যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় হোয়াইট হাউসের নথি প্রকাশ সাময়িক স্থগিত করেছেন একটি মার্কিন আদালত। গতকাল বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়। এর আগে ট্রাম্প এই নথি প্রকাশে স্থগিতাদেশ দেওয়ার জন্য আদালতে প্রতি অনুরোধ করেছিলেন।
এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের এক বিচারপতি নথিগুলো প্রকাশের আদেশ দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের ডিসি সার্কিটের আপিল আদালত সাময়িকভাবে নথি প্রকাশ স্থগিতের আদেশ দেন। তবে আদালত জানিয়েছেন, ৩০ নভেম্বর নির্ধারিত যুক্তিতর্ক উপস্থাপন বহাল থাকবে।
এদিকে তিন বিচারপতির প্যানেলের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে বলা হয়েছে, এ পদক্ষেপ যেন কোনোভাবেই মামলায় প্রভাব না ফেলে।
ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনার তদন্ত করছে হাউস সিলেক্ট কমিটি। ক্যাপিটল হিলে হামলা সংশ্লিষ্ট ৭৭০ পৃষ্ঠার বেশি নথি চেয়েছে কমিটিটি। এছাড়া ট্রাম্পের শীর্ষ সহযোগীদের বিভিন্ন তথ্য চেয়েছে হাউস সিলেক্ট কমিটি। যাদের তথ্য চাওয়া হয়েছে তাঁরা হলেন ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ মার্ক মিডোস, তাঁর সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার এবং তাঁর সাবেক উপ–উপদেষ্টা প্যাট্রিক ফিলবিন।
চলতি বছরের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। নির্বাচনে জয়ী জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য ক্যাপিটল হিলে আইপ্রণেতারা জড়ো হলে ট্রাম্পের পরাজয় ঠেকাতে সেখানে ঢুকে তাণ্ডব চালান শত শত ট্রাম্প সমর্থক। ইতিহাসের ন্যাক্কারজনক ওই হামলায় প্রাণ হারান এক পুলিশসহ অন্তত ৫ জন।
এরইমধ্যে বাইডেন ক্যাপিটল হিলে হামলার নথি প্রকাশের অনুমোদন দিয়েছেন। এটি হোয়াইট হাউসের জাতীয় আর্কাইভে সংরক্ষিত রয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় হোয়াইট হাউসের নথি প্রকাশ সাময়িক স্থগিত করেছেন একটি মার্কিন আদালত। গতকাল বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়। এর আগে ট্রাম্প এই নথি প্রকাশে স্থগিতাদেশ দেওয়ার জন্য আদালতে প্রতি অনুরোধ করেছিলেন।
এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের এক বিচারপতি নথিগুলো প্রকাশের আদেশ দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের ডিসি সার্কিটের আপিল আদালত সাময়িকভাবে নথি প্রকাশ স্থগিতের আদেশ দেন। তবে আদালত জানিয়েছেন, ৩০ নভেম্বর নির্ধারিত যুক্তিতর্ক উপস্থাপন বহাল থাকবে।
এদিকে তিন বিচারপতির প্যানেলের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে বলা হয়েছে, এ পদক্ষেপ যেন কোনোভাবেই মামলায় প্রভাব না ফেলে।
ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনার তদন্ত করছে হাউস সিলেক্ট কমিটি। ক্যাপিটল হিলে হামলা সংশ্লিষ্ট ৭৭০ পৃষ্ঠার বেশি নথি চেয়েছে কমিটিটি। এছাড়া ট্রাম্পের শীর্ষ সহযোগীদের বিভিন্ন তথ্য চেয়েছে হাউস সিলেক্ট কমিটি। যাদের তথ্য চাওয়া হয়েছে তাঁরা হলেন ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ মার্ক মিডোস, তাঁর সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার এবং তাঁর সাবেক উপ–উপদেষ্টা প্যাট্রিক ফিলবিন।
চলতি বছরের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। নির্বাচনে জয়ী জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য ক্যাপিটল হিলে আইপ্রণেতারা জড়ো হলে ট্রাম্পের পরাজয় ঠেকাতে সেখানে ঢুকে তাণ্ডব চালান শত শত ট্রাম্প সমর্থক। ইতিহাসের ন্যাক্কারজনক ওই হামলায় প্রাণ হারান এক পুলিশসহ অন্তত ৫ জন।
এরইমধ্যে বাইডেন ক্যাপিটল হিলে হামলার নথি প্রকাশের অনুমোদন দিয়েছেন। এটি হোয়াইট হাউসের জাতীয় আর্কাইভে সংরক্ষিত রয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিক সংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে