রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো অভিষেক ঘটেছে ভ্লাদিমির পুতিনের। আজ মঙ্গলবার তাঁর অভিষেক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মার্কিন তারকা অভিনেতা স্টিভেন সিগ্যাল। যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, দীর্ঘ একটি আলখাল্লা গায়ে চাপিয়ে মস্কোতে অবস্থিত রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনে হাজির হয়েছিলেন হলিউড তারকা। এ সময় তাঁকে সুপরিচিত সানগ্লাস এবং বিখ্যাত শ্মশ্রুমণ্ডিত স্টাইলে দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিষেক অনুষ্ঠানে পুতিনকে ‘পৃথিবীর সবচেয়ে মহৎ নেতা’ হিসেবে আখ্যা দেন ৭২ বছর বয়সী সিগ্যাল। তিনি মনে করেন, পুতিনের পঞ্চম মেয়াদেই পৃথিবী সবচেয়ে ভালো অবস্থায় থাকবে।
মার্কিন অভিনেতা সিগ্যাল ২০১৬ সালে রুশ নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। মার্শাল আর্টের সূত্র ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সখ্য। বিগত বছরগুলোতে তাঁরা দারুণ ভ্রাতৃত্বপূর্ণ সময় উপভোগ করেছেন।
গত বছর ইউক্রেনে রুশ হামলার পর রাশিয়ার প্রতি সমর্থনের জন্য পুতিনের কাছ থেকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ মেডেল পেয়েছিলেন সিগ্যাল। সেই সময় নিজেকে তিনি ‘এক মিলিয়ন শতাংশ রাশিয়ান’ হিসেবে বর্ণনা করেছিলেন।
সম্প্রতি ফক্স নিউজের কাছে রাশিয়া এবং ইউক্রেনকে একই পরিবারের দুই সদস্য হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আমাদের বেশির ভাগেরই রাশিয়া এবং ইউক্রেনে পরিবার রয়েছে।’
যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম নেওয়া এই অভিনেতা অতীতে নিজের বাবাকে বিশুদ্ধ রাশিয়ান হিসেবে বর্ণনা করেছিলেন। তাঁর দাদা ছিলেন একজন রুশ ইহুদি অভিবাসী।
সিগ্যালের রুশ নাগরিকত্বের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ‘এটা তাঁর ইচ্ছায়ই হয়েছে। তিনি সত্যিই আবেদন করেছিলেন।’
দিমিত্রি আরও বলেছিলেন, ‘তিনি তাঁর নাগরিকত্ব গ্রহণের জন্য দীর্ঘদিন ধরে লেগে ছিলেন। আমাদের দেশের প্রতি উষ্ণ আবেগ প্রকাশের জন্য তিনি সুপরিচিত। এই দেশের কোনো গোপন বিষয় তিনি কখনোই বাইরে নিয়ে যাননি। আর তা ছাড়া অভিনেতা হিসেবে তিনি একজন বিখ্যাত মানুষ, এটা তো সবারই জানা।’
রুশ নাগরিকত্ব নিয়ে বর্তমানে মস্কোতে বসবাস করা এই অভিনেতা একবার বলেছিলেন, ‘রাশিয়ায় আমার অনেক আত্মীয়স্বজন আছে। আমি রাশিয়াকে ভালোবাসি। আমি এই দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি।’
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো অভিষেক ঘটেছে ভ্লাদিমির পুতিনের। আজ মঙ্গলবার তাঁর অভিষেক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মার্কিন তারকা অভিনেতা স্টিভেন সিগ্যাল। যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, দীর্ঘ একটি আলখাল্লা গায়ে চাপিয়ে মস্কোতে অবস্থিত রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনে হাজির হয়েছিলেন হলিউড তারকা। এ সময় তাঁকে সুপরিচিত সানগ্লাস এবং বিখ্যাত শ্মশ্রুমণ্ডিত স্টাইলে দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিষেক অনুষ্ঠানে পুতিনকে ‘পৃথিবীর সবচেয়ে মহৎ নেতা’ হিসেবে আখ্যা দেন ৭২ বছর বয়সী সিগ্যাল। তিনি মনে করেন, পুতিনের পঞ্চম মেয়াদেই পৃথিবী সবচেয়ে ভালো অবস্থায় থাকবে।
মার্কিন অভিনেতা সিগ্যাল ২০১৬ সালে রুশ নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। মার্শাল আর্টের সূত্র ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সখ্য। বিগত বছরগুলোতে তাঁরা দারুণ ভ্রাতৃত্বপূর্ণ সময় উপভোগ করেছেন।
গত বছর ইউক্রেনে রুশ হামলার পর রাশিয়ার প্রতি সমর্থনের জন্য পুতিনের কাছ থেকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ মেডেল পেয়েছিলেন সিগ্যাল। সেই সময় নিজেকে তিনি ‘এক মিলিয়ন শতাংশ রাশিয়ান’ হিসেবে বর্ণনা করেছিলেন।
সম্প্রতি ফক্স নিউজের কাছে রাশিয়া এবং ইউক্রেনকে একই পরিবারের দুই সদস্য হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আমাদের বেশির ভাগেরই রাশিয়া এবং ইউক্রেনে পরিবার রয়েছে।’
যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম নেওয়া এই অভিনেতা অতীতে নিজের বাবাকে বিশুদ্ধ রাশিয়ান হিসেবে বর্ণনা করেছিলেন। তাঁর দাদা ছিলেন একজন রুশ ইহুদি অভিবাসী।
সিগ্যালের রুশ নাগরিকত্বের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ‘এটা তাঁর ইচ্ছায়ই হয়েছে। তিনি সত্যিই আবেদন করেছিলেন।’
দিমিত্রি আরও বলেছিলেন, ‘তিনি তাঁর নাগরিকত্ব গ্রহণের জন্য দীর্ঘদিন ধরে লেগে ছিলেন। আমাদের দেশের প্রতি উষ্ণ আবেগ প্রকাশের জন্য তিনি সুপরিচিত। এই দেশের কোনো গোপন বিষয় তিনি কখনোই বাইরে নিয়ে যাননি। আর তা ছাড়া অভিনেতা হিসেবে তিনি একজন বিখ্যাত মানুষ, এটা তো সবারই জানা।’
রুশ নাগরিকত্ব নিয়ে বর্তমানে মস্কোতে বসবাস করা এই অভিনেতা একবার বলেছিলেন, ‘রাশিয়ায় আমার অনেক আত্মীয়স্বজন আছে। আমি রাশিয়াকে ভালোবাসি। আমি এই দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে