কানাডায় নিখোঁজের এক মাস পর প্রবাসী বাংলাদেশি কলেজ-শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্যানশোয়ে কলেজের শিক্ষার্থী নিধুয়া কানাডাপ্রবাসী বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। গত ডিসেম্বরের শুরুর দিকে অন্টারিওর লন্ডন এলাকা থেকে নিখোঁজ হন তিনি।
সামিনা নাসরিন চৌধুরী এক ফেসবুক পোস্টে জানান, স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) জোহরের নামাজের পর স্কারব্রোর ২৬৬৫ লরেন্স অ্যাভিনিউর জামে আবু বকর সিদ্দিকী মসজিদে নিধুয়া মুক্তাদিরের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে অন্টারিওর পিকারিংয়ের ডাফিন মেডৌস সেমেটেরিতে দাফন করা হবে।
মেয়ের জানাজায় শরিক হতে অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্টে সামিনা নাসরিন চৌধুরী লেখেন, ‘মাত্র ১৯ বছরের জীবনে বুকে অজানা কষ্ট, নাকি না-বলা অভিমান নিয়ে চলে যাওয়া আমার মেয়ে নিধুয়ার নামাজে জানাজা আগামী ১১ জানুয়ারি শনিবার জোহরের নামাজের পর আয়োজন করা হয়েছে।
নিধুয়ার জন্য এই বিদায়ী আয়োজনে সব কাছের মানুষ ও বন্ধুদের দোয়া তাঁর অনন্তযাত্রায় পাথেয় হবে এবং সবার উপস্থিতি আমাদের এই অসহনীয় কষ্ট হয়তো কিছুটা কমাতে সাহায্য করবে। আমিন।
নিধুয়া মুক্তাদির গত ৩ ডিসেম্বর নিখোঁজ হন। সর্বশেষ পোর্ট স্ট্যানলির হক ক্লিফ রোডে তাঁকে দেখা গিয়েছিল। অন্টারিও প্রাদেশিক পুলিশের ইমার্জেন্সি রেসপন্স টিম, অ্যাভিয়েশন, ক্যানাইন ও মেরিন ইউনিট ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনো কূলকিনারা খুঁজে না পেয়ে তল্লাশি বন্ধ করে দেয়। নিখোঁজের ৩২ দিন পর মিলল তাঁর মরদেহ।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গত শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুসের কাছে ওয়েনিটা সৈকত এলাকায় ইরি লেকের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এক ব্যক্তি। গত মঙ্গলবার পরিচয় নিশ্চিত করা যায়।
পুলিশ জানায়, নিধুয়ার মৃত্যুর ঘটনা সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে, জনসাধারণের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
কানাডায় নিখোঁজের এক মাস পর প্রবাসী বাংলাদেশি কলেজ-শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্যানশোয়ে কলেজের শিক্ষার্থী নিধুয়া কানাডাপ্রবাসী বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। গত ডিসেম্বরের শুরুর দিকে অন্টারিওর লন্ডন এলাকা থেকে নিখোঁজ হন তিনি।
সামিনা নাসরিন চৌধুরী এক ফেসবুক পোস্টে জানান, স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) জোহরের নামাজের পর স্কারব্রোর ২৬৬৫ লরেন্স অ্যাভিনিউর জামে আবু বকর সিদ্দিকী মসজিদে নিধুয়া মুক্তাদিরের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে অন্টারিওর পিকারিংয়ের ডাফিন মেডৌস সেমেটেরিতে দাফন করা হবে।
মেয়ের জানাজায় শরিক হতে অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্টে সামিনা নাসরিন চৌধুরী লেখেন, ‘মাত্র ১৯ বছরের জীবনে বুকে অজানা কষ্ট, নাকি না-বলা অভিমান নিয়ে চলে যাওয়া আমার মেয়ে নিধুয়ার নামাজে জানাজা আগামী ১১ জানুয়ারি শনিবার জোহরের নামাজের পর আয়োজন করা হয়েছে।
নিধুয়ার জন্য এই বিদায়ী আয়োজনে সব কাছের মানুষ ও বন্ধুদের দোয়া তাঁর অনন্তযাত্রায় পাথেয় হবে এবং সবার উপস্থিতি আমাদের এই অসহনীয় কষ্ট হয়তো কিছুটা কমাতে সাহায্য করবে। আমিন।
নিধুয়া মুক্তাদির গত ৩ ডিসেম্বর নিখোঁজ হন। সর্বশেষ পোর্ট স্ট্যানলির হক ক্লিফ রোডে তাঁকে দেখা গিয়েছিল। অন্টারিও প্রাদেশিক পুলিশের ইমার্জেন্সি রেসপন্স টিম, অ্যাভিয়েশন, ক্যানাইন ও মেরিন ইউনিট ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনো কূলকিনারা খুঁজে না পেয়ে তল্লাশি বন্ধ করে দেয়। নিখোঁজের ৩২ দিন পর মিলল তাঁর মরদেহ।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গত শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুসের কাছে ওয়েনিটা সৈকত এলাকায় ইরি লেকের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এক ব্যক্তি। গত মঙ্গলবার পরিচয় নিশ্চিত করা যায়।
পুলিশ জানায়, নিধুয়ার মৃত্যুর ঘটনা সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে, জনসাধারণের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৪ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৫ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে