যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একাধিকবার বিতর্কে মুখোমুখি হওয়াটা ঐতিহ্য। সেই ঐতিহ্য ধরে রেখে আসন্ন নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে একবার মুখোমুখি হয়েছিলেন। তবে তৃতীয় আর কোনো বিতর্কে কমলার মুখোমুখি না হওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত সপ্তাহের শেষ দিকে অনুষ্ঠিত এবিসি টেলিভিশন আয়োজিত বিতর্কে ট্রাম্পের চেয়ে ভালো করেছেন কমলা হ্যারিস। বিশ্লেষকেরা মনে করছেন, বিষয়টি ট্রাম্পের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে। আর তাই তিনি কমলার মুখোমুখি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্কে লড়বেন না। তিনি বলেন, ‘তৃতীয় আর কোনো বিতর্ক হবে না।’
এর আগে, ট্রাম্প জন জুন মাসে বাইডেনের সঙ্গে প্রেসিডেনশিয়াল বিতর্কে লড়েছিলেন। সেখানে তাঁর কাছে ধরাশায়ী হয়েছিলেন জো বাইডেন। আর সেই হারের পর বাইডেন দলীয় চাপের মুখে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে কমলা হ্যারিসকে সমর্থন করেন। এরপর গত মঙ্গলবারে প্রথমবার বিতর্কে মুখোমুখি হন ট্রাম্প ও কমলা। সেখানে জনমত জরিপ বলছে, কমলাই জিতেছেন।
যদিও ট্রাম্প মঙ্গলবার হ্যারিসের বিরুদ্ধে ভালো করেছেন বলে দাবি করেছেন। তবে রিপাবলিকান পার্টির ছয়জন দাতা ও ট্রাম্পের তিনজন উপদেষ্টা রয়টার্সকে বলেছেন, তারা মনে করেন—কমলা হ্যারিস মূলত বিতর্ক জিতেছেন এ কারণে যে, ট্রাম্প নিজের বক্তব্যের মূল জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। নিয়েলসনের তথ্য অনুসারে ট্রাম্প-কমলার বিতর্কটি ৬ কোটি ৭১ লাখ মানুষ দেখেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একাধিকবার বিতর্কে মুখোমুখি হওয়াটা ঐতিহ্য। সেই ঐতিহ্য ধরে রেখে আসন্ন নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে একবার মুখোমুখি হয়েছিলেন। তবে তৃতীয় আর কোনো বিতর্কে কমলার মুখোমুখি না হওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত সপ্তাহের শেষ দিকে অনুষ্ঠিত এবিসি টেলিভিশন আয়োজিত বিতর্কে ট্রাম্পের চেয়ে ভালো করেছেন কমলা হ্যারিস। বিশ্লেষকেরা মনে করছেন, বিষয়টি ট্রাম্পের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে। আর তাই তিনি কমলার মুখোমুখি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্কে লড়বেন না। তিনি বলেন, ‘তৃতীয় আর কোনো বিতর্ক হবে না।’
এর আগে, ট্রাম্প জন জুন মাসে বাইডেনের সঙ্গে প্রেসিডেনশিয়াল বিতর্কে লড়েছিলেন। সেখানে তাঁর কাছে ধরাশায়ী হয়েছিলেন জো বাইডেন। আর সেই হারের পর বাইডেন দলীয় চাপের মুখে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে কমলা হ্যারিসকে সমর্থন করেন। এরপর গত মঙ্গলবারে প্রথমবার বিতর্কে মুখোমুখি হন ট্রাম্প ও কমলা। সেখানে জনমত জরিপ বলছে, কমলাই জিতেছেন।
যদিও ট্রাম্প মঙ্গলবার হ্যারিসের বিরুদ্ধে ভালো করেছেন বলে দাবি করেছেন। তবে রিপাবলিকান পার্টির ছয়জন দাতা ও ট্রাম্পের তিনজন উপদেষ্টা রয়টার্সকে বলেছেন, তারা মনে করেন—কমলা হ্যারিস মূলত বিতর্ক জিতেছেন এ কারণে যে, ট্রাম্প নিজের বক্তব্যের মূল জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। নিয়েলসনের তথ্য অনুসারে ট্রাম্প-কমলার বিতর্কটি ৬ কোটি ৭১ লাখ মানুষ দেখেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
২ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে