Ajker Patrika

রাশিয়ার বন্ড লেনদেন আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার বন্ড লেনদেন আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে রিজার্ভে থাকা রাশিয়ার ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ আটকে দিয়েছে দেশটির প্রশাসন। ফলে এসব অর্থ ব্যবহার করে বন্ডের মাধ্যমে রাশিয়া দাতাদের পাওনা পরিশোধ করতে পারবে না। ইউক্রেন আক্রমণে শাস্তি হিসেবে মস্কোর ওপর চাপ বাড়াতে এবং রাশিয়ায় ডলারের রিজার্ভ কমাতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্র সরকার সেই নিষেধাজ্ঞার আওতায় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফ্রিজ করা হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট রাশিয়ার সরকারকে যুক্তরাষ্ট্রে থাকা তহবিলকে শর্তসাপেক্ষে ব্যবহারের অনুমতি দিলেও নতুন এই নিষেধাজ্ঞার আওতায় মার্কিন সরকার সেই তহবিলে মস্কোর যে কোনো ধরনের অ্যাকসেস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

ট্রেজারি ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘এই পদক্ষেপের উদ্দেশ্য হলো—মস্কোকে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ডলার ব্যবহারের সিদ্ধান্ত নিতে বাধ্য করা। রাশিয়া এটি করার সিদ্ধান্ত না নিলে এক ঐতিহাসিক বিপর্যয়ের সম্মুখীন হবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত