Ajker Patrika

ইউক্রেন যুদ্ধে মার্কিন সৈন্য মারা যায়নি: মার্কিন সেনাবাহিনী

আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২: ০৮
ইউক্রেন যুদ্ধে মার্কিন সৈন্য মারা যায়নি: মার্কিন সেনাবাহিনী

ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের তিনজন সদস্য নিহত হয়েছেন বলে রাশিয়া যে খবর প্রকাশ করেছে, তা সত্য নয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র ট্রেসি ও’গ্র্যাডি বলেছেন, ‘রাশিয়া ‘‘ভুয়া খবর’’ ছড়াচ্ছে। আমাদের সৈন্যরা বেঁচে আছেন এবং ভালো আছেন।’ ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে রুশ সংবাদপত্র প্রাভদা এক প্রতিবেদনে জানিয়েছিল, ইউক্রেনের দোনেৎস্কে মার্কিন ভাড়াটে সৈন্য নিহত হয়েছেন। সেখানে তিন সৈন্যকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁদের একজনের কাছে টেনেসি রাজ্যের পতাকা পাওয়া গেছে এবং তাঁরা যে মার্কিন সৈন্য তা চিহ্নিত করা গেছে। 

যুক্তরাষ্ট্রের টেনেসি গার্ড এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ‘রুশ গণমাধ্যমের প্রতিবেদনের শিরোনামে ভুল বলা হয়েছে। তারা আসলে ভুয়া খবর ছড়াচ্ছে। ওখানে আমাদের কোনো ভাড়াটে সৈন্য নেই। টেনেসি ন্যাশনাল গার্ডের সব সদস্য একটি সফল মিশনের পর ২০১৯ সালেই নিরাপদে তাদের নিজ রাজ্যে ফিরে এসেছে। 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, যাঁরা নিহত হয়েছেন বলা হচ্ছে, তাঁদের মধ্যে দুই সৈন্য এখনো টেনেসি ন্যাশনাল গার্ডে রয়েছেন এবং তাঁরা টেনেসিতেই রয়েছেন। আরেকজন টেনেসি ন্যাশনাল গার্ড ছেড়ে গেছেন, তবে তিনি জীবিত আছেন। তিনি ইউক্রেনে যাননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত