গত বছরের আগেও অনেকে চিকিৎসা ক্ষেত্রে ‘এমআরএনএ’ প্রযুক্তির ব্যাপারে জানতেন না। করোনাভাইরাসের বিভিন্ন টিকায় ব্যবহার করা হয়েছে এটি। ইতিমধ্যেই করোনার ভয়াবহ সব ধরনের বিরুদ্ধে কাজ করছে এমআরএনএভিত্তিক টিকা। এবার এটি ব্যবহার করে বানানো হয়েছে মরণব্যাধি এইডসের টিকা। ইতিমধ্যেই হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে সায়েন্সএলার্ট নামক বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা যায়।
এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে করোনার টিকা এনেছিল যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস ও জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না। তাদের টিকা করোনার বিরুদ্ধে বেশ কার্যকর। এবার তারা এইচআইভি ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে এল। নাম নেওয়া হয়েছে ‘এমআরএনএ-১৬৪৪ ’। গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ টিকার প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল। রাখা হয়েছে দুটি ভার্সন। আরেকটির নাম ‘এমআরএনএ-১৬৪৪-ভি২-কোর’।
প্রথম পর্যায়ের ট্রায়ালে অংশ নেবেন ৫৬ জন। তাদের বয়স ১৮ থেকে ৫০ বছর। তবে তারা এইচআইভি আক্রান্ত নন। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপের সদস্যদের টিকার দুটি ভার্সনই দেওয়া হবে। বাকিদের দেওয়া হবে একটি করে (আলাদা)। আগামী ১০ মাস তাদের ওপর নজর রাখা হবে। রোগ প্রতিরোধ ক্ষমতার অগ্রগতি নোট করে রাখা হবে।
এর পর ট্রায়ালের দ্বিতীয় ও তৃতীয় পর্যায় শুরু হবে। প্রথম পর্যায়ের চেয়ে বাকি দুই পর্যায় আরও বেশি সময় নেবে। গত ১১ আগস্ট ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথস ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রিতে আবেদন করে মডার্না। এর পর তাদের অনুমতি দেওয়া হয়।
অন্টারিওর করোনা টিকা টাস্কফোর্সের সদস্য এইচআইভি গবেষক আইজ্যাক বোগোচ বলেন, ‘আমি খুবই উদ্দীপ্ত বোধ করছি। ট্রায়ালে যত দিনই লাগুক, এটা ভেবে ভালো লাগছে যে এইডসের টিকা আমাদের হাতে আছে।’
গত বছরের আগেও অনেকে চিকিৎসা ক্ষেত্রে ‘এমআরএনএ’ প্রযুক্তির ব্যাপারে জানতেন না। করোনাভাইরাসের বিভিন্ন টিকায় ব্যবহার করা হয়েছে এটি। ইতিমধ্যেই করোনার ভয়াবহ সব ধরনের বিরুদ্ধে কাজ করছে এমআরএনএভিত্তিক টিকা। এবার এটি ব্যবহার করে বানানো হয়েছে মরণব্যাধি এইডসের টিকা। ইতিমধ্যেই হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে সায়েন্সএলার্ট নামক বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা যায়।
এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে করোনার টিকা এনেছিল যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস ও জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না। তাদের টিকা করোনার বিরুদ্ধে বেশ কার্যকর। এবার তারা এইচআইভি ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে এল। নাম নেওয়া হয়েছে ‘এমআরএনএ-১৬৪৪ ’। গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ টিকার প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল। রাখা হয়েছে দুটি ভার্সন। আরেকটির নাম ‘এমআরএনএ-১৬৪৪-ভি২-কোর’।
প্রথম পর্যায়ের ট্রায়ালে অংশ নেবেন ৫৬ জন। তাদের বয়স ১৮ থেকে ৫০ বছর। তবে তারা এইচআইভি আক্রান্ত নন। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপের সদস্যদের টিকার দুটি ভার্সনই দেওয়া হবে। বাকিদের দেওয়া হবে একটি করে (আলাদা)। আগামী ১০ মাস তাদের ওপর নজর রাখা হবে। রোগ প্রতিরোধ ক্ষমতার অগ্রগতি নোট করে রাখা হবে।
এর পর ট্রায়ালের দ্বিতীয় ও তৃতীয় পর্যায় শুরু হবে। প্রথম পর্যায়ের চেয়ে বাকি দুই পর্যায় আরও বেশি সময় নেবে। গত ১১ আগস্ট ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথস ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রিতে আবেদন করে মডার্না। এর পর তাদের অনুমতি দেওয়া হয়।
অন্টারিওর করোনা টিকা টাস্কফোর্সের সদস্য এইচআইভি গবেষক আইজ্যাক বোগোচ বলেন, ‘আমি খুবই উদ্দীপ্ত বোধ করছি। ট্রায়ালে যত দিনই লাগুক, এটা ভেবে ভালো লাগছে যে এইডসের টিকা আমাদের হাতে আছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
৯ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
১১ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
১২ ঘণ্টা আগে