Ajker Patrika

রাশিয়াকে ফের জি-৭ জোটে নিতে ট্রাম্পের তদবির

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৭ জুন ২০২৫, ১৪: ০২
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ডোনাল্ড ট্রাম্প আবারও রাশিয়াকে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তাঁর দাবি, রাশিয়াকে এই জোটে রাখা হলে ইউক্রেনে যুদ্ধ হতো না। কানাডায় জি-৭ সম্মেলনের প্রথম দিনের আলোচনার শুরুতে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন ট্রাম্প।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করলে প্রতিবাদ হিসেবে দেশটিকে জি-৮ থেকে বাদ দেওয়া হয়। সেই ঘটনার ১১ বছর পর ট্রাম্প রাশিয়ার পক্ষে এই মন্তব্য করলেন। এই প্রেক্ষাপটে ট্রাম্পের পক্ষ নেওয়ার একদিন পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের পর এই প্রথম দুই নেতার দেখা হতে যাচ্ছে।

জেলেনস্কি চাইছেন, রাশিয়া ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ায় মার্কিন সিনেট অনুমোদিত নিষেধাজ্ঞা কার্যকর করুক যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প এখনো কোনো তাড়াহুড়ো করতে রাজি নন। গতকাল সোমবার রাতে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সমঝোতার সম্ভাবনা রয়েছে কি না, সেটা এখনো দেখার বিষয়।

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা আমাদের অনেক টাকা খরচ করায়। যুক্তরাষ্ট্রের জন্য এটা অনেক ব্যয়বহুল। বিলিয়ন বিলিয়ন ডলার চলে যায়।’ গতকাল সোমবার দিনের শুরুতে তিনি আবারও বলেন, রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেওয়াটা ছিল ‘একটা বড় ভুল।’

ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ হতো না। আপনার শত্রু যদি আলোচনার টেবিলে থাকে, তাঁকে তখন শত্রু বলাও ঠিক না। আমি তো ওঁকে (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) তখন শত্রুই ভাবিনি।’ এই সিদ্ধান্তের জন্য তিনি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন।

ট্রাম্প বলেন, ‘ওবামা ওঁকে (পুতিন) চাননি, আর আপনার দেশের প্রধানও চাননি।’ তিনি বারবার ট্রুডোর নাম নেন এবং রাশিয়াকে বাদ দেওয়াটাকে ভুল বলেন।

এদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে জেলেনস্কি বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যা কিছু করছে (যুদ্ধ বন্ধে), তার সবকিছুকেই তাচ্ছিল্য করছে রাশিয়া।’ তিনি জানান, পুতিন ট্রাম্পকে ইরান-ইসরায়েল সংকটে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পরপরই রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে।

জেলেনস্কির ভাষায়, ‘এই যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত, যদি বিশ্ব রাশিয়ার প্রতি নীতিনিষ্ঠ আচরণ করত এবং ধোঁকা-প্রতারণায় না পড়ত।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালায়নি, কিন্তু রাশিয়া সেই রকম কোনো দায়িত্ব দেখাচ্ছে না।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত