Ajker Patrika

নিউইয়র্কের সুপার মার্কেটে বন্ধুকধারীর হামলা, নিহত ১০ 

আপডেট : ১৫ মে ২০২২, ১১: ০২
নিউইয়র্কের সুপার মার্কেটে বন্ধুকধারীর হামলা, নিহত ১০ 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে বাফেলো শহরের ব্যস্ত একটি সুপার মার্কেটে এ ঘটনা ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত ১৮ বছর বয়সী এক তরুণকে ইতিমধ্যে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকেলের দিকে ওই তরুণ একটি ব্যস্ত সুপার মার্কেটে প্রবেশ করে অতর্কিতে গুলি চালাতে শুরু করেন। এতে ১০ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই তরুণ হামলার দৃশ্য লাইভ সম্প্রচার করার জন্য একটি ক্যামেরা ব্যবহার করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বলেছে, তারা এ ঘটনাকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করছে। তদন্তের স্বার্থে ওই তরুণের নাম প্রকাশ করা হয়নি। 

এফবিআইয়ের বাফেলো অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তা স্টিফেন বেলঙ্গিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এ ঘটনাকে ঘৃণামূলক অপরাধ এবং জাতিগত বিদ্বেষ থেকে অনুপ্রাণিত সহিংস চরমপন্থার মামলা হিসেবে তদন্ত করছি।’ 

এদিকে বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া জানিয়েছেন, অভিযুক্ত ওই তরুণকে কয়েক ঘণ্টা ধরে ওই এলাকায় গাড়ি নিয়ে ঘুরতে দেখা গেছে। তার অতর্কিত হামলায় অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে। যাঁরা মারা গেছেন তাঁরা বেশির ভাগই কৃষ্ণাঙ্গ। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা ওই সুপারমার্কেটে কাজ করতেন। 

সুপারমার্কেটে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওই হামলাকারী তরুণকে গুলি করে থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণের কাছে একটি উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল ছিল এবং তাঁর শরীরে বর্ম ও একটি হেলমেট ছিল। আটক হওয়ার আগে উত্তেজনাপূর্ণ অবস্থানের পর তিনি অস্ত্র সমর্পণ করেন। 

আটক তরুণকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। হামলার পর ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রায়ই এমন অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটে। আজ ওই তরুণকে প্রথম আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত