Ajker Patrika

নিউইয়র্কে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৯

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৩: ০৮
নিউইয়র্কে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৯ তলা ভবনের দ্বিতীয়-তৃতীয় তলায় অগ্নিকাণ্ডে নয় শিশুসহ ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় আহত ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনকদমকল বিভাগের কমিশনার ডেনিয়েল নিগ্রো এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, স্থানীয় সময় রোববার সকাল ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের প্রতিটি তলা অগ্নিকাণ্ডের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণে মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

আগুন নিয়ন্ত্রণে প্রায় ২০০ জন দমকলকর্মীকে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আট শিশুসহ ১২ জন নিহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত