Ajker Patrika

মেক্সিকোতে মোরগ লড়াই প্রতিযোগিতায় এলোপাতাড়ি গুলি, নিহত ১৯

মেক্সিকোতে মোরগ লড়াই প্রতিযোগিতায় এলোপাতাড়ি গুলি, নিহত ১৯

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে লাস টিনাজাস সম্প্রদায়ের একটি মোরগ লড়াই প্রতিযোগিতায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১৯ ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ও মিচোয়াকানের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীদের হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে এই অঞ্চলে বেশ কয়েকটি অপরাধী চক্র কাজ করছে। বিভিন্ন সমাবেশে অতর্কিত হামলা মেক্সিকোতে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

ফরেনসিক বিশেষজ্ঞরা বলেছেন, মিচোয়াকানে নিহতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। তারা সবাই গুলিবিদ্ধ হয়েই মারা গেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীরা কয়েকটি গাড়িতে করে এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে গেছে। এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীদের ধরার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মেক্সিকোর কিছু কিছু অঞ্চলে বন্দুকধারীরা প্রায়ই হামলার ঘটনা ঘটিয়ে থাকে। সম্প্রতি এ ধরনের সহিংস ঘটনা অনেক বেড়েছে। নিজ গোষ্ঠীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে মেক্সিকোর সন্ত্রাসী গোষ্ঠীগুলো প্রায়ই হামলার ঘটনা ঘটায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত