করোনায় বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। করোনার নতুন ডেলটা ধরনেই সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ফের মাস্ক পরার নির্দেশনা দিয়েছে। সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) এক নির্দেশনায় সিডিসি জানায়, যেসব এলাকায় ডেলটার সংক্রমণ বেশি, সেসব এলাকার মানুষকে অবশ্যই ঘরে এবং বাইরে মাস্ক পরতে হবে। টিকা নিয়েছেন বা নেননি, এমন সবাইকে মাস্ক পরে চলতে হবে। এ ছাড়া স্কুলের ভেতরে শিক্ষক, শিক্ষার্থী ও পরিদর্শনে যাওয়া লোকজনকে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরামর্শও দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সিডিসির পরিচালক রোচেল ওয়ালেনস্কি বলেন, আগের ধরনের চেয়ে করোনার নতুন ডেলটা ধরন বেশ আলাদা ও উদ্বেগজনক। সব মার্কিনি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য নির্দেশনায় পরিবর্তন আনতে হয়েছে।
এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার কমে এলে মাস্ক পরার ক্ষেত্রে বাধ্যবাধকতা শিথিল করা হয়। সিডিসি তখন বলেছিল, টিকা নিয়েছেন এমন লোকজনের ঘরে মাস্ক পরতে হবে না।
প্রসঙ্গত, ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। ফলে দেশটিতে ফের করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
বাইডেন প্রশাসনের মহামারিবিষয়ক শীর্ষ উপদেষ্টা অ্যান্থনি ফাউচি বলেন, ‘করোনা বারবার রূপ বদলাচ্ছে। আমরা মোকাবিলা করে যাচ্ছি। ভাইরাসের রূপ পাল্টানোর সঙ্গে সঙ্গে নির্দেশনায় পরিবর্তন এনে সঠিক কাজই করেছে সিডিসি।’
উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ৯২৩ জন। মোট মারা গেছেন ৬ লাখ ২৭ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৯১ জন।
করোনায় বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। করোনার নতুন ডেলটা ধরনেই সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ফের মাস্ক পরার নির্দেশনা দিয়েছে। সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) এক নির্দেশনায় সিডিসি জানায়, যেসব এলাকায় ডেলটার সংক্রমণ বেশি, সেসব এলাকার মানুষকে অবশ্যই ঘরে এবং বাইরে মাস্ক পরতে হবে। টিকা নিয়েছেন বা নেননি, এমন সবাইকে মাস্ক পরে চলতে হবে। এ ছাড়া স্কুলের ভেতরে শিক্ষক, শিক্ষার্থী ও পরিদর্শনে যাওয়া লোকজনকে মাস্ক পরা বাধ্যতামূলক করার পরামর্শও দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সিডিসির পরিচালক রোচেল ওয়ালেনস্কি বলেন, আগের ধরনের চেয়ে করোনার নতুন ডেলটা ধরন বেশ আলাদা ও উদ্বেগজনক। সব মার্কিনি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য নির্দেশনায় পরিবর্তন আনতে হয়েছে।
এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার কমে এলে মাস্ক পরার ক্ষেত্রে বাধ্যবাধকতা শিথিল করা হয়। সিডিসি তখন বলেছিল, টিকা নিয়েছেন এমন লোকজনের ঘরে মাস্ক পরতে হবে না।
প্রসঙ্গত, ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। ফলে দেশটিতে ফের করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
বাইডেন প্রশাসনের মহামারিবিষয়ক শীর্ষ উপদেষ্টা অ্যান্থনি ফাউচি বলেন, ‘করোনা বারবার রূপ বদলাচ্ছে। আমরা মোকাবিলা করে যাচ্ছি। ভাইরাসের রূপ পাল্টানোর সঙ্গে সঙ্গে নির্দেশনায় পরিবর্তন এনে সঠিক কাজই করেছে সিডিসি।’
উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ৯২৩ জন। মোট মারা গেছেন ৬ লাখ ২৭ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৯১ জন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে