কানাডায় মানুষের মধ্যে প্রথম বার্ড ফ্লু ধরা পড়েছে। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্ত কিশোর বয়সী। একটি শিশু হাসপাতালে সে চিকিৎসাধীন।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার চিকিৎসক বনি হেনরি জানান, আক্রান্তের আগে কোনো শারীরিক সমস্যা ছিল না। এই ভাইরাসটি অল্পবয়সীদের শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং গুরুতর অসুস্থ করে ফেলতে পারে।
এর আগে গত শনিবার প্রদেশে প্রথমবারের মতো এইচ ৫ বার্ড ফ্লু ধরা পড়ার বিষয়টি প্রকাশ করেন ব্রিটিশ কলাম্বিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা। তাঁরা ধারণা করছেন, এটি এইচ ৫ এন ১ বার্ড ফ্লু হতে পারে।
বনি হেনরি রোগী সম্পর্কে বলেন, গত ২ নভেম্বর তার শরীরে লক্ষণগুলো স্পষ্ট হয়। রোগী চোখের প্রদাহ, জ্বর ও কাশিতে ভুগছিল। ৮ নভেম্বর পরীক্ষা করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোগী তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে।
হেনরি জানান, ওই রোগী কোনো পশুপাখির খামারে যায়নি। তবে কুকুর, বিড়াল এবং সরীসৃপের সংস্পর্শে ছিল। তবে সংক্রমণের উৎস শনাক্ত করা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।
তিনি বলেন, ভাইরাসটি ফুসফুসের গভীরে চলে গেলে গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।
চিকিৎসকেরা জানিয়েছে, বার্ড ফ্লু আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসা ত্রিশেরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে তাঁদের মধ্যে এই ভাইরাসের উপস্থিতি দেখা যায়নি। রোগটি সহজে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়—এমন কোনো প্রমাণও নেই। তবে বিজ্ঞানীদের মতে, যদি এমন কিছু হয়, তাহলে এই রোগ মহামারির রূপ নিতে পারে।
হেনরি জানান, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের অন্তত ২৬টি জায়গায় সংক্রমণের খবর পাওয়া গেছে। এ ছাড়া বার্ড ফ্লু আক্রান্ত অসংখ্য বন্যপাখি শনাক্ত করা হয়েছে। তবে গবাদিপশুর খামারে সংক্রমণ পাওয়া যায়নি। দুধের নমুনাতেও বার্ড ফ্লুর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
চলতি মাসের শুরুতে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) উপসর্গ না থাকলেও বার্ড ফ্লু আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসা খামার শ্রমিকদের ভাইরাস পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।
গত মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যের প্রায় ৪৫০টি দুগ্ধ খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়। এপ্রিল থেকে ৪৬ জন বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তি চিহ্নিত করেছে সিডিসি।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, মানব সংক্রমণের কোনো প্রমাণ না পাওয়ায় এইচ ৫ এন ১ ফ্লুকে মানুষের জন্য কম ঝুঁকিপূর্ণ মনে করা হয়। তবে বিশেষ করে যুক্তরাষ্ট্রে বহু গবাদিপশুর মধ্যে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
কানাডায় মানুষের মধ্যে প্রথম বার্ড ফ্লু ধরা পড়েছে। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্ত কিশোর বয়সী। একটি শিশু হাসপাতালে সে চিকিৎসাধীন।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার চিকিৎসক বনি হেনরি জানান, আক্রান্তের আগে কোনো শারীরিক সমস্যা ছিল না। এই ভাইরাসটি অল্পবয়সীদের শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং গুরুতর অসুস্থ করে ফেলতে পারে।
এর আগে গত শনিবার প্রদেশে প্রথমবারের মতো এইচ ৫ বার্ড ফ্লু ধরা পড়ার বিষয়টি প্রকাশ করেন ব্রিটিশ কলাম্বিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা। তাঁরা ধারণা করছেন, এটি এইচ ৫ এন ১ বার্ড ফ্লু হতে পারে।
বনি হেনরি রোগী সম্পর্কে বলেন, গত ২ নভেম্বর তার শরীরে লক্ষণগুলো স্পষ্ট হয়। রোগী চোখের প্রদাহ, জ্বর ও কাশিতে ভুগছিল। ৮ নভেম্বর পরীক্ষা করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোগী তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে।
হেনরি জানান, ওই রোগী কোনো পশুপাখির খামারে যায়নি। তবে কুকুর, বিড়াল এবং সরীসৃপের সংস্পর্শে ছিল। তবে সংক্রমণের উৎস শনাক্ত করা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।
তিনি বলেন, ভাইরাসটি ফুসফুসের গভীরে চলে গেলে গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।
চিকিৎসকেরা জানিয়েছে, বার্ড ফ্লু আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসা ত্রিশেরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে তাঁদের মধ্যে এই ভাইরাসের উপস্থিতি দেখা যায়নি। রোগটি সহজে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়—এমন কোনো প্রমাণও নেই। তবে বিজ্ঞানীদের মতে, যদি এমন কিছু হয়, তাহলে এই রোগ মহামারির রূপ নিতে পারে।
হেনরি জানান, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের অন্তত ২৬টি জায়গায় সংক্রমণের খবর পাওয়া গেছে। এ ছাড়া বার্ড ফ্লু আক্রান্ত অসংখ্য বন্যপাখি শনাক্ত করা হয়েছে। তবে গবাদিপশুর খামারে সংক্রমণ পাওয়া যায়নি। দুধের নমুনাতেও বার্ড ফ্লুর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
চলতি মাসের শুরুতে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) উপসর্গ না থাকলেও বার্ড ফ্লু আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসা খামার শ্রমিকদের ভাইরাস পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।
গত মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যের প্রায় ৪৫০টি দুগ্ধ খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়। এপ্রিল থেকে ৪৬ জন বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তি চিহ্নিত করেছে সিডিসি।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, মানব সংক্রমণের কোনো প্রমাণ না পাওয়ায় এইচ ৫ এন ১ ফ্লুকে মানুষের জন্য কম ঝুঁকিপূর্ণ মনে করা হয়। তবে বিশেষ করে যুক্তরাষ্ট্রে বহু গবাদিপশুর মধ্যে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
ভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২২ মিনিট আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
১ ঘণ্টা আগেস্ত্রীকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন স্বামী। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী। দিশেহারা স্বামী আশপাশে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জনবল গত ৬ বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটির সেনাসদস্য প্রায় ৪ লাখ ৫০ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। আর এই লোকবল কমার কারণ, দেশটিতে জন্মহার হ্রাস পাওয়ায় জনসংখ্যার হ্রাস। খবর বিবিসির।
১ ঘণ্টা আগে