অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে। তারা রাজনীতিকদের সংবাদ উপস্থাপক হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। হাইকোর্টের সঙ্গে জিবি নিউজের আইনি লড়াইয়ের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থাটি তাদের নিয়ম আরও কঠোর করতে চাচ্ছে।
গতকাল সোমবার অফকম নিশ্চিত করেছে, এমপিরা টেলিভিশন বা রেডিওর যেকোনো ধরনের প্রোগ্রামে সংবাদ উপস্থাপনা করতে পারবেন না।
কর্তৃপক্ষ এই নীতিটিকে আরও শক্তিশালী করতে চাচ্ছে। এর আগে একটি মামলায় বিচারক জিবি নিউজের সাথে বিতর্কের সময় অফকমের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। আদালত বলেছিলেন, নিয়ন্ত্রক সংস্থার নিয়ম যথেষ্ট স্পষ্ট নয়।
তবে, এই সর্বশেষ নিষেধাজ্ঞাটি নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে। কারণ জিবি নিউজ এখনও রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজকে টিভি হোস্ট এবং উপস্থাপক হিসেবে রেখেছে।
অফকম জিবি নিউজের বিরুদ্ধে নিরপেক্ষতা বিধি লঙ্ঘনের অভিযোগ তোলার পর মূলত এই বিতর্ক শুরু হয়। সেই সময় কনজারভেটিভ পার্টির এমপি জ্যাকব রিস-মগকে সংবাদ উপস্থাপক করা হয়েছিল।
এরপর অফকম জিবি নিউজের সম্প্রচারিত বেশ কয়েকটি অনুষ্ঠানের তদন্ত শুরু করে। এর মধ্যে তৎকালীন টরি এমপি এস্থার ম্যাকভি এবং নাইজেল ফারাজের উপস্থাপনায় সম্প্রচারিত অনুষ্ঠানও ছিল।
উত্তেজনা চরমে ওঠে যখন জিবি নিউজ হাইকোর্টে অফকমের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে। আদালত শেষ পর্যন্ত রায় দেয়, সম্প্রচার মাধ্যমটি নিরপেক্ষতা বিধি লঙ্ঘন করেনি।
এর কারণ হিসেবে আদালত জানায়, বিধিগুলি কেবল ‘সংবাদ প্রোগ্রাম’-এর ক্ষেত্রে প্রযোজ্য, ‘কারেন্ট অ্যাফেয়ার্স’-এর ক্ষেত্রে নয়।
এই প্রথম সম্প্রচার সংক্রান্ত কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে হারে অফকম। এর ফলস্বরূপ, সংস্থাটি টিভি উপস্থাপক হিসেবে রাজনীতিবিদদের অংশগ্রহণের বিষয়ে তাদের নিয়মকানুন নতুন করে লেখার জন্য অন্যান্য তদন্ত বন্ধ করে দেয়।
এর মধ্যে নাইজেল ফারাজ উপস্থাপিত একটি টিভি শো, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির উপস্থাপিত একটি রেডিও প্রোগ্রাম এবং সাবেক টরি এমপি জেক বেরির একটি টকশো-এর তদন্তও স্থগিত করা হয়।
অফকম এস্থার ম্যাকভি এবং তাঁর স্বামী ফিলিপ ডেভিসের (যিনি আগে টরি এমপি ছিলেন) উপস্থাপিত একটি অনুষ্ঠানের বিরুদ্ধে তাদের রায়ও প্রত্যাহার করে নেয়।
অফকম জানিয়েছে, তারা সম্প্রচার নীতিতে পরিবর্তন আনার প্রস্তাব করছে। প্রস্তাব অনুযায়ী, কোনো রাজনীতিবিদকে টেলিভিশন বা রেডিও সার্ভিসের অন্তর্ভুক্ত কোনো ধরনের প্রোগ্রামে সংবাদ পাঠক, সাক্ষাৎকার গ্রহণকারী বা সংবাদ প্রতিবেদক হিসেবে ব্যবহার করা যাবে না।
নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, জিবি নিউজ এবং রুপার্ট মারডকের টকটিভির অনুষ্ঠানগুলো সম্প্রচার শুরু হওয়ার পর থেকে ‘সংবাদ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেকার পার্থক্য ক্রমশ অস্পষ্ট হয়ে উঠেছে’।
গত সপ্তাহে দ্য টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে জিবি নিউজের প্রধান নির্বাহী অ্যাঞ্জেলোস ফ্র্যাঙ্গোপুলোস অফকমের বিরুদ্ধে সম্প্রচারকারীদের ওপর নতুন করে দমনপীড়ন চালানোর অভিযোগ তোলেন।
তিনি বলেন, অফকমের পরিকল্পিত পরিবর্তনগুলো ‘২০২১ সালে আমরা যখন প্রথম শুরু করেছিলাম তার চেয়েও নতুন সম্ভাবনাময়দের কাজ আরও কঠিন করে তুলবে।
জিবি নিউজ গত সপ্তাহে নিশ্চিত করেছে, নাইজেল ফারাজ স্থানীয় নির্বাচন শেষে তাঁর ‘ফারাজ শো’তে ফিরে আসবেন। ডানপন্থী এই চ্যানেলটি রিফর্ম পার্টির এমপি লি অ্যান্ডারসনকেও হোস্ট হিসেবে নিয়োগ করেছে।
ফারাজও গত সপ্তাহে তাঁর টিভি হোস্ট হিসেবে ফিরে আসার কথা জানিয়েছেন। জিবি নিউজ অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে। তারা রাজনীতিকদের সংবাদ উপস্থাপক হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। হাইকোর্টের সঙ্গে জিবি নিউজের আইনি লড়াইয়ের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থাটি তাদের নিয়ম আরও কঠোর করতে চাচ্ছে।
গতকাল সোমবার অফকম নিশ্চিত করেছে, এমপিরা টেলিভিশন বা রেডিওর যেকোনো ধরনের প্রোগ্রামে সংবাদ উপস্থাপনা করতে পারবেন না।
কর্তৃপক্ষ এই নীতিটিকে আরও শক্তিশালী করতে চাচ্ছে। এর আগে একটি মামলায় বিচারক জিবি নিউজের সাথে বিতর্কের সময় অফকমের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। আদালত বলেছিলেন, নিয়ন্ত্রক সংস্থার নিয়ম যথেষ্ট স্পষ্ট নয়।
তবে, এই সর্বশেষ নিষেধাজ্ঞাটি নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে। কারণ জিবি নিউজ এখনও রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজকে টিভি হোস্ট এবং উপস্থাপক হিসেবে রেখেছে।
অফকম জিবি নিউজের বিরুদ্ধে নিরপেক্ষতা বিধি লঙ্ঘনের অভিযোগ তোলার পর মূলত এই বিতর্ক শুরু হয়। সেই সময় কনজারভেটিভ পার্টির এমপি জ্যাকব রিস-মগকে সংবাদ উপস্থাপক করা হয়েছিল।
এরপর অফকম জিবি নিউজের সম্প্রচারিত বেশ কয়েকটি অনুষ্ঠানের তদন্ত শুরু করে। এর মধ্যে তৎকালীন টরি এমপি এস্থার ম্যাকভি এবং নাইজেল ফারাজের উপস্থাপনায় সম্প্রচারিত অনুষ্ঠানও ছিল।
উত্তেজনা চরমে ওঠে যখন জিবি নিউজ হাইকোর্টে অফকমের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে। আদালত শেষ পর্যন্ত রায় দেয়, সম্প্রচার মাধ্যমটি নিরপেক্ষতা বিধি লঙ্ঘন করেনি।
এর কারণ হিসেবে আদালত জানায়, বিধিগুলি কেবল ‘সংবাদ প্রোগ্রাম’-এর ক্ষেত্রে প্রযোজ্য, ‘কারেন্ট অ্যাফেয়ার্স’-এর ক্ষেত্রে নয়।
এই প্রথম সম্প্রচার সংক্রান্ত কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে হারে অফকম। এর ফলস্বরূপ, সংস্থাটি টিভি উপস্থাপক হিসেবে রাজনীতিবিদদের অংশগ্রহণের বিষয়ে তাদের নিয়মকানুন নতুন করে লেখার জন্য অন্যান্য তদন্ত বন্ধ করে দেয়।
এর মধ্যে নাইজেল ফারাজ উপস্থাপিত একটি টিভি শো, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির উপস্থাপিত একটি রেডিও প্রোগ্রাম এবং সাবেক টরি এমপি জেক বেরির একটি টকশো-এর তদন্তও স্থগিত করা হয়।
অফকম এস্থার ম্যাকভি এবং তাঁর স্বামী ফিলিপ ডেভিসের (যিনি আগে টরি এমপি ছিলেন) উপস্থাপিত একটি অনুষ্ঠানের বিরুদ্ধে তাদের রায়ও প্রত্যাহার করে নেয়।
অফকম জানিয়েছে, তারা সম্প্রচার নীতিতে পরিবর্তন আনার প্রস্তাব করছে। প্রস্তাব অনুযায়ী, কোনো রাজনীতিবিদকে টেলিভিশন বা রেডিও সার্ভিসের অন্তর্ভুক্ত কোনো ধরনের প্রোগ্রামে সংবাদ পাঠক, সাক্ষাৎকার গ্রহণকারী বা সংবাদ প্রতিবেদক হিসেবে ব্যবহার করা যাবে না।
নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, জিবি নিউজ এবং রুপার্ট মারডকের টকটিভির অনুষ্ঠানগুলো সম্প্রচার শুরু হওয়ার পর থেকে ‘সংবাদ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেকার পার্থক্য ক্রমশ অস্পষ্ট হয়ে উঠেছে’।
গত সপ্তাহে দ্য টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে জিবি নিউজের প্রধান নির্বাহী অ্যাঞ্জেলোস ফ্র্যাঙ্গোপুলোস অফকমের বিরুদ্ধে সম্প্রচারকারীদের ওপর নতুন করে দমনপীড়ন চালানোর অভিযোগ তোলেন।
তিনি বলেন, অফকমের পরিকল্পিত পরিবর্তনগুলো ‘২০২১ সালে আমরা যখন প্রথম শুরু করেছিলাম তার চেয়েও নতুন সম্ভাবনাময়দের কাজ আরও কঠিন করে তুলবে।
জিবি নিউজ গত সপ্তাহে নিশ্চিত করেছে, নাইজেল ফারাজ স্থানীয় নির্বাচন শেষে তাঁর ‘ফারাজ শো’তে ফিরে আসবেন। ডানপন্থী এই চ্যানেলটি রিফর্ম পার্টির এমপি লি অ্যান্ডারসনকেও হোস্ট হিসেবে নিয়োগ করেছে।
ফারাজও গত সপ্তাহে তাঁর টিভি হোস্ট হিসেবে ফিরে আসার কথা জানিয়েছেন। জিবি নিউজ অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
২ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৬ ঘণ্টা আগে