Ajker Patrika

যুক্তরাষ্ট্রে সন্ধান মিলল ‘কোভিড-১৯ নিয়ে গবেষণাকারী’ অবৈধ চীনা পরীক্ষাগারের

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১০: ০৮
যুক্তরাষ্ট্রে সন্ধান মিলল ‘কোভিড-১৯ নিয়ে গবেষণাকারী’ অবৈধ চীনা পরীক্ষাগারের

যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন একটি অবৈধ ও গোপন পরীক্ষাগারের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ কয়েক মাস ধরে তদন্তের পর জুলাইয়ের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ার ফ্রেজনো শহরের একটি গুদামে গোপন সেই ল্যাবের সন্ধান পাওয়া যায়। গবেষণাগারটি থেকে জৈব প্রকৌশলের সহায়তায় বিশেষায়িত বেশ কিছু ইঁদুর পাওয়া গেছে। ইঁদুরগুলো কোভিড-১৯ ভাইরাস ধারণ ও বহনে সক্ষম।

ফ্রেজনো কাউন্টির কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাগারটিতে বিপুল পরিমাণ সংক্রামক রাসায়নিক, চিকিৎসা বর্জ্য এবং কয়েক শ জৈব প্রকৌশলের সহায়তায় বিশেষায়িত বেশ কিছু ইঁদুর পাওয়া গেছে। ইঁদুরগুলো কোভিড-১৯ ভাইরাস ধারণ ও বহনে সক্ষম।

ক্যালিফোর্নিয়ার হেলথ অ্যান্ড লাইসেন্সিং বিভাগ গত সোমবার জানিয়েছে, নেভাদায় নিবন্ধিত ‘প্রেস্টিজ বায়োটেক’ নামে একটি চীনা চিকিৎসা সংস্থা ফ্রেজনো থেকে প্রায় ২৪ মাইল দক্ষিণ-পূর্বে একটি ছোট শহর রিডলিতে লাইসেন্সবিহীন গুদাম ও পরীক্ষাগারটি চালিয়ে আসছিল। রিডলি শহরের পরিচালক নিকোল জিবার মতে, কোম্পানিটি মূলত একটি ডায়াগনস্টিক ল্যাব স্থাপন করার কথা জানিয়েছিল।

জিবা ইউএসএ টুডেকে বলেন, তাঁদের কখনোই ব্যবসার লাইসেন্স ছিল না। শহরটিতে তাদের পরীক্ষাগারটি সম্পূর্ণ অজ্ঞাত ছিল। তারা রাতের অন্ধকারে কাজ করতেন।

জিবা জানান, ফ্রেজনো কাউন্টির পাবলিক হেলথ ডিপার্টমেন্ট ২০২২ সালের ডিসেম্বরে এক গোয়েন্দা কর্মকর্তা এই ভবনের সঙ্গে একটি পানির লাইন সংযুক্ত দেখতে পান। কিন্তু কর্তৃপক্ষের কাছে বলা হয়েছিল যে ভবনটি খালি। পরে সেই ডিসেম্বরেই এই পরীক্ষাগারের বিষয়ে তদন্ত শুরু করে।

আদালতের নথি অনুসারে, পরে চলতি বছরের মার্চ মাসে আবারও পরীক্ষাগারটি পরিদর্শন করা হয়। সে সময় জানা যায়, সেখানে বিভিন্ন রাসায়নিক, সন্দেহজনক জৈব উপকরণ, শারীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন তরল, কয়েক শ গবেষণা ইঁদুর এবং গবেষণাগারের অন্যান্য উপাদান রয়েছে।

এদিকে গত জুলাই মাসে চালানো অভিযানের পর প্রাপ্ত উপাদান-উপকরণের পরীক্ষা-নিরীক্ষার পর ফ্রেজনো কাউন্টির জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তার বলছেন, তাঁরা এমন সব যন্ত্রপাতি খুঁজে পেয়েছেন, যা পরীক্ষাগারটিতেই তৈরি করা হয়েছে। বিশেষ করে তারা প্রচুর পরিমাণে কোভিড-১৯ শনাক্তকরণ টুল এবং গর্ভাবস্থা পরীক্ষা করার উপাদান খুঁজে পেয়েছেন।

অন্যদিকে আদালতের আদেশ অনুসারে ফ্রেজনো কাউন্টির জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ৭ জুলাইয়ের মধ্যে গবেষণাগারটিতে পাওয়া সব উপাদান নিষ্ক্রিয়করণের কাজ সম্পন্ন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত