অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্বেতাঙ্গ গণহত্যা ও তাদের ভূমি দখলের অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাও আবার খোদ হোয়াইট হাউসে সফররত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সামনে তিনি এই অভিযোগ তুলেছেন। হোয়াইট হাউসে এ নিয়ে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটল। এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে হোয়াইট হাউসে উত্তপ্ত বাদানুবাদ করেছেন। বৈঠকটি গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা মনে করিয়ে দেয়। ট্রাম্প বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কাছে তাঁর দেশে শ্বেতাঙ্গ গণহত্যা ও ভূমি দখলের মিথ্যা অভিযোগ তোলেন।
বিশ্বে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয় যেসব দেশে, সেগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা একটি। তবে নিহতদের সংখ্যাগরিষ্ঠ অংশই কৃষ্ণাঙ্গ।
রামাফোসা আশা করেছিলেন, বুধবারের বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক নতুন করে শুরু হবে। এর আগে, ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় অত্যন্ত প্রয়োজনীয় সাহায্য বাতিল করেন, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের যুক্তরাষ্ট্র আশ্রয় দেন, দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেন এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার সমালোচনা করেন।
বৈঠকের সময় ট্রাম্পের অনুরোধে ওভাল অফিসের আলো কমানো হয়েছিল। ওভাল অফিসে বাইরে থেকে আনা টেলিভিশনে একটি ভিডিও দেখানো হয়। ভিডিওতে থাকা কিছু সমাধিফলক দেখিয়ে ট্রাম্প দাবি করেন, এগুলো শ্বেতাঙ্গদের কবর। ভিডিওতে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গবিরোধী নেতাদের উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ট্রাম্প এদের মধ্যে জুলিয়াস মালেমা নামে এক নেতাকে গ্রেপ্তারের পরামর্শ দেন।
ভিডিওটি ২০২০ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় এক আন্দোলনের সময় তৈরি করা হয়েছিল। সেই আন্দোলনের এক সপ্তাহ আগে একটি খামারে দুজন নিহত হন। বাস্তবতা হলো, ভিডিওতে দেখানো ফলকগুলো আসল কবর চিহ্নিত করেনি। সেই আন্দোলনের এক সংগঠক সে সময় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বলেছিলেন, এগুলো গত কয়েক বছরে নিহত কৃষকদের প্রতিনিধিত্ব করে।
বৈঠকে ট্রাম্প রামাফোসাকে বলেন, ‘আমাদের (শ্বেতাঙ্গ) অনেকেই মনে করে, তাদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং তারা যুক্তরাষ্ট্রে আসছে। যদি আমরা মনে করি, কোথাও অত্যাচার বা গণহত্যা চলছে, তাহলে আমরা বিভিন্ন স্থান থেকে লোক নেই।’ এ সময় তিনি বিশেষভাবে শ্বেতাঙ্গ কৃষকদের কথা উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘মানুষ তাদের নিজেদের নিরাপত্তার জন্য দক্ষিণ আফ্রিকা ছেড়ে পালাচ্ছে। তাদের জমি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদের হত্যা করা হচ্ছে।’
দক্ষিণ আফ্রিকায় কয়েক শ বছর ধরে চলা উপনিবেশবাদ ও বর্ণবাদের সময় কৃষ্ণাঙ্গরা ব্যাপক বৈষম্যের শিকার হয়েছে। ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলার অধীনে দেশটি বহুদলীয় গণতন্ত্রে পরিণত হয়। দেশটি ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এদিকে, দক্ষিণ আফ্রিকার পুলিশ ২০২৪ সালে সারা দেশে ২৬ হাজার ২৩২টি হত্যাকাণ্ড নথিবদ্ধ করেছে। এর মধ্যে ৪৪টি ঘটনা কৃষিজীবী সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত। এসব ঘটনার শিকার ছিলেন আটজন কৃষক।
রামাফোসা ট্রাম্পের পাশে একটি চেয়ারে বসে শান্তভাবে তাঁর দাবিগুলো খণ্ডন করেন। দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া গলফার আর্নি এলস ও রেটিফ গুসেন এবং বিলিয়নিয়ার জোহান রুপার্টের কথা উল্লেখ করে রামাফোসা বলেন, ‘যদি আফ্রিকায় কৃষক গণহত্যা হতো, আমি বাজি ধরে বলতে পারি, এই তিনজন ভদ্রলোক এখানে থাকতেন না।’ এই তিন শ্বেতাঙ্গ ব্যক্তিই ওভাল অফিসে উপস্থিত ছিলেন। এটি ট্রাম্পকে সন্তুষ্ট করতে পারেনি।
ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে হাজার হাজার গল্প আছে, যা এর পক্ষে কথা বলে এবং আমাদের কাছে ডকুমেন্টারি, আমাদের কাছে সংবাদ আছে। এর জবাব দিতে হবে।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্বেতাঙ্গ গণহত্যা ও তাদের ভূমি দখলের অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাও আবার খোদ হোয়াইট হাউসে সফররত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সামনে তিনি এই অভিযোগ তুলেছেন। হোয়াইট হাউসে এ নিয়ে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটল। এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে হোয়াইট হাউসে উত্তপ্ত বাদানুবাদ করেছেন। বৈঠকটি গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা মনে করিয়ে দেয়। ট্রাম্প বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কাছে তাঁর দেশে শ্বেতাঙ্গ গণহত্যা ও ভূমি দখলের মিথ্যা অভিযোগ তোলেন।
বিশ্বে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয় যেসব দেশে, সেগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা একটি। তবে নিহতদের সংখ্যাগরিষ্ঠ অংশই কৃষ্ণাঙ্গ।
রামাফোসা আশা করেছিলেন, বুধবারের বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক নতুন করে শুরু হবে। এর আগে, ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় অত্যন্ত প্রয়োজনীয় সাহায্য বাতিল করেন, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের যুক্তরাষ্ট্র আশ্রয় দেন, দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেন এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার সমালোচনা করেন।
বৈঠকের সময় ট্রাম্পের অনুরোধে ওভাল অফিসের আলো কমানো হয়েছিল। ওভাল অফিসে বাইরে থেকে আনা টেলিভিশনে একটি ভিডিও দেখানো হয়। ভিডিওতে থাকা কিছু সমাধিফলক দেখিয়ে ট্রাম্প দাবি করেন, এগুলো শ্বেতাঙ্গদের কবর। ভিডিওতে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গবিরোধী নেতাদের উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ট্রাম্প এদের মধ্যে জুলিয়াস মালেমা নামে এক নেতাকে গ্রেপ্তারের পরামর্শ দেন।
ভিডিওটি ২০২০ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় এক আন্দোলনের সময় তৈরি করা হয়েছিল। সেই আন্দোলনের এক সপ্তাহ আগে একটি খামারে দুজন নিহত হন। বাস্তবতা হলো, ভিডিওতে দেখানো ফলকগুলো আসল কবর চিহ্নিত করেনি। সেই আন্দোলনের এক সংগঠক সে সময় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বলেছিলেন, এগুলো গত কয়েক বছরে নিহত কৃষকদের প্রতিনিধিত্ব করে।
বৈঠকে ট্রাম্প রামাফোসাকে বলেন, ‘আমাদের (শ্বেতাঙ্গ) অনেকেই মনে করে, তাদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং তারা যুক্তরাষ্ট্রে আসছে। যদি আমরা মনে করি, কোথাও অত্যাচার বা গণহত্যা চলছে, তাহলে আমরা বিভিন্ন স্থান থেকে লোক নেই।’ এ সময় তিনি বিশেষভাবে শ্বেতাঙ্গ কৃষকদের কথা উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘মানুষ তাদের নিজেদের নিরাপত্তার জন্য দক্ষিণ আফ্রিকা ছেড়ে পালাচ্ছে। তাদের জমি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদের হত্যা করা হচ্ছে।’
দক্ষিণ আফ্রিকায় কয়েক শ বছর ধরে চলা উপনিবেশবাদ ও বর্ণবাদের সময় কৃষ্ণাঙ্গরা ব্যাপক বৈষম্যের শিকার হয়েছে। ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলার অধীনে দেশটি বহুদলীয় গণতন্ত্রে পরিণত হয়। দেশটি ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এদিকে, দক্ষিণ আফ্রিকার পুলিশ ২০২৪ সালে সারা দেশে ২৬ হাজার ২৩২টি হত্যাকাণ্ড নথিবদ্ধ করেছে। এর মধ্যে ৪৪টি ঘটনা কৃষিজীবী সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত। এসব ঘটনার শিকার ছিলেন আটজন কৃষক।
রামাফোসা ট্রাম্পের পাশে একটি চেয়ারে বসে শান্তভাবে তাঁর দাবিগুলো খণ্ডন করেন। দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া গলফার আর্নি এলস ও রেটিফ গুসেন এবং বিলিয়নিয়ার জোহান রুপার্টের কথা উল্লেখ করে রামাফোসা বলেন, ‘যদি আফ্রিকায় কৃষক গণহত্যা হতো, আমি বাজি ধরে বলতে পারি, এই তিনজন ভদ্রলোক এখানে থাকতেন না।’ এই তিন শ্বেতাঙ্গ ব্যক্তিই ওভাল অফিসে উপস্থিত ছিলেন। এটি ট্রাম্পকে সন্তুষ্ট করতে পারেনি।
ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে হাজার হাজার গল্প আছে, যা এর পক্ষে কথা বলে এবং আমাদের কাছে ডকুমেন্টারি, আমাদের কাছে সংবাদ আছে। এর জবাব দিতে হবে।’
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি।
৩ মিনিট আগেকেরালা রাজ্যের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ (ফ্লাইট এআই ২৪৫৫) রাডার সমস্যার কারণে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
৩৮ মিনিট আগেজাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, এই পরিকল্পনা জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবে না। বরং, পরিস্থিতি আরও খারাপ হবে। এখনো হামাসের কাছে থাকা জিম্মিদের অনেকেই বেঁচে আছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল বাংলাদেশি এক কিশোরী। এরপর, মা-বাবার কড়া শাসনের ভয়ে বাড়ি ছাড়ে সে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে ভারতের মহারাষ্ট্রের পৌঁছে যায় ওই কিশোরী। সেখানে তাকে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ ধর্ষণ করে।
১ ঘণ্টা আগে