৯৭ বছর বয়সী ফ্র্যাঙ্কি কিং এবং ৯৮ বছর বয়সী রইসের বিয়ে! বর, কনে সাজে এই মার্কিন দম্পতির চুমুসহ বেশ কিছু রোমান্টিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এবার জানা গেল—ঠিক বিয়ে নয়; ৭৭ তম বিবাহবার্ষিকীতে গত ১৬ সেপ্টেম্বর এমন দৃশ্যে দেখা গেল।
এই দম্পতির মেয়ে সু বিলোডাউর উদ্ধৃতি দিয়ে গুডনিউজনেটওয়ার্কের এক প্রতিবেদনে বলা হয়—মা বলতেন, আমরা দু'দিনের নোটিশে বিয়ে করেছিলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিদেশ যাওয়ার আগে বাবা অল্প সময়ের ছুটিতে এসেছিলেন। তাই বড় করে বিয়ের পরিকল্পনা করার সময় ছিল না। এমনকি একজন ফটোগ্রাফারও ছিল না।
বিয়ের প্রায় ৮ দশক পরে এসে এই আয়োজনটি করেছে রাজারা সেন্ট ক্রিক্স হসপাইস। আয়োজকেরা এই দম্পতির বাড়ির পেছনের উঠোনটিকে ১৯৪০ এর দশকের বিয়ের মতো সাজিয়ে দেয়। বিশেষ দিনটি নথিভুক্ত করার জন্য রাখা হয় ফটোগ্রাফারও। সেন্ট ক্রিক্সের এক কর্মী ফ্রাঙ্কিকে একটি পুরোনো বিবাহের পোশাক কিনে দেন। রইসকে বিমানবাহিনীর ইউনিফর্ম সরবরাহ করেছেন আরেকজন স্বাস্থ্য সহায়ক।
প্রতীকী বিয়ের আয়োজন প্রসঙ্গে বিলোডাউ বলেন, 'তাঁরা আমার বাবাকে বাইরে নিয়ে বসিয়ে দেয় এবং আমরা তাঁর চোখের চারপাশে রুমাল রাখি। এরপর মা উঠোনে হেঁটে বাবার সামনে দাঁড়ান। এরপর বাবাকে বললাম, 'তুমি কি তোমার বধূকে দেখতে প্রস্তুত? হ্যাঁ উত্তর দিতেই আমি তাঁর রুমাল সরিয়ে ফেলি। মাকে দেখে বাবা যে হাসিটি দিয়েছিলেন তা সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় হাসি। সারা দিনে তিনি এ হাসি থামাতে পারেননি। প্রতীকী বিয়েকে স্মরণীয় করতে তাঁরা পরস্পরকে চুমুও খান।
বিয়েতে পুরোনো দিনের বিয়ের আবহ তুলে ধরতে স্যাক্সোফোন এবং গিটারে ১৯৪০-এর যুগের হিট গান বাজান এই দম্পতির সংগীত থেরাপিস্ট। সারানো তোরণের সামনে তাঁরা আলিঙ্গন এবং চুম্বনও করেন।
উদ্যাপনের সময় একজন স্থানীয় প্রতিবেদক এই দম্পতিকে জিজ্ঞাসা করেছিলেন, ৭৭ বছরে আপনাদের সবচেয়ে ভালো বিষয় কী ছিল? স্বামীর উত্তর, 'ফ্র্যাঙ্কি আমার পাশে আছে এই বিষয়টিই'। এদিকে স্ত্রীর উত্তর—আমি সব সময় একটি ছোট্ট উক্তির কথা ভাবি, 'প্রভু, আমাকে ধৈর্য দিন'। এ উত্তরে উপস্থিত সবাই হেসে ওঠেন।
এই ঘটনার ছবি হাজার হাজার মানুষ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এ প্রসঙ্গে বিলোডাউ বলেন, 'আমি ও আমার ভাই চমৎকার বাবা-মা পেয়েছি। তাঁদের এ গল্পটি হাজার হাজার মানুষকে এভাবে স্পর্শ করাটা অবশ্যই সম্মানের।'
প্রসঙ্গত, রইস ১৯৭২ সালে বিমানবাহিনী থেকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন। ১৯৮০ সাল পর্যন্ত অয়েলওয়েন ইমপ্লিমেন্ট কোম্পানির যৌথ মালিকানায় ছিলেন এবং পরে শহরের স্কুলে কাজ করেন। ফ্র্যাঙ্কি একজন গৃহকর্তা এবং ডেন্টাল সহকারী ছিলেন, সেই সঙ্গে একজন ফুল বিক্রেতাও ছিলেন। তাঁদের দুই সন্তান, চার নাতি-নাতনি এবং বেশ কয়েকজন পর নাতি-নাতনি রয়েছে।
৯৭ বছর বয়সী ফ্র্যাঙ্কি কিং এবং ৯৮ বছর বয়সী রইসের বিয়ে! বর, কনে সাজে এই মার্কিন দম্পতির চুমুসহ বেশ কিছু রোমান্টিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এবার জানা গেল—ঠিক বিয়ে নয়; ৭৭ তম বিবাহবার্ষিকীতে গত ১৬ সেপ্টেম্বর এমন দৃশ্যে দেখা গেল।
এই দম্পতির মেয়ে সু বিলোডাউর উদ্ধৃতি দিয়ে গুডনিউজনেটওয়ার্কের এক প্রতিবেদনে বলা হয়—মা বলতেন, আমরা দু'দিনের নোটিশে বিয়ে করেছিলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিদেশ যাওয়ার আগে বাবা অল্প সময়ের ছুটিতে এসেছিলেন। তাই বড় করে বিয়ের পরিকল্পনা করার সময় ছিল না। এমনকি একজন ফটোগ্রাফারও ছিল না।
বিয়ের প্রায় ৮ দশক পরে এসে এই আয়োজনটি করেছে রাজারা সেন্ট ক্রিক্স হসপাইস। আয়োজকেরা এই দম্পতির বাড়ির পেছনের উঠোনটিকে ১৯৪০ এর দশকের বিয়ের মতো সাজিয়ে দেয়। বিশেষ দিনটি নথিভুক্ত করার জন্য রাখা হয় ফটোগ্রাফারও। সেন্ট ক্রিক্সের এক কর্মী ফ্রাঙ্কিকে একটি পুরোনো বিবাহের পোশাক কিনে দেন। রইসকে বিমানবাহিনীর ইউনিফর্ম সরবরাহ করেছেন আরেকজন স্বাস্থ্য সহায়ক।
প্রতীকী বিয়ের আয়োজন প্রসঙ্গে বিলোডাউ বলেন, 'তাঁরা আমার বাবাকে বাইরে নিয়ে বসিয়ে দেয় এবং আমরা তাঁর চোখের চারপাশে রুমাল রাখি। এরপর মা উঠোনে হেঁটে বাবার সামনে দাঁড়ান। এরপর বাবাকে বললাম, 'তুমি কি তোমার বধূকে দেখতে প্রস্তুত? হ্যাঁ উত্তর দিতেই আমি তাঁর রুমাল সরিয়ে ফেলি। মাকে দেখে বাবা যে হাসিটি দিয়েছিলেন তা সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় হাসি। সারা দিনে তিনি এ হাসি থামাতে পারেননি। প্রতীকী বিয়েকে স্মরণীয় করতে তাঁরা পরস্পরকে চুমুও খান।
বিয়েতে পুরোনো দিনের বিয়ের আবহ তুলে ধরতে স্যাক্সোফোন এবং গিটারে ১৯৪০-এর যুগের হিট গান বাজান এই দম্পতির সংগীত থেরাপিস্ট। সারানো তোরণের সামনে তাঁরা আলিঙ্গন এবং চুম্বনও করেন।
উদ্যাপনের সময় একজন স্থানীয় প্রতিবেদক এই দম্পতিকে জিজ্ঞাসা করেছিলেন, ৭৭ বছরে আপনাদের সবচেয়ে ভালো বিষয় কী ছিল? স্বামীর উত্তর, 'ফ্র্যাঙ্কি আমার পাশে আছে এই বিষয়টিই'। এদিকে স্ত্রীর উত্তর—আমি সব সময় একটি ছোট্ট উক্তির কথা ভাবি, 'প্রভু, আমাকে ধৈর্য দিন'। এ উত্তরে উপস্থিত সবাই হেসে ওঠেন।
এই ঘটনার ছবি হাজার হাজার মানুষ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এ প্রসঙ্গে বিলোডাউ বলেন, 'আমি ও আমার ভাই চমৎকার বাবা-মা পেয়েছি। তাঁদের এ গল্পটি হাজার হাজার মানুষকে এভাবে স্পর্শ করাটা অবশ্যই সম্মানের।'
প্রসঙ্গত, রইস ১৯৭২ সালে বিমানবাহিনী থেকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন। ১৯৮০ সাল পর্যন্ত অয়েলওয়েন ইমপ্লিমেন্ট কোম্পানির যৌথ মালিকানায় ছিলেন এবং পরে শহরের স্কুলে কাজ করেন। ফ্র্যাঙ্কি একজন গৃহকর্তা এবং ডেন্টাল সহকারী ছিলেন, সেই সঙ্গে একজন ফুল বিক্রেতাও ছিলেন। তাঁদের দুই সন্তান, চার নাতি-নাতনি এবং বেশ কয়েকজন পর নাতি-নাতনি রয়েছে।
২০০০ সালের ১০ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে ব্যারেন্টস সাগরে সামরিক কৌশল অনুশীলনে অংশ নিতে বন্দর ছেড়ে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’। দুই দিন পর অর্থাৎ ১২ আগস্ট সেটির একটি অনুশীলন টর্পেডো ছোড়ার কথা ছিল। কিন্তু টর্পেডোটি ছোড়ার আগেই সাগরের তলদেশে হারিয়ে যায় সাবমেরিনটি। পরে এর ১১৮ জন ক্রুকেই
১ মিনিট আগেইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগে