Ajker Patrika

ঝড়ের তাণ্ডবের পর ক্যালিফোর্নিয়ায় বন্যার সতর্কতা, হাজার হাজার মানুষকে সরে যেতে নির্দেশ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১২: ৪৯
ঝড়ের তাণ্ডবের পর ক্যালিফোর্নিয়ায় বন্যার সতর্কতা, হাজার হাজার মানুষকে সরে যেতে নির্দেশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঝড়ে গত কয়েক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন প্রায় ২ লাখ ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। কিছু অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কয়েক হাজার ক্যালিফোর্নিয়াবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। কিছু এলাকায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে মঙ্গলবার বিকেলে বজ্রসহ বৃষ্টি হয়। বুধবার ও বৃহস্পতিবার আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এমন পরিস্থিতিতে রাজ্যজুড়ে ২ কোটির বেশি মানুষ বন্যা সতর্কতার আওতায় রয়েছে। 

স্থানীয় সময় সোমবার রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে অনেক এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধস হয়েছে। এ ছাড়া লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো এলাকায় ভূমিধসের পূর্বাভাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আগামী দুই দিন আরও ঝড়-বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। 

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, রাজ্যের অন্তত ৩৪ হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে ফেডারেল সরকারকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত