Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে ৯১২ কোটি ডলারের কেনাকাটার রেকর্ড

যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে ৯১২ কোটি ডলারের কেনাকাটার রেকর্ড

যুক্তরাষ্ট্রে এই ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে রেকর্ড ৯১২ কোটি ডলার খরচ করেছে ক্রেতারা। শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাক ফ্রাইডেতে কেনাকাটার হিড়িক পড়ে যায় দেশটিতে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দিনটি উপলক্ষে প্রতি বছরই বড় আকারের মূল্যছাড় দেয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। এ সময়ে বিপুল পরিমাণ বিক্রি হওয়ায় ছাড়ের পরও লাভের দেখা পায় প্রতিষ্ঠানগুলো। 

অ্যাডোবি অ্যানালাইটিকস অনুসারে, যুক্তরাষ্ট্রে চলতি বছরের ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে ৯১২ কোটি ডলার বিক্রি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যয়ের পরিমাণ গত বছরের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। 

উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যেও বড় ধরনের মূল্যছাড় গ্রাহকদের কেনাকাটায় উদ্বুদ্ধ করেছে। কিছু পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। ঘড়ি, এয়ারপড, স্মার্ট স্পিকার, টেলিভিশন, গেমিং কনসোলের পাশাপাশি খেলনার মতো পণ্যগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। 

অ্যাডোবি অ্যানালাইটিকসের বরাতে সিএনবিসির জানায়, মার্কিন ক্রেতারা সাধারণত অনলাইনে দৈনিক ২০০ থেকে ৩০০ কোটি ডলার ব্যয় করেন। এ বছর স্মার্টফোনে বিক্রিও রেকর্ড করেছে। থ্যাংকসগিভিং ডেতে মোট অনলাইন বিক্রির মধ্যে স্মার্টফোনের মাধ্যমে বিক্রি হয়েছে ৫৫ শতাংশ। ব্ল্যাক ফ্রাইডেতেও স্মার্টফোনের মাধ্যমে কেনাকাটার হার বেড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত