মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে স্ত্রীকে জীবন্ত মাটিচাপা দিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্ত ব্যক্তি প্যারোলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেননি।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ডেভিড প্যাগনিয়ানো নিজের স্ত্রীকে বাড়ির পাশে জীবন্ত মাটিচাপা দেন। হত্যাকাণ্ডের সাত বছর পর তিনি বিচার শুরু হওয়ার আগেই নিজের দোষ স্বীকার করে আপিলের সুযোগ ছাড়াই বিচারককে শাস্তি দিতে বলেন।
ইয়াভাপাই কাউন্টি অ্যাটর্নির অফিস অনুসারে, ৬২ বছর বয়সী প্যাগনিয়ানোকে গত ৯ মে অপহরণ এবং জালিয়াতির দায়ে আরও সাড়ে ১৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
কাউন্টি অ্যাটর্নি ডেনিস ম্যাকগ্রেন এক বিবৃতিতে বলেছেন, ‘এক তরুণী মাকে অপহরণ এবং হত্যার কারণে এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমার অফিস এই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে।’
কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৯ বছর বয়সী সান্দ্রা প্যাগনিয়ানো ২০১৭ সালের মে মাসে স্বামীকে তালাক দেওয়ার প্রক্রিয়ায় ছিলেন। ঠিক ওই সময়ই তিনি নিখোঁজ হয়ে যান। সান্দ্রা এবং ডেভিড সম্পর্ক ছিন্ন করলেও তাঁদের দুই তরুণী কন্যাকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন।
সান্দ্রা প্যাগনিয়ানোর মরদেহ প্রিসকটের উত্তরে একটি গ্রামীণ এলাকায় হাত-পা বাধা অবস্থায় একটি হাতে খোঁড়া কবর থেকে উদ্ধার করা হয়। পরে কাউন্টি মেডিকেল পরীক্ষকের অফিস তাঁকে জীবিত কবর দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
কাউন্টি শেরিফের কর্মকর্তারা বলেছেন, আলামত মোতাবেক মাটিচাপা দেওয়ার পরেও সান্দ্রা প্যাগনিয়ানো বাঁচার জন্য চেষ্টা করেছেন এবং পাঁচ মিনিট পর্যন্ত সজ্ঞান ছিলেন।
ডেভিড প্যাগনিয়ানোর মোবাইল ফোনের লোকেশনে দেখা গেছে, তিনি স্ত্রীর নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে এবং অপহরণের রাতে ওই মাটিচাপা দেওয়ার স্থানে ছিলেন।
স্যান্ড্রা প্যাগনিয়ানোর নিখোঁজ হওয়ার পরে গোয়েন্দারা বিবাহ বিচ্ছেদের মামলায় দায়ের করা দুটি নোট উদ্ধার করে। ওই নোটগুলোতে সান্দ্রা লিখেন, তিনি ডেভিড প্যাগনিয়ানোকে ছেড়ে চলে যাচ্ছেন এবং তাঁকে বাড়ি, গাড়ি এবং সন্তানদের হেফাজত দিচ্ছেন।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নোটগুলোর ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে সেগুলো সান্দ্রা নয় ডেভিড প্যাগনিয়ানো লিখেছিলেন।
স্ত্রীর মরদেহ পাওয়ার পরে একটি বিচারকমণ্ডলী তাঁকে হত্যায় জড়িত বলে অভিযুক্ত করেছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে স্ত্রীকে জীবন্ত মাটিচাপা দিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্ত ব্যক্তি প্যারোলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেননি।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ডেভিড প্যাগনিয়ানো নিজের স্ত্রীকে বাড়ির পাশে জীবন্ত মাটিচাপা দেন। হত্যাকাণ্ডের সাত বছর পর তিনি বিচার শুরু হওয়ার আগেই নিজের দোষ স্বীকার করে আপিলের সুযোগ ছাড়াই বিচারককে শাস্তি দিতে বলেন।
ইয়াভাপাই কাউন্টি অ্যাটর্নির অফিস অনুসারে, ৬২ বছর বয়সী প্যাগনিয়ানোকে গত ৯ মে অপহরণ এবং জালিয়াতির দায়ে আরও সাড়ে ১৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
কাউন্টি অ্যাটর্নি ডেনিস ম্যাকগ্রেন এক বিবৃতিতে বলেছেন, ‘এক তরুণী মাকে অপহরণ এবং হত্যার কারণে এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমার অফিস এই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে।’
কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৯ বছর বয়সী সান্দ্রা প্যাগনিয়ানো ২০১৭ সালের মে মাসে স্বামীকে তালাক দেওয়ার প্রক্রিয়ায় ছিলেন। ঠিক ওই সময়ই তিনি নিখোঁজ হয়ে যান। সান্দ্রা এবং ডেভিড সম্পর্ক ছিন্ন করলেও তাঁদের দুই তরুণী কন্যাকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন।
সান্দ্রা প্যাগনিয়ানোর মরদেহ প্রিসকটের উত্তরে একটি গ্রামীণ এলাকায় হাত-পা বাধা অবস্থায় একটি হাতে খোঁড়া কবর থেকে উদ্ধার করা হয়। পরে কাউন্টি মেডিকেল পরীক্ষকের অফিস তাঁকে জীবিত কবর দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
কাউন্টি শেরিফের কর্মকর্তারা বলেছেন, আলামত মোতাবেক মাটিচাপা দেওয়ার পরেও সান্দ্রা প্যাগনিয়ানো বাঁচার জন্য চেষ্টা করেছেন এবং পাঁচ মিনিট পর্যন্ত সজ্ঞান ছিলেন।
ডেভিড প্যাগনিয়ানোর মোবাইল ফোনের লোকেশনে দেখা গেছে, তিনি স্ত্রীর নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে এবং অপহরণের রাতে ওই মাটিচাপা দেওয়ার স্থানে ছিলেন।
স্যান্ড্রা প্যাগনিয়ানোর নিখোঁজ হওয়ার পরে গোয়েন্দারা বিবাহ বিচ্ছেদের মামলায় দায়ের করা দুটি নোট উদ্ধার করে। ওই নোটগুলোতে সান্দ্রা লিখেন, তিনি ডেভিড প্যাগনিয়ানোকে ছেড়ে চলে যাচ্ছেন এবং তাঁকে বাড়ি, গাড়ি এবং সন্তানদের হেফাজত দিচ্ছেন।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নোটগুলোর ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে সেগুলো সান্দ্রা নয় ডেভিড প্যাগনিয়ানো লিখেছিলেন।
স্ত্রীর মরদেহ পাওয়ার পরে একটি বিচারকমণ্ডলী তাঁকে হত্যায় জড়িত বলে অভিযুক্ত করেছিলেন।
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
১ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে