গত বছরের আগেও অনেকে চিকিৎসা ক্ষেত্রে ‘এমআরএনএ’ প্রযুক্তির ব্যাপারে জানতেন না। করোনাভাইরাসের বিভিন্ন টিকায় ব্যবহার করা হয়েছে এটি। ইতিমধ্যেই করোনার ভয়াবহ সব ধরনের বিরুদ্ধে কাজ করছে এমআরএনএভিত্তিক টিকা। এবার এটি ব্যবহার করে বানানো হয়েছে মরণব্যাধি এইডসের টিকা। ইতিমধ্যেই হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে সায়েন্সএলার্ট নামক বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা যায়।
এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে করোনার টিকা এনেছিল যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস ও জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না। তাদের টিকা করোনার বিরুদ্ধে বেশ কার্যকর। এবার তারা এইচআইভি ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে এল। নাম নেওয়া হয়েছে ‘এমআরএনএ-১৬৪৪ ’। গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ টিকার প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল। রাখা হয়েছে দুটি ভার্সন। আরেকটির নাম ‘এমআরএনএ-১৬৪৪-ভি২-কোর’।
প্রথম পর্যায়ের ট্রায়ালে অংশ নেবেন ৫৬ জন। তাদের বয়স ১৮ থেকে ৫০ বছর। তবে তারা এইচআইভি আক্রান্ত নন। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপের সদস্যদের টিকার দুটি ভার্সনই দেওয়া হবে। বাকিদের দেওয়া হবে একটি করে (আলাদা)। আগামী ১০ মাস তাদের ওপর নজর রাখা হবে। রোগ প্রতিরোধ ক্ষমতার অগ্রগতি নোট করে রাখা হবে।
এর পর ট্রায়ালের দ্বিতীয় ও তৃতীয় পর্যায় শুরু হবে। প্রথম পর্যায়ের চেয়ে বাকি দুই পর্যায় আরও বেশি সময় নেবে। গত ১১ আগস্ট ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথস ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রিতে আবেদন করে মডার্না। এর পর তাদের অনুমতি দেওয়া হয়।
অন্টারিওর করোনা টিকা টাস্কফোর্সের সদস্য এইচআইভি গবেষক আইজ্যাক বোগোচ বলেন, ‘আমি খুবই উদ্দীপ্ত বোধ করছি। ট্রায়ালে যত দিনই লাগুক, এটা ভেবে ভালো লাগছে যে এইডসের টিকা আমাদের হাতে আছে।’
গত বছরের আগেও অনেকে চিকিৎসা ক্ষেত্রে ‘এমআরএনএ’ প্রযুক্তির ব্যাপারে জানতেন না। করোনাভাইরাসের বিভিন্ন টিকায় ব্যবহার করা হয়েছে এটি। ইতিমধ্যেই করোনার ভয়াবহ সব ধরনের বিরুদ্ধে কাজ করছে এমআরএনএভিত্তিক টিকা। এবার এটি ব্যবহার করে বানানো হয়েছে মরণব্যাধি এইডসের টিকা। ইতিমধ্যেই হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে সায়েন্সএলার্ট নামক বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা যায়।
এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে করোনার টিকা এনেছিল যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস ও জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না। তাদের টিকা করোনার বিরুদ্ধে বেশ কার্যকর। এবার তারা এইচআইভি ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে এল। নাম নেওয়া হয়েছে ‘এমআরএনএ-১৬৪৪ ’। গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ টিকার প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল। রাখা হয়েছে দুটি ভার্সন। আরেকটির নাম ‘এমআরএনএ-১৬৪৪-ভি২-কোর’।
প্রথম পর্যায়ের ট্রায়ালে অংশ নেবেন ৫৬ জন। তাদের বয়স ১৮ থেকে ৫০ বছর। তবে তারা এইচআইভি আক্রান্ত নন। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপের সদস্যদের টিকার দুটি ভার্সনই দেওয়া হবে। বাকিদের দেওয়া হবে একটি করে (আলাদা)। আগামী ১০ মাস তাদের ওপর নজর রাখা হবে। রোগ প্রতিরোধ ক্ষমতার অগ্রগতি নোট করে রাখা হবে।
এর পর ট্রায়ালের দ্বিতীয় ও তৃতীয় পর্যায় শুরু হবে। প্রথম পর্যায়ের চেয়ে বাকি দুই পর্যায় আরও বেশি সময় নেবে। গত ১১ আগস্ট ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথস ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রিতে আবেদন করে মডার্না। এর পর তাদের অনুমতি দেওয়া হয়।
অন্টারিওর করোনা টিকা টাস্কফোর্সের সদস্য এইচআইভি গবেষক আইজ্যাক বোগোচ বলেন, ‘আমি খুবই উদ্দীপ্ত বোধ করছি। ট্রায়ালে যত দিনই লাগুক, এটা ভেবে ভালো লাগছে যে এইডসের টিকা আমাদের হাতে আছে।’
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গাজায় যুদ্ধবিরতি হলে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ চালুর আলোচনা করছেন। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এমনকি, ওয়াশিংটনে এমন একটি প্রস্তাবও সমর্থন পেয়েছে যেখানে বলা হয়েছে, টনি ব্লেয়ার নিজেই এই কর্তৃপক্ষের নেতৃত্ব দিতে পারেন।
৩৬ মিনিট আগেক্লাউড কম্পিউটিং সফটওয়্যার ব্যবহার করে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর নজরদারির অভিযোগে ইসরায়েলি সামরিক বাহিনীর পরিষেবা সীমিত করছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। গতকাল বৃহস্পতিবার, এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ার ব্র্যাড স্মিথ।
৩৮ মিনিট আগেএবার ট্রাম্পের রোষানলে পড়লেন মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন—এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি। মিথ্যা তথ্য দেওয়া ও বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগ গঠন করেছে ভার্জিনিয়ার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি।
৩ ঘণ্টা আগেওয়াইসি বলেন, ‘মোদিজি বলেছেন, বিহারে বাংলাদেশি আছে।’ এ সময় তিনি মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘মোদিজি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন আছেন। তাঁকে বাংলাদেশে পাঠান। সীমাঞ্চলে আনুন, আমরা তাঁকে বাংলাদেশেই পৌঁছে দেব।’
৩ ঘণ্টা আগে