এই ভক্তরাই আমেরিকান ড্রিম মলে মিস্টার বিস্ট বার্গার শপের উদ্বোধনের দিনে হাজির হয়েছিলেন শুধু বার্গার খেতে নয়, জিমিকে একনজর কাছ থেকে দেখার জন্য।
সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য তারকাদের চেয়ে জিমি এখানে কিছুটা আলাদা। অনেক তারকাই নিজেদের খ্যাতি কাজে লাগিয়ে ব্যবসায় নামছেন ঠিক, কিন্তু কেউ আর সত্যিকারের রেস্তোরাঁ খুলে বসছেন না। উদাহরণ হিসেবে জিমির কথাই বলা যায়। ২০২০ সালে নিজ ব্র্যান্ডের বার্গার বাজারে আনলেও সেই বার্গার কিন্তু তিনি বা তাঁর পরিচালিত কোনো রেস্তোরাঁয় বানানো হতো না। সেগুলো বিদ্যমান অন্য রেস্তোরাঁগুলো বানাত এবং মিস্টারবিস্ট ব্র্যান্ডনেমে বিক্রি করত। ভালোই চলছিল। কিন্তু জিমি এবার নিজেই রসুই নিয়ে হাজির হলেন ভক্তদের বার্গার খাওয়াতে। এর আগে তিনি গত জানুয়ারিতেই নিজস্ব চকলেট কোম্পানি চালু করেন। গত এপ্রিলে তিনি জানান, চকলেট বিক্রি থেকে তিনি এরই মধ্যে ১৩ লাখ ডলার আয় করেছেন।
একটি নতুন বার্গারের দোকান খোলা হবে। এর জন্য হাজার হাজার লোক এসে ভিড় করল শপিং মলে। ভাবছেন গুল মারা হচ্ছে? একদমই নয়। এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আমেরিকান ড্রিম মল নামের শপিং মলে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রোববার শপিং মলটিতে ‘মিস্টার বিস্ট’ নামের বার্গারের দোকানের উদ্বোধন হয়। উদ্বোধনের দিনই দোকানটি থেকে বার্গার খাওয়ার জন্য এবং এর মালিকের সঙ্গে একবার সাক্ষাতের জন্য সেখানে জড়ো হন ১০ হাজারের বেশি মানুষ। এতক্ষণে নিশ্চয় প্রশ্ন জাগছে, দোকানটি কার?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব জিমি ডোনাল্ডসন এই বার্গারের দোকানের মালিক। বার্গার নিয়ে তাঁর ব্যবসার শুরু অবশ্য আগেই। বিশ্বের ১ হাজার এলাকায় তাঁর ব্র্যান্ডের বার্গার সরবরাহের শুরু হয় ২০২০ সালেই। এবার সত্যিকার অর্থেই বার্গারের দোকান খুলে বসলেন তিনি।
জিমি ডোনাল্ডসন কতটা জনপ্রিয়? বিবিসি জানাচ্ছে, ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১০ কোটির বেশি। রয়েছে বিরাট ভক্তকুল। এই ভক্তরাই আমেরিকান ড্রিম মলে মিস্টার বিস্ট বার্গার শপের উদ্বোধনের দিনে হাজির হয়েছিলেন শুধু বার্গার খেতে নয়, জিমিকে একনজর কাছ থেকে দেখার জন্য।
সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য তারকাদের চেয়ে জিমি এখানে কিছুটা আলাদা। অনেক তারকাই নিজেদের খ্যাতি কাজে লাগিয়ে ব্যবসায় নামছেন ঠিক, কিন্তু কেউ আর সত্যিকারের রেস্তোরাঁ খুলে বসছেন না। উদাহরণ হিসেবে জিমির কথাই বলা যায়। ২০২০ সালে নিজ ব্র্যান্ডের বার্গার বাজারে আনলেও সেই বার্গার কিন্তু তিনি বা তাঁর পরিচালিত কোনো রেস্তোরাঁয় বানানো হতো না। সেগুলো বিদ্যমান অন্য রেস্তোরাঁগুলো বানাত এবং মিস্টারবিস্ট ব্র্যান্ডনেমে বিক্রি করত। ভালোই চলছিল। কিন্তু জিমি এবার নিজেই রসুই নিয়ে হাজির হলেন ভক্তদের বার্গার খাওয়াতে। এর আগে তিনি গত জানুয়ারিতেই নিজস্ব চকলেট কোম্পানি চালু করেন। গত এপ্রিলে তিনি জানান, চকলেট বিক্রি থেকে তিনি এরই মধ্যে ১৩ লাখ ডলার আয় করেছেন।
বাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
৩ ঘণ্টা আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
৪ ঘণ্টা আগে