ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক হারে গুজব ছড়ানো হয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্টার সেন্টার। প্রতিষ্ঠানটি গতকাল শুক্রবার বলেছে, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অত্যাধুনিক উপায়ে গুজব ছড়ানো হয়েছে, যা দেশটি নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এবং দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি এই প্রতিষ্ঠান আশির দশক থেকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী লুইস ইনাসিও লুলা দ্য সিলভা এবং জাইর বলসোনারো দুজনকে লক্ষ্য করেই এসব গুজব ছড়ানো হয়েছিল।
এক বিবৃতিতে কার্টার সেন্টার বলেছে, ‘যা হোক, শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো থেকে প্রাপ্ত আধেয়র বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে, বেশির ভাগ গুজবের আক্রমণ লুলার প্রচারাভিযানকে লক্ষ্য করেই চালানো হয়েছিল।’ ব্রাজিলের সর্বোচ্চ নির্বাচনী কর্তৃপক্ষ সুপিরিয়র ইলেক্টোরাল কোর্টের (টিএসই) আমন্ত্রণে কার্টার সেন্টার দক্ষিণ আমেরিকার দেশটিতে বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছিল।
কার্টার সেন্টার আরও জানিয়েছে, নির্বাচনে গুজব ছাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যুগুলোর একটি ছিল ইলেকট্রনিক ভোটিং সিস্টেম। এ বিষয়ে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই বলসোনারো দাবি করেছিলেন, ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে খুব সহজেই জালিয়াতি করা যায়। তবে কার্টার সেন্টার জানিয়েছে, ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষ বলসোনারোর এই অভিযোগ বিষয়ে তদন্ত করতে তাদের যথেষ্ট স্বাধীনতা দিয়েছিল।
কার্টার সেন্টার বলেছে, নির্বাচনে গুজব ছড়ানোর দ্বিতীয় বৃহত্তম ইস্যুটি ছিল টিএসএইর নিরপেক্ষতা। তবে টিএসই এ বিষয় সতর্ক থেকে গুজব মোকাবিলার চেষ্টা করেছে। তাঁরা গুজবের উৎস, উৎপাদন ব্যবস্থা এবং এর সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে কাজ করেছে। দেশটির আদালত এবং টিএসই এসব গুজব সরিয়ে ফেলতে বেশ তৎপর ছিল বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক হারে গুজব ছড়ানো হয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্টার সেন্টার। প্রতিষ্ঠানটি গতকাল শুক্রবার বলেছে, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অত্যাধুনিক উপায়ে গুজব ছড়ানো হয়েছে, যা দেশটি নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এবং দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি এই প্রতিষ্ঠান আশির দশক থেকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী লুইস ইনাসিও লুলা দ্য সিলভা এবং জাইর বলসোনারো দুজনকে লক্ষ্য করেই এসব গুজব ছড়ানো হয়েছিল।
এক বিবৃতিতে কার্টার সেন্টার বলেছে, ‘যা হোক, শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো থেকে প্রাপ্ত আধেয়র বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে, বেশির ভাগ গুজবের আক্রমণ লুলার প্রচারাভিযানকে লক্ষ্য করেই চালানো হয়েছিল।’ ব্রাজিলের সর্বোচ্চ নির্বাচনী কর্তৃপক্ষ সুপিরিয়র ইলেক্টোরাল কোর্টের (টিএসই) আমন্ত্রণে কার্টার সেন্টার দক্ষিণ আমেরিকার দেশটিতে বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছিল।
কার্টার সেন্টার আরও জানিয়েছে, নির্বাচনে গুজব ছাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যুগুলোর একটি ছিল ইলেকট্রনিক ভোটিং সিস্টেম। এ বিষয়ে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই বলসোনারো দাবি করেছিলেন, ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে খুব সহজেই জালিয়াতি করা যায়। তবে কার্টার সেন্টার জানিয়েছে, ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষ বলসোনারোর এই অভিযোগ বিষয়ে তদন্ত করতে তাদের যথেষ্ট স্বাধীনতা দিয়েছিল।
কার্টার সেন্টার বলেছে, নির্বাচনে গুজব ছড়ানোর দ্বিতীয় বৃহত্তম ইস্যুটি ছিল টিএসএইর নিরপেক্ষতা। তবে টিএসই এ বিষয় সতর্ক থেকে গুজব মোকাবিলার চেষ্টা করেছে। তাঁরা গুজবের উৎস, উৎপাদন ব্যবস্থা এবং এর সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে কাজ করেছে। দেশটির আদালত এবং টিএসই এসব গুজব সরিয়ে ফেলতে বেশ তৎপর ছিল বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আগামী ২৫-২৯ আগস্ট মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের ভারত সফর বাতিল করা হয়েছে। এর ফলে প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত হয়ে গেল। পাশাপাশি মার্কিন শুল্ক থেকে ভারতের রেহাই পাওয়ার আশা ফিকে হয়ে গেছে। অতিরিক্ত এই শুল্ক আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।
২ মিনিট আগেপাকিস্তান-ভারত সম্পর্কের টানাপোড়েনের মাঝেই দিল্লিতে বৈঠক করে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়া। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে দ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বলেছেন, ‘আমরা যেকোনো ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। ভারতের সঙ্গে আমাদের অবস্থান একই।’ গত এপ্রিলের পেহেলগাম
৩৮ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাধারণত রুশ ভাষায় কথা বলেন। সেটা দেশের বাইরে হোক বা দেশে। সেই চিরাচরিত প্রথা ভেঙে পুতিন স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় এক সামরিক ঘাঁটিতে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কিছু শব্দ ইংরেজিতে বলেছেন।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে বৈঠক করতে চান। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউসের দুটি সূত্র। তবে তারা এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
১ ঘণ্টা আগে