Ajker Patrika

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১১: ০৮
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন স্থানীয় সময় রোববার সাউদার্ন ক্যালিফোর্নিয়া হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত সপ্তাহে তিনি মূত্রনালির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিউ ইয়র্কে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নেবেন। 

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিল ক্লিনটন ‘থাম্বস আপ’ সাইন দেখান। ৭৫ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট অনেকটা ফুরফুরে অবস্থায় ছিলেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় বিল ক্লিনটনের সঙ্গে তাঁর স্ত্রী হিলারি ক্লিনটন পাশে ছিলেন। 

হাসপাতালে বিল ক্লিনটনের চিকিৎসার দায়িত্বে থাকা ড. আলপেশ আমিন এক বিবৃতিতে জানান, জ্বর ও শরীরের শ্বেত রক্ত কনিকা স্বাভাবিক পর্যায়ে আসায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তিনি তাঁর চলমান অ্যান্টিবায়োটিক কোর্স বাড়িতে অবস্থান করেই সম্পন্ন করবেন। 

বিবৃতিতে আরও বলা হয়, 'তার শারীরিক সুস্থতা ও অগ্রগতির বিষয়টি পর্যবেক্ষণে রাখা হবে।' 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্ট ক্লিনটন। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিলেন। ২০০৪ সালে ক্লিনটনের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছিল।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত