যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পার্কে বা বনাঞ্চলে বারবিকিউ বা গ্রিল করার আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। শহরের পার্কগুলোতে একাধিক জায়গায় আগুন লাগার ঘটনার পর এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন লাগার ঝুঁকি বাড়তে থাকায় আজ মঙ্গলবার এ নিয়ে শহরে ‘রেড ফ্ল্যাগ ওয়ার্নিং’ও জারি করা হয়েছে। জনগণকে সচেতনতার সঙ্গে এসব পরিস্থিতি সামলাতে এবং জরুরি নম্বর ৯১১–এ যোগাযোগ করতে অনুরোধ করেছেন শহরের মেয়র। স্থানীয় সংবাদমাধ্যম ব্রুকলিন নিউজ১২–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিটি মেয়র অ্যাডামস বলেন, শুষ্ক আবহাওয়ার কারণে নিউইয়র্কবাসীর নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এ জন্য আমরা এই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছি। এখন থেকে পার্কগুলোতে গ্রিল বা বারবিকিউর মতো আগুন ব্যবহার করে কোনো ধরনের রান্নার আয়োজন করা যাবে না। বিচ্ছিন্ন অগ্নিকাণ্ড বা দাবানলের ঝুঁকি কমাতে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।
মেয়র বলেন, এ পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং যতটা সম্ভব পানি সংরক্ষণে সচেষ্ট হতে হবে।
শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে শহরজুড়ে ১২০টি ঝোপে আগুন লাগার খবর পাওয়া গেছে। এর মধ্যে অন্তত দুটি ঘটেছে ভ্যান কোর্টল্যান্ড পার্কে। গত সপ্তাহে এই পার্কে আগুন লেগে প্রায় ৫ একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়।
গত শুক্রবার ব্রুকলিনের প্রসপেক্ট পার্কে দু–এক জায়গায় আগুনের ফুলকি ঝোপের মধ্যে পড়ে বেশ বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এসব আগুনের কারণে শহরটির আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে শহরের সর্বত্র আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কোনো আয়োজনের আলোকসজ্জা করতে সড়ক থেকে বিদ্যুৎ সংযোগ বারণ করা হয়েছে।
পাশাপাশি ওয়েল্ডিং (ঝালাই) বা অন্যান্য আগুনের কাজ করার সময়, বিশেষ করে শুকনো ঘাস বা পাতার কাছাকাছি থাকলে, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এ ছাড়া শহরের প্রধান পাঁচটি এলাকায় নির্মাণকাজ চলছে, সেসব জায়গায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। শহরের বাসিন্দাদের বায়ুমানের দিকে খেয়াল রাখার বিষয়েও সতর্ক করেছেন মেয়র।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পার্কে বা বনাঞ্চলে বারবিকিউ বা গ্রিল করার আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। শহরের পার্কগুলোতে একাধিক জায়গায় আগুন লাগার ঘটনার পর এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন লাগার ঝুঁকি বাড়তে থাকায় আজ মঙ্গলবার এ নিয়ে শহরে ‘রেড ফ্ল্যাগ ওয়ার্নিং’ও জারি করা হয়েছে। জনগণকে সচেতনতার সঙ্গে এসব পরিস্থিতি সামলাতে এবং জরুরি নম্বর ৯১১–এ যোগাযোগ করতে অনুরোধ করেছেন শহরের মেয়র। স্থানীয় সংবাদমাধ্যম ব্রুকলিন নিউজ১২–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিটি মেয়র অ্যাডামস বলেন, শুষ্ক আবহাওয়ার কারণে নিউইয়র্কবাসীর নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এ জন্য আমরা এই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছি। এখন থেকে পার্কগুলোতে গ্রিল বা বারবিকিউর মতো আগুন ব্যবহার করে কোনো ধরনের রান্নার আয়োজন করা যাবে না। বিচ্ছিন্ন অগ্নিকাণ্ড বা দাবানলের ঝুঁকি কমাতে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।
মেয়র বলেন, এ পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং যতটা সম্ভব পানি সংরক্ষণে সচেষ্ট হতে হবে।
শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে শহরজুড়ে ১২০টি ঝোপে আগুন লাগার খবর পাওয়া গেছে। এর মধ্যে অন্তত দুটি ঘটেছে ভ্যান কোর্টল্যান্ড পার্কে। গত সপ্তাহে এই পার্কে আগুন লেগে প্রায় ৫ একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়।
গত শুক্রবার ব্রুকলিনের প্রসপেক্ট পার্কে দু–এক জায়গায় আগুনের ফুলকি ঝোপের মধ্যে পড়ে বেশ বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এসব আগুনের কারণে শহরটির আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে শহরের সর্বত্র আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কোনো আয়োজনের আলোকসজ্জা করতে সড়ক থেকে বিদ্যুৎ সংযোগ বারণ করা হয়েছে।
পাশাপাশি ওয়েল্ডিং (ঝালাই) বা অন্যান্য আগুনের কাজ করার সময়, বিশেষ করে শুকনো ঘাস বা পাতার কাছাকাছি থাকলে, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এ ছাড়া শহরের প্রধান পাঁচটি এলাকায় নির্মাণকাজ চলছে, সেসব জায়গায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। শহরের বাসিন্দাদের বায়ুমানের দিকে খেয়াল রাখার বিষয়েও সতর্ক করেছেন মেয়র।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিকসংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে