জমে উঠেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। সিনেটে দুই দলই লড়ছে সমানে সমান। আজ শনিবার অ্যারিজোনায় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ডেমোক্রেটিক প্রার্থী মার্ক কেলি ৫১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলই সিনেটে সমান ৪৯টি করে আসন পেয়েছে। এখন শুধু দুটি আসনের ফল বাকি। আসন দুটি নেভাদা ও জর্জিয়া।
সিনেটে আধিপত্য পেতে রিপাবলিকানদের দুটি আসনেই জিততে হবে। অন্যদিকে ডেমোক্র্যাটরা আর একটি আসন পেলেই সিনেটের ক্ষমতা ধরে রাখতে পারবে। কেননা ডেমোক্রেটিক পার্টির এক আসন কম হলেও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘কাস্টিং ভোট’ এর কারণে একটি অতিরিক্ত আসন পাবে দলটি।
এদিকে জর্জিয়ার ফলাফল এখনই হচ্ছে না বলে জানিয়েছে সিএনএন। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়ার ফল গণনায় দুই দলের কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। ডেমোক্রেটিক প্রার্থী রাফায়েল ওয়ারনক পেয়েছেন ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট আর রিপাবলিকান হার্শেল ওয়ালকার পেয়েছেন ৪৮ দশমিক ৫ শতাংশ ভোট। ফলে জর্জিয়ায় ভোট গড়িয়েছে রান-অফ বা দ্বিতীয় দফায়। আর দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর।
আরেক রাজ্য নেভাদায়ও খুব শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। শেষ খবর পর্যন্ত নেভাদায় এগিয়ে রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্সাল্ট। তিনি পেয়েছেন ৪৮ দশমিক ৫ শতাংশ ভোট আর ডেমোক্রেটিক প্রার্থী কর্টেজ মাস্তো পেয়েছেন ৪৮ দশমিক ৪ শতাংশ ভোট। ৯৪ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে।
এদিকে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ পাওয়ার পথে অনেকটা এগিয়ে রিপাবলিকান পার্টি। নিম্নকক্ষের ৪৩৫ আসনের মধ্যে ২১১ টিতে জয় নিশ্চিত করেছেন রিপাবলিকানরা। আর ডেমোক্রেটিকরা ২০৩টি আসনে জয় পেয়েছেন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে মোট ২১৮টি আসনে জয় প্রয়োজন।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা যদি শেষ পর্যন্ত প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পান, তাহলে বিভিন্ন ইস্যুতে বেকায়দায় পড়বেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে কংগ্রেসে অনেক আইন পাসে বাধার সম্মুখীন হতে পারে বাইডেন প্রশাসন।
ডেমোক্র্যাটরা যদি কংগ্রেসে দখল ধরে রাখতে পারেন, তাহলে প্রেসিডেন্ট বাইডেন জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে তাঁর পরিকল্পনা চালিয়ে যেতে, সরকার পরিচালিত স্বাস্থ্যসেবা কর্মসূচি প্রসারিত করতে, গর্ভপাতের অধিকার রক্ষা এবং বন্দুক নিয়ন্ত্রণকে কঠোর করতে সক্ষম হবেন।
আর যদি রিপাবলিকানরা উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেন, তাঁরা বাইডেন প্রশাসনের এজেন্ডাগুলো থামিয়ে দিতে পারবেন। এ ছাড়া তদন্ত কমিটিগুলোও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। ফলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার তদন্ত মাঝপথেই আটকে দিতে পারবেন।
এ ছাড়া আগের কিছু ইস্যুতে নতুন তদন্ত শুরু করতে পারেন রিপাবলিকানরা। যেমন—চীনের সঙ্গে জো বাইডেনের ছেলের কথিত ব্যবসায়িক লেনদেন বা আফগানিস্তান থেকে তড়িঘড়ি মার্কিন সেনা প্রত্যাহার। এমনকি রিপাবলিকান আধিপত্য ইউক্রেনের জন্য সহায়তা দেওয়ার মতো বাইডেনের বৈদেশিক নীতিকেও বাধাগ্রস্ত করতে পারে।
আরও পড়ুন:
জমে উঠেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। সিনেটে দুই দলই লড়ছে সমানে সমান। আজ শনিবার অ্যারিজোনায় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ডেমোক্রেটিক প্রার্থী মার্ক কেলি ৫১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলই সিনেটে সমান ৪৯টি করে আসন পেয়েছে। এখন শুধু দুটি আসনের ফল বাকি। আসন দুটি নেভাদা ও জর্জিয়া।
সিনেটে আধিপত্য পেতে রিপাবলিকানদের দুটি আসনেই জিততে হবে। অন্যদিকে ডেমোক্র্যাটরা আর একটি আসন পেলেই সিনেটের ক্ষমতা ধরে রাখতে পারবে। কেননা ডেমোক্রেটিক পার্টির এক আসন কম হলেও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘কাস্টিং ভোট’ এর কারণে একটি অতিরিক্ত আসন পাবে দলটি।
এদিকে জর্জিয়ার ফলাফল এখনই হচ্ছে না বলে জানিয়েছে সিএনএন। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়ার ফল গণনায় দুই দলের কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। ডেমোক্রেটিক প্রার্থী রাফায়েল ওয়ারনক পেয়েছেন ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট আর রিপাবলিকান হার্শেল ওয়ালকার পেয়েছেন ৪৮ দশমিক ৫ শতাংশ ভোট। ফলে জর্জিয়ায় ভোট গড়িয়েছে রান-অফ বা দ্বিতীয় দফায়। আর দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর।
আরেক রাজ্য নেভাদায়ও খুব শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। শেষ খবর পর্যন্ত নেভাদায় এগিয়ে রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্সাল্ট। তিনি পেয়েছেন ৪৮ দশমিক ৫ শতাংশ ভোট আর ডেমোক্রেটিক প্রার্থী কর্টেজ মাস্তো পেয়েছেন ৪৮ দশমিক ৪ শতাংশ ভোট। ৯৪ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে।
এদিকে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ পাওয়ার পথে অনেকটা এগিয়ে রিপাবলিকান পার্টি। নিম্নকক্ষের ৪৩৫ আসনের মধ্যে ২১১ টিতে জয় নিশ্চিত করেছেন রিপাবলিকানরা। আর ডেমোক্রেটিকরা ২০৩টি আসনে জয় পেয়েছেন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে মোট ২১৮টি আসনে জয় প্রয়োজন।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা যদি শেষ পর্যন্ত প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পান, তাহলে বিভিন্ন ইস্যুতে বেকায়দায় পড়বেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে কংগ্রেসে অনেক আইন পাসে বাধার সম্মুখীন হতে পারে বাইডেন প্রশাসন।
ডেমোক্র্যাটরা যদি কংগ্রেসে দখল ধরে রাখতে পারেন, তাহলে প্রেসিডেন্ট বাইডেন জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে তাঁর পরিকল্পনা চালিয়ে যেতে, সরকার পরিচালিত স্বাস্থ্যসেবা কর্মসূচি প্রসারিত করতে, গর্ভপাতের অধিকার রক্ষা এবং বন্দুক নিয়ন্ত্রণকে কঠোর করতে সক্ষম হবেন।
আর যদি রিপাবলিকানরা উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেন, তাঁরা বাইডেন প্রশাসনের এজেন্ডাগুলো থামিয়ে দিতে পারবেন। এ ছাড়া তদন্ত কমিটিগুলোও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। ফলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার তদন্ত মাঝপথেই আটকে দিতে পারবেন।
এ ছাড়া আগের কিছু ইস্যুতে নতুন তদন্ত শুরু করতে পারেন রিপাবলিকানরা। যেমন—চীনের সঙ্গে জো বাইডেনের ছেলের কথিত ব্যবসায়িক লেনদেন বা আফগানিস্তান থেকে তড়িঘড়ি মার্কিন সেনা প্রত্যাহার। এমনকি রিপাবলিকান আধিপত্য ইউক্রেনের জন্য সহায়তা দেওয়ার মতো বাইডেনের বৈদেশিক নীতিকেও বাধাগ্রস্ত করতে পারে।
আরও পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
২ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে