ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও অটোশিল্পের জন্য ক্ষতিকর বলে সমালোচনা করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এর প্রতিক্রিয়ায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা আক্রমণ চালান এবং গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পরিকল্পনাকে মার্কিন অর্থনীতি ও অটোশিল্পের জন্য ক্ষতিকর বলে অভিহিত করে ওয়াল স্ট্রিট জার্নালের একটি সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। এর জবাবে ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয়তে বলা হয়, ট্রাম্পের শুল্ক পরিকল্পনা ‘যুক্তরাষ্ট্রের অটোশিল্পের শ্রমিকদের এবং মিশিগানে রিপাবলিকানদের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে’।
সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, ট্রাম্প যদি মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, তাহলে যুক্তরাষ্ট্রের গাড়ির দাম বেড়ে যাবে; যা স্থানীয় শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করবে এবং ইউরোপ ও এশিয়ার গাড়ি নির্মাতাদের জন্য সুবিধা তৈরি করবে।
ওয়াল স্ট্রিট জার্নাল কটাক্ষ করে লিখেছে, ‘যদি লক্ষ্য হয় যুক্তরাষ্ট্রের অটোশ্রমিকদের ক্ষতি করা এবং মিশিগানে রিপাবলিকানদের জন্য সমস্যা তৈরি করা, তাহলে এই পরিকল্পনা গ্রহণ করুন, প্রেসিডেন্ট ট্রাম্প।’
এর প্রতিক্রিয়ায় ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল ‘বড় ভুল’ করছে। তিনি বলেন, ‘শুল্কের কারণে ব্যাপক পরিমাণে অটো উৎপাদন মিশিগানে চলে আসবে। সেই মিশিগানে, যেখানে আমি প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই জয়লাভ করেছি।’
শুধু শুল্ক ইস্যুতেই নয়, ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেবেন বলে হুমকি দিয়েছেন। তিনি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে প্রকাশিত ‘ভুয়া বই ও গল্প’ সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নিতে পারেন।
ট্রাম্প আরও বলেন, ‘একসময় আমি এই অসৎ লেখক, প্রকাশক এবং গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করব, যাতে বোঝা যায় এই তথাকথিত ‘‘অজ্ঞাত সূত্র’’ আদৌ সত্য নাকি কাল্পনিক। এগুলো মূলত ভিত্তিহীন ও মানহানিকর কল্পকাহিনি। এর জন্য চরম মূল্য দিতে হবে। আমি দেশের স্বার্থে এটা করব। কে জানে, হয়তো এর থেকেই নতুন কোনো আইন তৈরি হতে পারে!’
এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের রক্ষণশীল সম্পাদকীয় বোর্ড আগে থেকেই ট্রাম্পের শুল্ক পরিকল্পনার বিরোধিতা করে আসছে। চলতি মাসের শুরুর দিকে তারা এটিকে ‘ইতিহাসের সবচেয়ে নির্বোধ বাণিজ্যযুদ্ধ’ বলে উল্লেখ করেছিল।
সেই সমালোচনার জবাবে ট্রাম্প দাবি করেন, একটি ‘শুল্ক লবি’ তাঁর বিরোধিতা করছে; যার নেতৃত্বে আছে ‘গ্লোবালিস্ট এবং সব সময় ভুল করা ওয়াল স্ট্রিট জার্নাল’। তিনি বলেন, এই লবি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে শোষণ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ‘বাণিজ্য, অপরাধ এবং বিষাক্ত মাদকের অনুপ্রবেশের’ ক্ষেত্রে।
ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও অটোশিল্পের জন্য ক্ষতিকর বলে সমালোচনা করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এর প্রতিক্রিয়ায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা আক্রমণ চালান এবং গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পরিকল্পনাকে মার্কিন অর্থনীতি ও অটোশিল্পের জন্য ক্ষতিকর বলে অভিহিত করে ওয়াল স্ট্রিট জার্নালের একটি সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। এর জবাবে ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয়তে বলা হয়, ট্রাম্পের শুল্ক পরিকল্পনা ‘যুক্তরাষ্ট্রের অটোশিল্পের শ্রমিকদের এবং মিশিগানে রিপাবলিকানদের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে’।
সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, ট্রাম্প যদি মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, তাহলে যুক্তরাষ্ট্রের গাড়ির দাম বেড়ে যাবে; যা স্থানীয় শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করবে এবং ইউরোপ ও এশিয়ার গাড়ি নির্মাতাদের জন্য সুবিধা তৈরি করবে।
ওয়াল স্ট্রিট জার্নাল কটাক্ষ করে লিখেছে, ‘যদি লক্ষ্য হয় যুক্তরাষ্ট্রের অটোশ্রমিকদের ক্ষতি করা এবং মিশিগানে রিপাবলিকানদের জন্য সমস্যা তৈরি করা, তাহলে এই পরিকল্পনা গ্রহণ করুন, প্রেসিডেন্ট ট্রাম্প।’
এর প্রতিক্রিয়ায় ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল ‘বড় ভুল’ করছে। তিনি বলেন, ‘শুল্কের কারণে ব্যাপক পরিমাণে অটো উৎপাদন মিশিগানে চলে আসবে। সেই মিশিগানে, যেখানে আমি প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই জয়লাভ করেছি।’
শুধু শুল্ক ইস্যুতেই নয়, ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেবেন বলে হুমকি দিয়েছেন। তিনি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে প্রকাশিত ‘ভুয়া বই ও গল্প’ সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নিতে পারেন।
ট্রাম্প আরও বলেন, ‘একসময় আমি এই অসৎ লেখক, প্রকাশক এবং গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করব, যাতে বোঝা যায় এই তথাকথিত ‘‘অজ্ঞাত সূত্র’’ আদৌ সত্য নাকি কাল্পনিক। এগুলো মূলত ভিত্তিহীন ও মানহানিকর কল্পকাহিনি। এর জন্য চরম মূল্য দিতে হবে। আমি দেশের স্বার্থে এটা করব। কে জানে, হয়তো এর থেকেই নতুন কোনো আইন তৈরি হতে পারে!’
এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের রক্ষণশীল সম্পাদকীয় বোর্ড আগে থেকেই ট্রাম্পের শুল্ক পরিকল্পনার বিরোধিতা করে আসছে। চলতি মাসের শুরুর দিকে তারা এটিকে ‘ইতিহাসের সবচেয়ে নির্বোধ বাণিজ্যযুদ্ধ’ বলে উল্লেখ করেছিল।
সেই সমালোচনার জবাবে ট্রাম্প দাবি করেন, একটি ‘শুল্ক লবি’ তাঁর বিরোধিতা করছে; যার নেতৃত্বে আছে ‘গ্লোবালিস্ট এবং সব সময় ভুল করা ওয়াল স্ট্রিট জার্নাল’। তিনি বলেন, এই লবি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে শোষণ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ‘বাণিজ্য, অপরাধ এবং বিষাক্ত মাদকের অনুপ্রবেশের’ ক্ষেত্রে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৫ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৫ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৬ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৯ ঘণ্টা আগে