Ajker Patrika

করোনা টিকা না নিলে দিতে হবে কর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৮: ৪০
করোনা টিকা না নিলে দিতে হবে কর

করোনা টিকা নেওয়ার জন্য কানাডা সরকার তার নাগরিকদের ক্রমাগতভাবে উৎসাহিত করছে। কিন্তু এরপরও এখনো অনেকেই টিকা নেননি। তাই এবার টিকা না নিলে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডার কুইবেক রাজ্য প্রশাসন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কুইবেক রাজ্যের মুখ্যমন্ত্রী ফ্রাঁসোয়া লেগোঁ বলেন, যাঁরা করোনার অন্তত এক ডোজ টিকা নেবেন না, তাঁদের কর পরিশোধ করতে হবে। 

মুখ্যমন্ত্রী বলেন, কর এখনো নির্ধারণ করা হয়নি। তবে এটি তাৎপর্যপূর্ণ হবে। আর এটি আরোপ হলে এটিই হবে টিকা না নেওয়ার কারণে কোনো দেশের অর্থনৈতিকভাবে প্রথম শাস্তিমূলক পদক্ষেপ। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত কানাডায় করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন কুইবেক রাজ্যে। এখনো রাজ্যটি করোনা প্রতিরোধে সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু এখনো প্রায় ১২ দশমিক ৮ শতাংশ মানুষ টিকা নেননি। টিকা না নেওয়া ব্যক্তিরাই বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। 

ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি পর্যন্ত কুইবেকের প্রায় ৮৫ শতাংশ মানুষ করোনার অন্তত ১ ডোজ টিকা নিয়েছেন। বাকিরা এখনো টিকা নেননি। 

এর আগে গত সপ্তাহে প্রদেশটি ঘোষণা দেয় যে, সরকারি অনুমোদনপ্রাপ্ত গাঁজা এবং মদের দোকানে কেনাকাটা করার জন্য করোনা টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হবে। এ ছাড়া রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউও চালু রয়েছে। 

উল্লেখ্য গত মঙ্গলবার পর্যন্ত কুইবেকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত