Ajker Patrika

পুতিন যথেষ্ট সুস্থ রয়েছেন: সিআইএ প্রধান

পুতিন যথেষ্ট সুস্থ রয়েছেন: সিআইএ প্রধান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যথেষ্ট সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান বিল বার্নস। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের স্বাস্থ্যের ব্যাপারে যেসব খবর রটেছে তা গুজব। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিআইএ প্রধান বিল বার্নসকে প্রশ্ন করা হয়েছিল পুতিনের শারীরিক অবস্থা অস্থিতিশীল কিনা? জবাবে বিল বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের স্বাস্থ্যের ব্যাপারে প্রচুর গুজব রয়েছে। কিন্তু আমরা যা বলতে পারি, তা হলো—তাঁর স্বাস্থ্য সম্পূর্ণরূপে ভালো রয়েছে।’ গত বুধবার যুক্তরাষ্ট্রের কলোরাডোতে আসপেন সিকিউরিটি ফোরামের আলোচনায় এসব তথ্য জানান।

তবে বিল বার্নস জানিয়েছেন, তাঁর এই বক্তব্য আনুষ্ঠানিক কোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়।

সম্প্রতি প্রচারিত–প্রকাশিত একটি ছবি থেকে দেখা যায়, পুতিনের মুখমণ্ডলে ফোলা ফোলা ভাব দেখা দিয়েছে। সেসময় গুজব ছড়িয়েছিল যে, পুতিন অজানা কোনো রোগে আক্রান্ত এবং তাঁর চিকিৎসা চলছে। কিন্তু তখন ক্রেমলিন এই বিষয়টি অস্বীকার করেছিল। 

পুতিনের বিষয়ে গত মে মাসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছিলেন, ‘আমি মনে করি না যে—কোনো বিবেকবান ব্যক্তি এই ব্যক্তির (পুতিন) মধ্যে কোনো ধরনের অসুস্থতা বা অসুস্থতার লক্ষণ দেখতে পাবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত