আজকের পত্রিকা ডেস্ক
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহল। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেকটা আক্রমণই করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। বাইডেন বলেছেন, ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন নেতানিয়াহু।
গত শনিবার এক সাক্ষাৎকারে ইসরায়েলের পরিস্থিতি নিয়ে কথা বলেন জো বাইডেন। তিনি জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তবে তিনি এও বলেছেন, ‘নেতানিয়াহুকে এটা মাথায় রাখতে হবে যে, হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিরপরাধ মানুষও মারা পড়ছে।
জো বাইডেন বলেন, ‘ইসরায়েল আসলে যা চাইছে, তা আসলে গাজায় হত্যাকাণ্ডের সঙ্গে যায় না। আমার ধারণা, এটা বড় ভুল।’ তিনি সতর্ক করে বলেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের ‘শেষ সীমা’ অতিক্রম করা ঠিক হবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট জোর দেন, তিনি কখনো যুক্তরাষ্ট্রের এই মিত্রদেশকে ছেড়ে যাবে না।
হামাসকে নির্মূলে ইসরায়েলকে শুরু থেকেই জোরালো সমর্থন দিয়ে আসছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধে বেসামরিক লোকজনের ব্যাপক প্রাণহানি ও উপত্যকাটিতে মানবিক ত্রাণ সরবরাহে নানা বিধিনিষেধের কারণে দেশটির সঙ্গে বাইডেন প্রশাসনের ক্রমেই বেশি বিরোধ দেখা দিচ্ছে। গাজার রাফাহ এলাকায় আশ্রয় নেওয়া ১৩ লাখের মতো ফিলিস্তিনিকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত সেখানে পূর্বপরিকল্পিত হামলা না চালাতে নেতানিয়াহুকে বারবার আহ্বান জানিয়ে আসছে বাইডেন প্রশাসন।
এর আগে, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট পবিত্র রমজান মাস শুরুর আগেই ইসরায়েল ও হামাস সাময়িক যুদ্ধ বন্ধে রাজি হবে বলে আশা প্রকাশ করেন। তবে এ বিষয়ে কাজ করা মধ্যস্থতাকারীরা গত সপ্তাহে কায়রো ছেড়ে গেলে যুদ্ধ বন্ধে চুক্তি সইয়ের আশা মিইয়ে যায়।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহল। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেকটা আক্রমণই করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। বাইডেন বলেছেন, ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন নেতানিয়াহু।
গত শনিবার এক সাক্ষাৎকারে ইসরায়েলের পরিস্থিতি নিয়ে কথা বলেন জো বাইডেন। তিনি জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তবে তিনি এও বলেছেন, ‘নেতানিয়াহুকে এটা মাথায় রাখতে হবে যে, হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিরপরাধ মানুষও মারা পড়ছে।
জো বাইডেন বলেন, ‘ইসরায়েল আসলে যা চাইছে, তা আসলে গাজায় হত্যাকাণ্ডের সঙ্গে যায় না। আমার ধারণা, এটা বড় ভুল।’ তিনি সতর্ক করে বলেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের ‘শেষ সীমা’ অতিক্রম করা ঠিক হবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট জোর দেন, তিনি কখনো যুক্তরাষ্ট্রের এই মিত্রদেশকে ছেড়ে যাবে না।
হামাসকে নির্মূলে ইসরায়েলকে শুরু থেকেই জোরালো সমর্থন দিয়ে আসছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধে বেসামরিক লোকজনের ব্যাপক প্রাণহানি ও উপত্যকাটিতে মানবিক ত্রাণ সরবরাহে নানা বিধিনিষেধের কারণে দেশটির সঙ্গে বাইডেন প্রশাসনের ক্রমেই বেশি বিরোধ দেখা দিচ্ছে। গাজার রাফাহ এলাকায় আশ্রয় নেওয়া ১৩ লাখের মতো ফিলিস্তিনিকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত সেখানে পূর্বপরিকল্পিত হামলা না চালাতে নেতানিয়াহুকে বারবার আহ্বান জানিয়ে আসছে বাইডেন প্রশাসন।
এর আগে, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট পবিত্র রমজান মাস শুরুর আগেই ইসরায়েল ও হামাস সাময়িক যুদ্ধ বন্ধে রাজি হবে বলে আশা প্রকাশ করেন। তবে এ বিষয়ে কাজ করা মধ্যস্থতাকারীরা গত সপ্তাহে কায়রো ছেড়ে গেলে যুদ্ধ বন্ধে চুক্তি সইয়ের আশা মিইয়ে যায়।
ইসলামিক স্টেট বা আইএস সংশ্লিষ্টতার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে অভিযুক্ত করেছে মালয়েশিয়ার একটি দায়রা আদালত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, আইএসের কার্যক্রমকে সমর্থন ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন।
৮ মিনিট আগেপাকিস্তানের স্বাধীনতা দিবসে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ ও হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় আগ্রহী। বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ খনিজ, হাইড্রোকার্বনসহ নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে দেখতে...
১ ঘণ্টা আগেকোকা-কোলা তাদের জনপ্রিয় কোমল পানীয় ‘অ্যাপলটাইজার’ বাজার থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিপজ্জনক মাত্রার রাসায়নিক উপাদান থাকার আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে কোকা-কোলা। এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের এই পণ্য না খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেবিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ মজুত না করার নির্দেশ দিয়েছে চীন। বৈশ্বিক প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ এ খনিজের সরবরাহে প্রভাব বজায় রাখতে এবং সম্ভাব্য রপ্তানি সীমাবদ্ধতার মধ্যে বিদেশে মজুত রোধ করতে এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
২ ঘণ্টা আগে