Ajker Patrika

প্রেসিডেন্টের দায়িত্বও সামলাতেন প্রয়াত সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন

প্রেসিডেন্টের দায়িত্বও সামলাতেন প্রয়াত সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন কার্টার ৯৬ বছর বয়সে মারা গেছেন। গত চার দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন দেশে মানবিক নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। 

দ্য কার্টার সেন্টারের বরাতে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, বহুদিন ধরেই তার স্বাস্থ্যের অবনতি ঘটছিল রোজালিনের। তিনি ডিমেনশিয়াতে ভুগছিলেন। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জিমি কার্টারের সঙ্গে রোজালিনের বিবাহিত জীবন ৭৭ বছরের বেশি দীর্ঘ। ফার্স্ট লেডি থাকা অবস্থায় তিনি মন্ত্রিসভার বৈঠকগুলোতে বসতেন। বিতর্কিত বিভিন্ন বিষয়েও তিনি মতামত দিতেন। আর প্রেসিডেন্ট বিদেশ সফরে গেলে হোয়াইট হাউসে তাঁর প্রতিনিধিত্ব করতেন। 

জিমি কার্টার প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাঁর সহযোগিদের বলেছিলেন—রোজালিন তাঁর শ্রেষ্ঠ বন্ধু এবং সম্ভবত তাঁর জীবনে সবচেয়ে বেশি প্রভাব রাখা মানুষ। 

জিমি কার্টার রোজালিনের ওপর এতটাই আস্থা রাখতেন যে—১৯৭৭ সালে প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি রোজালিনকে দক্ষিণ আমেরিকায় পাঠিয়েছিলেন স্বৈরাচারী নেতাদের হুমকি দিয়ে আসার জন্য। সে সময় তিনি এই নেতাদের বলে দিয়েছিলেন, মানবাধিকার ভঙ্গ করলে সাহায্য বন্ধ করে দেবে কার্টার প্রশাসন। 

প্রেসিডেন্টের মেয়াদ শেষে ওয়াশিংটন ছাড়ার পর জিমি এবং রোজালিন মিলে আটলান্টায় দ্য কার্টার সেন্টার প্রতিষ্ঠা করেন এবং তাদের মানবিক কাজ অব্যাহত রাখেন। মানসিক রোগী এবং গৃহহীনদের নিয়েও কাজ করেছেন রোজালিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত