Ajker Patrika

শিগগিরই ৮ কোটি ডোজ টিকা রপ্তানির বিস্তারিত জানাবেন বাইডেন

শিগগিরই ৮ কোটি ডোজ টিকা রপ্তানির বিস্তারিত জানাবেন বাইডেন

ঢাকা: শিগগিরই বিভিন্ন দেশে ৮ কোটি ডোজ কোভিড টিকা রপ্তানির বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করবে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। দু-এক দিনের ভেতরই এ ব্যাপারে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, লাতিন আমেরিকা সফরের শেষ দিন স্থানীয় সময় গতকাল বুধবার কোস্টারিকার সান হোসে মার্কিন দূতাবাসে ব্লিঙ্কেন বলেন, খুব সম্ভবত আগামীকালের মধ্যেই বিভিন্ন দেশে ৮ কোটি ডোজ টিকা রপ্তানির পরিকল্পনার বিষয়ে বিস্তারিত ঘোষণা করবেন প্রেসিডেন্ট। আর এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক স্বার্থের সম্পর্ক থাকবে না।

বিশ্বে টিকার ন্যায্য বিতরণে জাতিসংঘের উদ্যোগ ক্যাভ্যাক্সের কথা উল্লেখ করে শীর্ষ মার্কিন কূটনীতিক বলেন, বিজ্ঞান ও প্রয়োজনের ওপর ভিত্তি করে এবং কোনো প্রকার রাজনৈতিক স্বার্থ বিবেচনা ছাড়াই আমরা এই পরিকল্পনা কোভ্যাক্সের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করতে যাচ্ছি।

সম্প্রতি বাইডেন ছয় সপ্তাহের মধ্যে আরও ২ কোটি ডোজ রপ্তানির পরিকল্পনা ঘোষণা করেছেন। জুনের শেষ নাগাদ এই রপ্তানির লক্ষ্য ৮ কোটিতে পৌঁছানোর কথা।

যুক্তরাষ্ট্রের টিকার অতিরিক্ত মজুত নিয়ে বাইডেন প্রশাসনের প্রতি বহু দেশের পক্ষ থেকে চাপ বাড়ছে। এরই মধ্যে টিকাদান কর্মসূচিতে ব্যাপক অগ্রগতি হয়েছে যুক্তরাষ্ট্রের। এ ছাড়া মস্কো ও বেইজিং তাদের নিজস্ব টিকা যেভাবে বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে তথাকথিত ‘টিকা কূটনীতিতে’ এগিয়ে যাচ্ছে সেটিও যুক্তরাষ্ট্রকে ভাবাচ্ছে।

বিষয়টি বিবেচনায় নিয়ে জো বাইডেন বলেছেন, মহামারির বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে এই পদক্ষেপ ‘আমেরিকার নেতৃত্ব’ ফিরিয়ে আনতে সহায়তা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত