যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এ মাসেই সৌদি আরব ও ইসরায়েল সফরের কথা ছিল। কিন্তু তিনি তাঁর বহুল আলোচিত এ দুটি সম্ভাব্য সফর পিছিয়ে দিয়েছেন। আজ রোববার মার্কিন গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মার্কিন গণমাধ্যম সিএনএন ও এনবিসি জানিয়েছে, জুনের শেষে সৌদি সফরে যাওয়ার সম্ভাবনা ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের। তিনি সেই সফর জুলাই পর্যন্ত স্থগিত করেছেন। তবে কী কারণে সফরটি স্থগিত করা হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছে হোয়াইট হাউস।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে তেলের বাজার অস্থির হয়ে পড়লে সৌদিসহ তেল উৎপাদক দেশগুলোকে তেলের উৎপাদন বাড়াতে চাপ দিতে থাকে যুক্তরাষ্ট্র। সম্প্রতি তেলের উৎপাদন বাড়াতে একমত হয়েছে সৌদি নেতৃত্বাধীন সংস্থা ওপেক প্লাস। এ সিদ্ধান্তের কয়েক দিন পরেই মার্কিন প্রেসিডেন্টের সফর বিলম্বের কথা জানা গেল।
গত শুক্রবার জো বাইডেন জানিয়েছিলেন, তিনি সৌদি আরব সফরের কথা ভাবছেন।
সিএনএন বলেছিল, সৌদি সফরে গিয়ে জো বাইডেন ৩৬ বছর বয়সী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন। যদিও ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার আদেশ দেওয়ার জন্য তাঁকে মার্কিন গোয়েন্দারা অভিযুক্ত করেছেন।
এ মাসের শেষে স্পেনে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে এবং জার্মানিতে অনুষ্ঠিতব্য গ্রুপ অব সেভেনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রেসিডেন্ট বাইডেন। এ সময় তিনি সৌদি সফর করবেন বলে খবর প্রকাশ করেছিল সিএনএন। গণমাধ্যমটি জানিয়েছিল, একই সময়ে তিনি ইসরায়েলও সফর করবেন।
সিএনএন আরও জানিয়েছে, ইয়েমেন যুদ্ধ, মানবাধিকার, অস্ত্র সরবরাহ ইত্যাদি ইস্যু নিয়ে প্রায় দুই বছর ধরে উত্তেজনা বিরাজ করছে সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সম্প্রতি রিয়াদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এ মাসেই সৌদি আরব ও ইসরায়েল সফরের কথা ছিল। কিন্তু তিনি তাঁর বহুল আলোচিত এ দুটি সম্ভাব্য সফর পিছিয়ে দিয়েছেন। আজ রোববার মার্কিন গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মার্কিন গণমাধ্যম সিএনএন ও এনবিসি জানিয়েছে, জুনের শেষে সৌদি সফরে যাওয়ার সম্ভাবনা ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের। তিনি সেই সফর জুলাই পর্যন্ত স্থগিত করেছেন। তবে কী কারণে সফরটি স্থগিত করা হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেছে হোয়াইট হাউস।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে তেলের বাজার অস্থির হয়ে পড়লে সৌদিসহ তেল উৎপাদক দেশগুলোকে তেলের উৎপাদন বাড়াতে চাপ দিতে থাকে যুক্তরাষ্ট্র। সম্প্রতি তেলের উৎপাদন বাড়াতে একমত হয়েছে সৌদি নেতৃত্বাধীন সংস্থা ওপেক প্লাস। এ সিদ্ধান্তের কয়েক দিন পরেই মার্কিন প্রেসিডেন্টের সফর বিলম্বের কথা জানা গেল।
গত শুক্রবার জো বাইডেন জানিয়েছিলেন, তিনি সৌদি আরব সফরের কথা ভাবছেন।
সিএনএন বলেছিল, সৌদি সফরে গিয়ে জো বাইডেন ৩৬ বছর বয়সী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন। যদিও ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার আদেশ দেওয়ার জন্য তাঁকে মার্কিন গোয়েন্দারা অভিযুক্ত করেছেন।
এ মাসের শেষে স্পেনে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে এবং জার্মানিতে অনুষ্ঠিতব্য গ্রুপ অব সেভেনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রেসিডেন্ট বাইডেন। এ সময় তিনি সৌদি সফর করবেন বলে খবর প্রকাশ করেছিল সিএনএন। গণমাধ্যমটি জানিয়েছিল, একই সময়ে তিনি ইসরায়েলও সফর করবেন।
সিএনএন আরও জানিয়েছে, ইয়েমেন যুদ্ধ, মানবাধিকার, অস্ত্র সরবরাহ ইত্যাদি ইস্যু নিয়ে প্রায় দুই বছর ধরে উত্তেজনা বিরাজ করছে সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সম্প্রতি রিয়াদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
২ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছু দিন আগে ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার
৩ ঘণ্টা আগেপাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের পণ্যের জন্য ট্রানজিট এবং তৃতীয় কোনো দেশের বন্দর ব্যবহার করে পাকিস্তানি পণ্য আমদানিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী
৩ ঘণ্টা আগে