যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এ মাসেই সৌদি আরব ও ইসরায়েল সফরের কথা ছিল। কিন্তু তিনি তাঁর বহুল আলোচিত এ দুটি সম্ভাব্য সফর পিছিয়ে দিয়েছেন। আজ রোববার মার্কিন গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মার্কিন গণমাধ্যম সিএনএন ও এনবিসি জানিয়েছে, জুনের শেষে সৌদি সফরে যাওয়ার সম্ভাবনা ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের। তিনি সেই সফর জুলাই পর্যন্ত স্থগিত করেছেন। তবে কী কারণে সফরটি স্থগিত করা হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছে হোয়াইট হাউস।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে তেলের বাজার অস্থির হয়ে পড়লে সৌদিসহ তেল উৎপাদক দেশগুলোকে তেলের উৎপাদন বাড়াতে চাপ দিতে থাকে যুক্তরাষ্ট্র। সম্প্রতি তেলের উৎপাদন বাড়াতে একমত হয়েছে সৌদি নেতৃত্বাধীন সংস্থা ওপেক প্লাস। এ সিদ্ধান্তের কয়েক দিন পরেই মার্কিন প্রেসিডেন্টের সফর বিলম্বের কথা জানা গেল।
গত শুক্রবার জো বাইডেন জানিয়েছিলেন, তিনি সৌদি আরব সফরের কথা ভাবছেন।
সিএনএন বলেছিল, সৌদি সফরে গিয়ে জো বাইডেন ৩৬ বছর বয়সী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন। যদিও ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার আদেশ দেওয়ার জন্য তাঁকে মার্কিন গোয়েন্দারা অভিযুক্ত করেছেন।
এ মাসের শেষে স্পেনে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে এবং জার্মানিতে অনুষ্ঠিতব্য গ্রুপ অব সেভেনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রেসিডেন্ট বাইডেন। এ সময় তিনি সৌদি সফর করবেন বলে খবর প্রকাশ করেছিল সিএনএন। গণমাধ্যমটি জানিয়েছিল, একই সময়ে তিনি ইসরায়েলও সফর করবেন।
সিএনএন আরও জানিয়েছে, ইয়েমেন যুদ্ধ, মানবাধিকার, অস্ত্র সরবরাহ ইত্যাদি ইস্যু নিয়ে প্রায় দুই বছর ধরে উত্তেজনা বিরাজ করছে সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সম্প্রতি রিয়াদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এ মাসেই সৌদি আরব ও ইসরায়েল সফরের কথা ছিল। কিন্তু তিনি তাঁর বহুল আলোচিত এ দুটি সম্ভাব্য সফর পিছিয়ে দিয়েছেন। আজ রোববার মার্কিন গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মার্কিন গণমাধ্যম সিএনএন ও এনবিসি জানিয়েছে, জুনের শেষে সৌদি সফরে যাওয়ার সম্ভাবনা ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের। তিনি সেই সফর জুলাই পর্যন্ত স্থগিত করেছেন। তবে কী কারণে সফরটি স্থগিত করা হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছে হোয়াইট হাউস।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে তেলের বাজার অস্থির হয়ে পড়লে সৌদিসহ তেল উৎপাদক দেশগুলোকে তেলের উৎপাদন বাড়াতে চাপ দিতে থাকে যুক্তরাষ্ট্র। সম্প্রতি তেলের উৎপাদন বাড়াতে একমত হয়েছে সৌদি নেতৃত্বাধীন সংস্থা ওপেক প্লাস। এ সিদ্ধান্তের কয়েক দিন পরেই মার্কিন প্রেসিডেন্টের সফর বিলম্বের কথা জানা গেল।
গত শুক্রবার জো বাইডেন জানিয়েছিলেন, তিনি সৌদি আরব সফরের কথা ভাবছেন।
সিএনএন বলেছিল, সৌদি সফরে গিয়ে জো বাইডেন ৩৬ বছর বয়সী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন। যদিও ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার আদেশ দেওয়ার জন্য তাঁকে মার্কিন গোয়েন্দারা অভিযুক্ত করেছেন।
এ মাসের শেষে স্পেনে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে এবং জার্মানিতে অনুষ্ঠিতব্য গ্রুপ অব সেভেনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রেসিডেন্ট বাইডেন। এ সময় তিনি সৌদি সফর করবেন বলে খবর প্রকাশ করেছিল সিএনএন। গণমাধ্যমটি জানিয়েছিল, একই সময়ে তিনি ইসরায়েলও সফর করবেন।
সিএনএন আরও জানিয়েছে, ইয়েমেন যুদ্ধ, মানবাধিকার, অস্ত্র সরবরাহ ইত্যাদি ইস্যু নিয়ে প্রায় দুই বছর ধরে উত্তেজনা বিরাজ করছে সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সম্প্রতি রিয়াদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর যুক্তি, ‘রাশিয়া খুবই বড় শক্তি, ইউক্রেন নয়। তাই যুদ্ধ এড়িয়ে টিকে থাকতে হলে চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই।’ এই মন্তব্য ট্রাম্পের আলাস্কা বৈঠকের পর এসেছে...
১০ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ক্ষমতায় থাকাকালে চীন কখনোই তাইওয়ানে আক্রমণ করবে না। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। খবর রয়টার্সের।
১১ ঘণ্টা আগেবোল্টন বলেছেন, ‘এই বৈঠকের পর ট্রাম্প কিছুই পাননি। যা পেয়েছেন তা হলো, আরও কিছু বৈঠকের প্রতিশ্রুতি। অন্যদিকে পুতিন ‘সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে অনেক দূর এগিয়ে গেছেন, যা আমি সব সময় তাঁর প্রধান লক্ষ্য বলে মনে করেছি।’
১২ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হয়তো আশা করেছিলেন, এই বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি চুক্তি হবে। কিন্তু এমন কোনো কিছুই হয়নি। তাই ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার জন্য সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন জেলেনস্কি।
১৩ ঘণ্টা আগে