জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও ব্যর্থ হলো গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরের প্রস্তাবে ভেটো দেওয়ায় জাতিসংঘ এ দফায়ও গাজায় ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের হতাহতের ধারাবাহিকতায় ইতি টানতে পারেনি। নিরাপত্তা পরিষদে গতকাল বুধবার দুটি প্রস্তাব উত্থাপন করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরের প্রস্তাবে ভেটো দেওয়ায় কোনোটিই পাস করা সম্ভব হয়নি।
ত্রাণ সাহায্য পৌঁছানো, বেসামরিকদের সুরক্ষা এবং হামাসকে অস্ত্র সরবরাহ না করার জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রথমে মানবিক বিরতির প্রস্তাব উত্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া ও চীন ভেটো দেওয়ায় তা বাতিল হয়ে গেছে। এরপর নিরাপত্তা পরিষদে অবিলম্বে মানবিক কারণে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব তোলে রাশিয়া। এবার ভেটো দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬ হাজার। প্রতিদিনই সেখানে ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় শত শত নারী-শিশু ও বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। হামলা অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কার মধ্যেই গত শনিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েল ও হামাসের যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের উত্থাপন করা প্রস্তাবের বক্তব্যে অনেক কূটনীতিকই বিস্মিত হয়েছেন বলে জানায় রয়টার্স। কারণ, এই প্রস্তাবের বক্তব্য ছিল, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং ইরান যেন হামাসকে অস্ত্র প্রদান বন্ধ করে। গাজায় মানবিক বিরতির ব্যাপারটি সেখানে অন্তর্ভুক্ত ছিল না।
এই খসড়া প্রস্তাবে সাড়া দেয়নি নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য। এরপর সুর কিছুটা নরম করে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের মঙ্গলবারের বৈঠকে বেসামরিক ফিলিস্তিনিদের কাছে ত্রাণ ও মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য গাজায় ‘মানবিক বিরতি’ ঘোষণার বিষয়টি অন্তর্ভুক্ত করে চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র।
সেই প্রস্তাবের ওপর ভোট গ্রহণ হয় গতকাল বুধবার। এবার শুরুতেই এই প্রস্তাবে ভেটো দেয় দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া। জাতিসংঘে চীনা প্রতিনিধি ঝ্যাং জুন এরপর বলেন, ‘পুরো বিশ্ব গাজায় সংঘাতের অবসান চাইছে। এই প্রস্তাবে সেই আহ্বানের কোনো প্রতিফলন নেই। এই প্রস্তাবে সমস্যার সমাধান হবে না। এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি কেবল একটি কূটনৈতিক পদক্ষেপ নয়, বরং এর সঙ্গে সেখানের লাখ লাখ মানুষের জীবন-মরণ জড়িত।’
জাতিসংঘের রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া তাঁর বক্তব্যে বলেন, ‘গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরুর পরিবেশ সৃষ্টি করতেই এই প্রস্তাব তোলা হয়েছে। বিমান হামলায় গাজায় যেখানে প্রতিদিন শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে, সেখানে নিরাপত্তা পরিষদ এই যুদ্ধকে আরও বিস্তৃত করার অনুমোদন দিতে পারে না।’
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ‘ডাবল ভেটো’ পাওয়াকে হতাশাজনক বলে অভিহিত করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্টদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। তিনি বলেন, ‘আমি সবার কথাই শুনেছি। আজকের ভোটের ফলাফল ধাক্কা হিসেবে এলেও আমাদের হতাশ হওয়া উচিত নয়।’
ভোটে রাশিয়া ও চীনের ভেটো সত্ত্বেও নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১০টিই যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদান থেকে বিরত ছিল ব্রাজিল ও মোজাম্বিক। এ ছাড়া বিপক্ষে ভোট দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
এরপর নিরাপত্তা পরিষদে রাশিয়ার পক্ষ থেকে আরেকটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। গাজায় অবিলম্বে মস্কোর যুদ্ধবিরতির প্রস্তাবও যথেষ্ট সমর্থন পায়নি। রাশিয়ার প্রস্তাবটিতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পক্ষে ভোট দেয় রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত ও গ্যাবন। আর ভোটদানে বিরত ছিল ফ্রান্স, আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ঘানা, জাপান, মাল্টা, সুইজারল্যান্ড ও মোজাম্বিক।
ইসরায়েল-হামাস যুদ্ধ ইস্যুতে নতুন একটি প্রস্তাব উত্থাপনের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য মাল্টা কাজ করছে বলে এ বৈঠকে জানান দেশটির প্রতিনিধি ভ্যানেসা ফ্রেজিয়ার। তিনি রয়টার্সকে বলেন, ‘এই সংকট আরও ছড়িয়ে পড়ার গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। এখন বিভক্ত না হয়ে সেই ঝুঁকি কমাতে সবাইকে অখণ্ড মনোযোগ দিতে হবে। এ ব্যাপারে কাজ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।’
এর আগে যুদ্ধবিরতির প্রস্তাব এনেছিল রাশিয়া ও ব্রাজিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আপত্তিতে সেগুলোও পাস করা যায়নি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও ব্যর্থ হলো গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরের প্রস্তাবে ভেটো দেওয়ায় জাতিসংঘ এ দফায়ও গাজায় ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের হতাহতের ধারাবাহিকতায় ইতি টানতে পারেনি। নিরাপত্তা পরিষদে গতকাল বুধবার দুটি প্রস্তাব উত্থাপন করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরের প্রস্তাবে ভেটো দেওয়ায় কোনোটিই পাস করা সম্ভব হয়নি।
ত্রাণ সাহায্য পৌঁছানো, বেসামরিকদের সুরক্ষা এবং হামাসকে অস্ত্র সরবরাহ না করার জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রথমে মানবিক বিরতির প্রস্তাব উত্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া ও চীন ভেটো দেওয়ায় তা বাতিল হয়ে গেছে। এরপর নিরাপত্তা পরিষদে অবিলম্বে মানবিক কারণে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব তোলে রাশিয়া। এবার ভেটো দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬ হাজার। প্রতিদিনই সেখানে ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় শত শত নারী-শিশু ও বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। হামলা অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কার মধ্যেই গত শনিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েল ও হামাসের যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের উত্থাপন করা প্রস্তাবের বক্তব্যে অনেক কূটনীতিকই বিস্মিত হয়েছেন বলে জানায় রয়টার্স। কারণ, এই প্রস্তাবের বক্তব্য ছিল, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং ইরান যেন হামাসকে অস্ত্র প্রদান বন্ধ করে। গাজায় মানবিক বিরতির ব্যাপারটি সেখানে অন্তর্ভুক্ত ছিল না।
এই খসড়া প্রস্তাবে সাড়া দেয়নি নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য। এরপর সুর কিছুটা নরম করে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের মঙ্গলবারের বৈঠকে বেসামরিক ফিলিস্তিনিদের কাছে ত্রাণ ও মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য গাজায় ‘মানবিক বিরতি’ ঘোষণার বিষয়টি অন্তর্ভুক্ত করে চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র।
সেই প্রস্তাবের ওপর ভোট গ্রহণ হয় গতকাল বুধবার। এবার শুরুতেই এই প্রস্তাবে ভেটো দেয় দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া। জাতিসংঘে চীনা প্রতিনিধি ঝ্যাং জুন এরপর বলেন, ‘পুরো বিশ্ব গাজায় সংঘাতের অবসান চাইছে। এই প্রস্তাবে সেই আহ্বানের কোনো প্রতিফলন নেই। এই প্রস্তাবে সমস্যার সমাধান হবে না। এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি কেবল একটি কূটনৈতিক পদক্ষেপ নয়, বরং এর সঙ্গে সেখানের লাখ লাখ মানুষের জীবন-মরণ জড়িত।’
জাতিসংঘের রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া তাঁর বক্তব্যে বলেন, ‘গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরুর পরিবেশ সৃষ্টি করতেই এই প্রস্তাব তোলা হয়েছে। বিমান হামলায় গাজায় যেখানে প্রতিদিন শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে, সেখানে নিরাপত্তা পরিষদ এই যুদ্ধকে আরও বিস্তৃত করার অনুমোদন দিতে পারে না।’
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ‘ডাবল ভেটো’ পাওয়াকে হতাশাজনক বলে অভিহিত করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্টদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। তিনি বলেন, ‘আমি সবার কথাই শুনেছি। আজকের ভোটের ফলাফল ধাক্কা হিসেবে এলেও আমাদের হতাশ হওয়া উচিত নয়।’
ভোটে রাশিয়া ও চীনের ভেটো সত্ত্বেও নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১০টিই যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদান থেকে বিরত ছিল ব্রাজিল ও মোজাম্বিক। এ ছাড়া বিপক্ষে ভোট দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
এরপর নিরাপত্তা পরিষদে রাশিয়ার পক্ষ থেকে আরেকটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। গাজায় অবিলম্বে মস্কোর যুদ্ধবিরতির প্রস্তাবও যথেষ্ট সমর্থন পায়নি। রাশিয়ার প্রস্তাবটিতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পক্ষে ভোট দেয় রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত ও গ্যাবন। আর ভোটদানে বিরত ছিল ফ্রান্স, আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ঘানা, জাপান, মাল্টা, সুইজারল্যান্ড ও মোজাম্বিক।
ইসরায়েল-হামাস যুদ্ধ ইস্যুতে নতুন একটি প্রস্তাব উত্থাপনের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য মাল্টা কাজ করছে বলে এ বৈঠকে জানান দেশটির প্রতিনিধি ভ্যানেসা ফ্রেজিয়ার। তিনি রয়টার্সকে বলেন, ‘এই সংকট আরও ছড়িয়ে পড়ার গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। এখন বিভক্ত না হয়ে সেই ঝুঁকি কমাতে সবাইকে অখণ্ড মনোযোগ দিতে হবে। এ ব্যাপারে কাজ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।’
এর আগে যুদ্ধবিরতির প্রস্তাব এনেছিল রাশিয়া ও ব্রাজিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আপত্তিতে সেগুলোও পাস করা যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে