মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন ২০২১ অর্থবছরে ১৩ শতাংশ বেড়েছে। এটিকে রেকর্ড মাত্রা বলেছে মার্কিন প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবারে প্রকাশিত পেন্টাগনের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিরক্ষা অধিদপ্তরের যৌন নিপীড়ন প্রতিরোধ ও প্রতিক্রিয়া অফিস (এসএপিআর) বলেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেনাবাহিনীতে ৮ হাজার ৮৬৬ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। আগের বছর সংখ্যাটি ছিল ৭ হাজার ৮১৩।
সেনাবাহিনীতে কর্মরত ৩৬ হাজার সদস্যের মধ্যে জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৮ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ১ দশমিক ৫ শতাংশ নারী অপ্রত্যাশিত যৌন সংসর্গের সম্মুখীন হয়েছেন। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, যৌন নিপীড়নের শিকার হওয়া ব্যক্তিদের কিছু অংশ কর্তৃপক্ষ ও এসপিআরের কাছে নিপীড়নের কথা জানিয়েছেন। সবাই জানাননি।
পেন্টাগন আরও জানিয়েছে, যৌন নিপীড়ন পরিমাপ করতে ব্যবহৃত মেট্রিকের পরিবর্তনের কারণে সত্যিকার অর্থেই যৌন নিপীড়ন বেড়েছে কি না, তা বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে অন্যান্য যেসব তথ্য পাওয়া গেছে, তাতে নিপীড়ন বাড়ারই ইঙ্গিত দেয়।
পেন্টাগনের অফিস অব ফোর্স রেজিলিয়েন্সির নির্বাহী পরিচালক এলিজাবেথ ফস্টার বলেছেন, ‘আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে বোঝা যায়, নারীরা সবচেয়ে বেশি যৌন নিপীড়নের শিকার হয়েছেন। ২০০৬ সালে সমস্যাটি নিয়ে প্রথমবারের মতো জরিপ ও গবেষণা শুরু হয়েছিল।’
ফস্টার আরও জানিয়েছেন, গত বছর পুরুষদের নিপীড়নের মাত্রা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৬ সালে পুরুষেরা ছিলেন নিপীড়নের সর্বোচ্চ স্তরে। এই সংখ্যাগুলো সত্যিই দুঃখজনক এবং অত্যন্ত হতাশাজনক।
পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, নিপীড়নের তীব্রতা সবচেয়ে বেশি সেনাবাহিনীতে, সংখ্যাটি ২৬ শতাংশ। এরপর নৌবাহিনীতে ১৯ শতাংশ এবং বিমানবাহিনীতে ২ শতাংশ।
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন সামরিক আইনে যৌন হয়রানিকে অপরাধ হিসেবে ঘোষণা করে একটি আদেশ জারি করেছেন। এই আদেশের অর্থ হচ্ছে, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও নাবালকদের ওপর হামলার বিচার এখন সামরিক আদালতে করা হবে এবং আদালতে মামলা নেওয়ার সিদ্ধান্ত সামরিক চেইন অব কমান্ডের অফিসারদের পরিবর্তে বিশেষ প্রসিকিউটরদের ওপর ন্যস্ত করা হবে।
মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন ২০২১ অর্থবছরে ১৩ শতাংশ বেড়েছে। এটিকে রেকর্ড মাত্রা বলেছে মার্কিন প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবারে প্রকাশিত পেন্টাগনের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিরক্ষা অধিদপ্তরের যৌন নিপীড়ন প্রতিরোধ ও প্রতিক্রিয়া অফিস (এসএপিআর) বলেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেনাবাহিনীতে ৮ হাজার ৮৬৬ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। আগের বছর সংখ্যাটি ছিল ৭ হাজার ৮১৩।
সেনাবাহিনীতে কর্মরত ৩৬ হাজার সদস্যের মধ্যে জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৮ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ১ দশমিক ৫ শতাংশ নারী অপ্রত্যাশিত যৌন সংসর্গের সম্মুখীন হয়েছেন। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, যৌন নিপীড়নের শিকার হওয়া ব্যক্তিদের কিছু অংশ কর্তৃপক্ষ ও এসপিআরের কাছে নিপীড়নের কথা জানিয়েছেন। সবাই জানাননি।
পেন্টাগন আরও জানিয়েছে, যৌন নিপীড়ন পরিমাপ করতে ব্যবহৃত মেট্রিকের পরিবর্তনের কারণে সত্যিকার অর্থেই যৌন নিপীড়ন বেড়েছে কি না, তা বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে অন্যান্য যেসব তথ্য পাওয়া গেছে, তাতে নিপীড়ন বাড়ারই ইঙ্গিত দেয়।
পেন্টাগনের অফিস অব ফোর্স রেজিলিয়েন্সির নির্বাহী পরিচালক এলিজাবেথ ফস্টার বলেছেন, ‘আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে বোঝা যায়, নারীরা সবচেয়ে বেশি যৌন নিপীড়নের শিকার হয়েছেন। ২০০৬ সালে সমস্যাটি নিয়ে প্রথমবারের মতো জরিপ ও গবেষণা শুরু হয়েছিল।’
ফস্টার আরও জানিয়েছেন, গত বছর পুরুষদের নিপীড়নের মাত্রা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৬ সালে পুরুষেরা ছিলেন নিপীড়নের সর্বোচ্চ স্তরে। এই সংখ্যাগুলো সত্যিই দুঃখজনক এবং অত্যন্ত হতাশাজনক।
পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, নিপীড়নের তীব্রতা সবচেয়ে বেশি সেনাবাহিনীতে, সংখ্যাটি ২৬ শতাংশ। এরপর নৌবাহিনীতে ১৯ শতাংশ এবং বিমানবাহিনীতে ২ শতাংশ।
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন সামরিক আইনে যৌন হয়রানিকে অপরাধ হিসেবে ঘোষণা করে একটি আদেশ জারি করেছেন। এই আদেশের অর্থ হচ্ছে, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও নাবালকদের ওপর হামলার বিচার এখন সামরিক আদালতে করা হবে এবং আদালতে মামলা নেওয়ার সিদ্ধান্ত সামরিক চেইন অব কমান্ডের অফিসারদের পরিবর্তে বিশেষ প্রসিকিউটরদের ওপর ন্যস্ত করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৫ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৫ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৬ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৮ ঘণ্টা আগে