যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ভার্জিনিয়ার একটি অভিজাত স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই বন্দুকধারীর নাম রেমন্ড স্পেনসার (২৩)। স্পেনসার শুক্রবার ভার্জিনিয়ার একটি অভিজাত স্কুলের কাছে পার্শ্ববর্তী একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে স্নাইপিং রাইফেল দিয়ে এলোমেলোভাবে গুলি চালান। এ সময় গুলিতে অন্তত চারজন গুরুতর আহত হন। পরে রেমন্ড স্পেনসার নিজেও আত্মহত্যা করেন।
গুলিতে আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের একজন ৫৪ বছর বয়সী পুরুষ, অপরজন ৩০ বছরের কাছাকাছি বয়েসের একজন নারী। তাঁরা দুজনই গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ১২ বছর বয়েসী এক কিশোরীও তার বাহুতে আঘাতপ্রাপ্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন রেমন্ড স্পেনসার ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সের বাসিন্দা। তাঁকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরই প্রকাশ করা এক ভিডিও থেকে। যেখানে দেখা যায়, তিনি একটি বিল্ডিংয়ের বেশ কয়েক তলা ওপরে একটি জানালা থেকে স্কুলের দিকে গুলি চালাচ্ছেন। ওই ভিডিওর ক্যাপশনে ভুল বানানে লেখা ছিল ‘শুল শুটিং’ (shool shooting’).
ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের প্রধান রবার্ট কন্টি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘ভিডিওটি “খুবই বিশ্বাসযোগ্য বলেই মনে হচ্ছে”। তবে ফুটেজটি লাইভ স্ট্রিম ছিল, নাকি রেকর্ড করে আপলোড করা হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।’
রবার্ট কন্টি আরও বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের পঞ্চম তলায় বন্দুকধারীর অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়। কিন্তু যতক্ষণে পুলিশ সেখানে পৌঁছায়, ততক্ষণে রেমন্ড তাঁর প্রাণ নিয়ে নিয়েছে। সেখানে তাঁর মরদেহ পড়ে ছিল। পুলিশ সেখানে বেশ কয়েকটি রাইফেলসহ অর্ধডজনেরও বেশি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ জব্দ করেছে। এর মধ্যে একটি ট্রাইপডে সংযুক্ত অবস্থায় একটি স্নাইপার রাইফেলও রয়েছে।’
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ভার্জিনিয়ার একটি অভিজাত স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই বন্দুকধারীর নাম রেমন্ড স্পেনসার (২৩)। স্পেনসার শুক্রবার ভার্জিনিয়ার একটি অভিজাত স্কুলের কাছে পার্শ্ববর্তী একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে স্নাইপিং রাইফেল দিয়ে এলোমেলোভাবে গুলি চালান। এ সময় গুলিতে অন্তত চারজন গুরুতর আহত হন। পরে রেমন্ড স্পেনসার নিজেও আত্মহত্যা করেন।
গুলিতে আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের একজন ৫৪ বছর বয়সী পুরুষ, অপরজন ৩০ বছরের কাছাকাছি বয়েসের একজন নারী। তাঁরা দুজনই গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ১২ বছর বয়েসী এক কিশোরীও তার বাহুতে আঘাতপ্রাপ্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন রেমন্ড স্পেনসার ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সের বাসিন্দা। তাঁকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরই প্রকাশ করা এক ভিডিও থেকে। যেখানে দেখা যায়, তিনি একটি বিল্ডিংয়ের বেশ কয়েক তলা ওপরে একটি জানালা থেকে স্কুলের দিকে গুলি চালাচ্ছেন। ওই ভিডিওর ক্যাপশনে ভুল বানানে লেখা ছিল ‘শুল শুটিং’ (shool shooting’).
ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের প্রধান রবার্ট কন্টি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘ভিডিওটি “খুবই বিশ্বাসযোগ্য বলেই মনে হচ্ছে”। তবে ফুটেজটি লাইভ স্ট্রিম ছিল, নাকি রেকর্ড করে আপলোড করা হয়েছিল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।’
রবার্ট কন্টি আরও বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের পঞ্চম তলায় বন্দুকধারীর অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়। কিন্তু যতক্ষণে পুলিশ সেখানে পৌঁছায়, ততক্ষণে রেমন্ড তাঁর প্রাণ নিয়ে নিয়েছে। সেখানে তাঁর মরদেহ পড়ে ছিল। পুলিশ সেখানে বেশ কয়েকটি রাইফেলসহ অর্ধডজনেরও বেশি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ জব্দ করেছে। এর মধ্যে একটি ট্রাইপডে সংযুক্ত অবস্থায় একটি স্নাইপার রাইফেলও রয়েছে।’
কোকা-কোলা তাদের জনপ্রিয় কোমল পানীয় ‘অ্যাপলটাইজার’ বাজার থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিপজ্জনক মাত্রার রাসায়নিক উপাদান থাকার আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে কোকা-কোলা। এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের এই পণ্য না খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
১০ মিনিট আগেবিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ মজুত না করার নির্দেশ দিয়েছে চীন। বৈশ্বিক প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ এ খনিজের সরবরাহে প্রভাব বজায় রাখতে এবং সম্ভাব্য রপ্তানি সীমাবদ্ধতার মধ্যে বিদেশে মজুত রোধ করতে এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
১ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিসৌধ চত্বরে একটি গম্বুজ ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।
২ ঘণ্টা আগেআধুনিক ও দক্ষ পরিকাঠামোয় উন্নত ও বিশ্বব্যাপী আর্থিক কর্মকাণ্ডের একটি কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুর পর্যটকদের জন্য জনপ্রিয়। সে সঙ্গে বহু বিদেশিও স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটিকে পছন্দের তালিকায় প্রথম দিকে রাখেন। স্থায়ীভাবে বসবাস করতে চাইলে সিঙ্গাপুরে পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর)...
৩ ঘণ্টা আগে