যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শিকাগোয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন। গত সোমবার শুরু হওয়া এই সম্মেলনে নেতা-কর্মীদের পাশাপাশি বেশ কয়েক হাজার আমন্ত্রিত অতিথি অংশ নিয়েছেন। তবে এদিন সম্মেলনস্থলের বাইরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ।
‘মার্চ অন দ্য ডিএনসি’ শীর্ষক এই কর্মসূচি থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে বাইডেন প্রশাসনের অব্যাহত সমর্থনের প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে অঞ্চলটিতে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের দাবি তোলেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে সম্মেলনস্থল-সংলগ্ন নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ ভেঙে ফেলেন কয়েকজন বিক্ষোভকারী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এ সময় সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চার দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে সপরিবার যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট থাকা অবস্থায় দলের জাতীয় সম্মেলনে এদিন শেষবারের মতো ভাষণ দিয়েছেন তিনি।
বাইডেন যখন মঞ্চে উঠছিলেন, তখন দর্শক সারির সবাই একসঙ্গে দাঁড়িয়ে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করেন। সমস্বরে বলে ওঠেন, ‘ধন্যবাদ জো’। এ ঘটনায় বাইডেন আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে আবেগে কেঁদে ফেলেন তিনি।
পরে নিজেকে সামলে নিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কঠিন সময় শেষ হয়েছে, এখন ভালো সময়। আমেরিকা, আমি আমার সর্বোচ্চটা তোমাকে দিয়েছি।’
গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে বিজয়ী করার আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, ‘গণতন্ত্রকে অবশ্যই রক্ষা করতে হবে। আমরা আমেরিকার আত্মরক্ষার জন্য লড়ছি।’
বাইডেন মঞ্চে ওঠার আগে আকস্মিকভাবে সেখানে হাজির হয়ে নজর কাড়েন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। বাইডেনকে ধন্যবাদ জানাতেই সেখানে হাজির হওয়ার কথা জানান তিনি। কমলা হ্যারিস বলেন, ‘জো, আপনার ঐতিহাসিক নেতৃত্বের জন্য ধন্যবাদ।’
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শিকাগোয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন। গত সোমবার শুরু হওয়া এই সম্মেলনে নেতা-কর্মীদের পাশাপাশি বেশ কয়েক হাজার আমন্ত্রিত অতিথি অংশ নিয়েছেন। তবে এদিন সম্মেলনস্থলের বাইরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ।
‘মার্চ অন দ্য ডিএনসি’ শীর্ষক এই কর্মসূচি থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে বাইডেন প্রশাসনের অব্যাহত সমর্থনের প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে অঞ্চলটিতে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের দাবি তোলেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে সম্মেলনস্থল-সংলগ্ন নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ ভেঙে ফেলেন কয়েকজন বিক্ষোভকারী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এ সময় সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চার দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে সপরিবার যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট থাকা অবস্থায় দলের জাতীয় সম্মেলনে এদিন শেষবারের মতো ভাষণ দিয়েছেন তিনি।
বাইডেন যখন মঞ্চে উঠছিলেন, তখন দর্শক সারির সবাই একসঙ্গে দাঁড়িয়ে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করেন। সমস্বরে বলে ওঠেন, ‘ধন্যবাদ জো’। এ ঘটনায় বাইডেন আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে আবেগে কেঁদে ফেলেন তিনি।
পরে নিজেকে সামলে নিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কঠিন সময় শেষ হয়েছে, এখন ভালো সময়। আমেরিকা, আমি আমার সর্বোচ্চটা তোমাকে দিয়েছি।’
গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে বিজয়ী করার আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, ‘গণতন্ত্রকে অবশ্যই রক্ষা করতে হবে। আমরা আমেরিকার আত্মরক্ষার জন্য লড়ছি।’
বাইডেন মঞ্চে ওঠার আগে আকস্মিকভাবে সেখানে হাজির হয়ে নজর কাড়েন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। বাইডেনকে ধন্যবাদ জানাতেই সেখানে হাজির হওয়ার কথা জানান তিনি। কমলা হ্যারিস বলেন, ‘জো, আপনার ঐতিহাসিক নেতৃত্বের জন্য ধন্যবাদ।’
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৩ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৪ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৫ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৬ ঘণ্টা আগে