Ajker Patrika

দেড় কোটি করোনার টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র

দেড় কোটি করোনার টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র

চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত দেড় কোটি ডোজ করোনার টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিভিন্ন রাজ্য, ফার্মেসি এবং টিকা সংশ্লিষ্ট সংস্থার বরাত দিয়ে এনবিসির প্রতিবেদনে বলা হয়, যেমনটা ধারণা করা হচ্ছিল তার চেয়ে বেশি টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র। এনবিসি মার্কিন সাতটি রাজ্যের তথ্য পায়নি। পাশাপাশি গুরুত্বপূর্ণ ফেডারেল এজেন্সির তথ্যও পাওয়া যায়নি।

বিভিন্ন কারণে ডোজগুলো অপচয় হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ফাটল শিশি, ভ্যাকসিনকে পাতলা করার ত্রুটি, ফ্রিজারের ত্রুটি, একটি শিশিতে অধিক পরিমাণে টিকার ডোজ।

এই প্রতিবেদনটি এমন সময় প্রকাশ হলো যখন বিশ্বের বিভিন্ন দেশ টিকা সংকটে ভুগছে। আন্তর্জাতিক গবেষণাভিত্তিক সংস্থা আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার পক্ষ থেকে বলা হয়, আফ্রিকায় মাত্র ৩ শতাংশ মানুষ করোনার পূর্ণ ডোজ টিকা পেয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্র তাদের ৫২ শতাংশ জনগণকে করোনার টিকার পূর্ণ ডোজ দিতে পেরেছে। এ ছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ১০ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে করোনার টিকার তৃতীয় ডোজ পেয়েছেন। দুই ডোজ টিকা পাওয়া ব্যক্তিদের আট মাস পর তৃতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই মাসের শেষ দিকে এই কার্যক্রম শুরু হবে।

এ নিয়ে ইউনিভার্সিটি অব ইয়র্কের স্বাস্থ্য নীতি বিভাগের প্রফেসর টিম দোরান বলেন, এটি একটি ন্যায্যতা বিষয়ক সমস্যা। যে সব ধনী দেশের কাছে ভালো পরিমাণে ভ্যাকসিন রয়েছে তারা সেটি নষ্ট করছে।

যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৬০ কোটি ডোজ টিকা মধ্য আয়ের দেশ এবং দরিদ্র দেশগুলোর মধ্যে বিতরণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত