Ajker Patrika

ইউক্রেনকে বিতর্কিত ও ভয়ংকর ‘গুচ্ছ বোমা’ দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২২: ১০
ইউক্রেনকে বিতর্কিত ও ভয়ংকর ‘গুচ্ছ বোমা’ দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে সহায়তা করার জন্য ‘গুচ্ছ বোমা’ পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

যুদ্ধক্ষেত্রে এই অস্ত্রটির ব্যবহার নিয়ে বেশ বিতর্ক রয়েছে। ভয়ংকর এই মারণাস্ত্রটির ব্যবহার নিষিদ্ধ করে এক দশকেরও বেশি সময় আগে একটি চুক্তি অনুষ্ঠিত হয়েছিল এবং শতাধিক দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিল।

তবে এখন পর্যন্ত ওই চুক্তিতে স্বাক্ষর করেনি বেশ কিছু দেশ। তার মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল, ভারত, পাকিস্তান এবং ব্রাজিল অন্যতম ৷ মূলত এসব দেশের কাছেই বেশির ভাগ গুচ্ছ বোমা রয়েছে।

যুদ্ধ চলাকালে বিমান থেকে এই গুচ্ছ বোমা ফেলা হয়। একটি বোমার ভেতর লুকিয়ে থাকে শত শত বোমা। ঝাঁকে ঝাঁকে ভূমিতে আঘাত হানে এসব বোমা। একেকটি বোমার আকার রকেট শেল থেকে শুরু করে টেনিস বলের সমানও হয়ে থাকে। ভূমিতে আঘাত হানার পর অনেক বোমাই বিস্ফোরিত হয় না এবং এগুলো বছরের পর বছর সতেজ থাকে। ফলে এগুলো স্থল মাইনের চেয়েও কোনো অংশেই কম বিপজ্জনক নয়।

একটি বড় বোমার ভেতরে এভাবেই থরে থরে সাজানো থাকে ক্লাস্টার বা গুচ্ছ বোমাবিবিসির প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরেই গোলাবারুদ সংকটের কথা জানিয়ে পশ্চিমা দেশগুলোর কাছে সহযোগিতা চেয়ে আসছিল ইউক্রেন। এ অবস্থায় ইউক্রেনকে সহযোগিতায় শুক্রবার ‘গুচ্ছ বোমা’ প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। ভয়ংকর এই মারণাস্ত্রটি ইউক্রেনকে সরবরাহ করার ক্ষেত্রে এত দিন দ্বিধাগ্রস্ত ছিলেন মার্কিন কর্মকর্তারা। কারণ, বিস্তৃত এলাকাজুড়ে বিস্ফোরণের ফলে এটি বেসামরিক নাগরিকদের জন্যও হুমকিস্বরূপ।

যুক্তরাষ্ট্রের কাছে এই বোমার বড় মজুত রয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বোমা ব্যবহার করেছিল তারা। দেশটির প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে, রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেনে গুচ্ছ বোমা ব্যবহার করছে। যদিও দেশটি তা অস্বীকার করেছে।

মানবাধিকার সংস্থাগুলো যুদ্ধের শুরু থেকে রাশিয়া ও ইউক্রেনকে গুচ্ছ বোমা ব্যবহার না করার আহ্বান জানিয়ে আসছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত