Ajker Patrika

এবার মার্কিন পণ্যে ২০ বিলিয়ন ডলারের বেশি শুল্ক আরোপের ঘোষণা দিল কানাডা

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি স্টিল ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী। তারপরও কানাডার এই পণ্যের ও ২৫ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যেও ২০ বিলিয়ন ডলারের বেশি শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির অন্তত তিনজন মন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে আজ বুধবার রাতে এই খবর জানিয়েছে বিবিসি।

কানাডার অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাং আজ ঘোষণা করেছেন—আগামীকাল (বৃহস্পতিবার) রাত ১২: ০১ মিনিট থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।

লেব্ল্যাং জানিয়েছেন, নতুন তালিকায় খেলাধুলার সরঞ্জাম, কম্পিউটার এবং কাস্ট আয়রনের মতো পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন বাজার খোঁজার উদ্যোগ এবং অর্থায়নের সুযোগ তৈরির কথাও উল্লেখ করেন কানাডার অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা জানি এটি কঠিন সময়, তাই শ্রমিক ও ব্যবসায়ীদের সহায়তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।’

এদিকে কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি বলেছেন, ‘কানাডা শক্ত অবস্থানে রয়েছে। এটি প্রতিদিনের একটি লড়াই।’

তিনি উল্লেখ করেছেন, শুল্ক আরোপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্র বিভিন্ন অজুহাত দিচ্ছে, যা প্রতিদিন পরিবর্তন হচ্ছে।

জোলি আমেরিকার জনগণের উদ্দেশ্যে বলেছেন, ‘আমরা তোমাদের সেরা বন্ধু, প্রতিবেশী ও মিত্র।’

তিনি উল্লেখ করেন, কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গ্রাহক এবং এই সম্পর্ক প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হয়েছে।

জোলি জানান, তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে কাজ করবেন যাতে তাঁরাও তাঁদের ওপর আরোপিত শুল্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।

বাণিজ্য যুদ্ধ পরিস্থিতির মধ্যে করণীয় জানাতে গিয়ে কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেইন বলেছেন, ‘আমাদের স্থানীয় পণ্য কেনার দিকে নজর দিতে হবে। আমরা আমাদের রপ্তানি বৈচিত্র্যময় করতে পারি। তবে স্থানীয় পণ্য কেনার মাধ্যমেও আমরা অর্থনীতিকে শক্তিশালী করতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত