অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর দপ্তর থেকে রোববার জানানো হয়েছে, জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়ে ছড়িয়ে পড়েছে।
জো বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে গতকাল রোববার এক বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। খুব দ্রুত এটি ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে হাড় পর্যন্ত ছড়িয়ে গেছে।
প্রস্রাবজনিত সমস্যা নিয়ে গত সপ্তাহে চিকিৎসকের কাছে গেলে শুক্রবার ৮২ বছর বয়সী বাইডেনের ক্যানসার শনাক্ত হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই ক্যানসারটি বেশ আগ্রাসী ধরনের। খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এই ক্যানসার। এর গ্লিসন স্কোর ১০-এর মধ্যে ৯। ক্যানসার রিসার্চ ইউকের তথ্য অনুযায়ী, এ ধরনের ক্যানসারকে ‘উচ্চমাত্রার’ হিসেবে চিহ্নিত করা হয়।
গতকাল রোববার এক বিবৃতিতে তাঁর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন ও তাঁর পরিবার চিকিৎসার বিকল্পগুলো পর্যালোচনা করছেন। ক্যানসারটি হরমোন-সংবেদনশীল। এর অর্থ, এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে।
বাইডেনের দপ্তর জানায়, গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যা বাড়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন চিকিৎসকের পরামর্শ নেন। শুক্রবার তাঁর প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। এর গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫), যা হাড়ে মেটাস্টাসিসের লক্ষণ বহন করে।
বাইডেনের অসুস্থতার কথা জেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জো বাইডেনের সাম্প্রতিক স্বাস্থ্য সংক্রান্ত খবর শুনে মর্মাহত।
সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেনের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমরা জিল এবং তাঁর পরিবারের প্রতি আমাদের উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আমরা জো বাইডেনের দ্রুত ও সফল আরোগ্য কামনা করি।’
বাইডেনের অধীনে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা কমলা হ্যারিস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, তিনি ও তাঁর পরিবার বাইডেন পরিবারের জন্য প্রার্থনা করছেন। হ্যারিস বলেন, ‘জো একজন লড়াকু মানুষ। আমি জানি তিনি সব সময়ের মতো দৃঢ়তা, স্থিতিশীলতা ও আশাবাদ নিয়ে এই চ্যালেঞ্জের মুখোমুখি হবেন।’
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী মিশেল বাইডেন পরিবারের পাশে আছেন।
ওবামা বলেন, ‘ক্যানসারের বিভিন্ন ধরনের চিকিৎসা উদ্ভাবনে জো যতটা কাজ করেছেন, তা আর কেউ করেনি। আমি নিশ্চিত যে তিনি তাঁর চিরাচরিত সংকল্প ও মর্যাদার সঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করবেন। আমরা তাঁর দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।’
ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, প্রোস্টেট ক্যানসার পুরুষদের মধ্যে ত্বকের ক্যানসারের পর দ্বিতীয় সর্বাধিক সাধারণ ক্যানসার। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানায়, প্রতি ১০০ জন পুরুষের মধ্যে ১৩ জন জীবনের কোনো এক পর্যায়ে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন।
সিডিসি বলছে, বয়স প্রোস্টেট ক্যানসারের সবচেয়ে সাধারণ ঝুঁকিপূর্ণ উপাদান।
আমেরিকান ক্যানসার সোসাইটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রোস্টেট ক্যানসার বিশেষজ্ঞ ড. উইলিয়াম ডাহুট বিবিসিকে জানিয়েছেন, বাইডেনের রোগ নির্ণয়ের ওপর ভিত্তি করে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ক্যানসার প্রকৃতিগতভাবে বেশি আক্রমণাত্মক। তিনি আরও বলেন, ‘সাধারণত, যদি ক্যানসার হাড়ে ছড়িয়ে পড়ে, আমরা তা নিরাময়যোগ্য ক্যানসার হিসেবে বিবেচনা করি না।’
তবে তিনি জানান, বেশিরভাগ রোগী প্রাথমিক চিকিৎসায় ভালো সাড়া দেন এবং অনেকেই এই রোগ নিয়ে বহু বছর বেঁচে থাকেন।
ড. ডাহুটের মতে, সাবেক প্রেসিডেন্টের নির্ণীত অবস্থায় সাধারণত হরমোন থেরাপি দেওয়া হয়, যা উপসর্গ কমাতে এবং ক্যানসারের কোষ বৃদ্ধির গতি ধীর করতে সহায়তা করে।
স্বাস্থ্য ও বয়সজনিত উদ্বেগের কারণে ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করে দিয়েছিলেন বাইডেন। এরও এক বছর পার হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
হোয়াইট হাউস ছাড়ার পর থেকে বাইডেন মূলত জনসম্মুখ থেকে অনেকটাই সরে গেছেন এবং খুব কমই জনসমক্ষে উপস্থিত হয়েছেন।
গত এপ্রিলে মাসে তিনি শিকাগোতে আয়োজিত একটি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনটির আয়োজক ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিবন্ধী অধিকার বিষয়ক সংগঠন ‘অ্যাডভোকেটস, কাউন্সেলরস, অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ফর দ্য ডিসএবলড’।
হোয়াইট হাউস ছাড়ার পর প্রথম সাক্ষাৎকার দেন গত মে মাসে। বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাইডেন স্বীকার করেন, ২০২৪ সালের নির্বাচনী দৌড় থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য ছিল ‘কঠিন’।
তবে গত কয়েক মাস ধরে বাইডেনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। মে মাসে ‘দ্য ভিউ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাইডেন হোয়াইট হাউসে নিজের শেষ বছরে মানসিক সক্ষমতা হ্রাসের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই।’
বহু বছর ধরে বাইডেন ক্যানসার গবেষণার পক্ষে কাজ করে আসছেন। ওবামার প্রশাসনের উপদেষ্টা ছিলেন জো বাইডেন। ২০১৬ সালে ওবামা জো বাইডেনকে ‘ক্যানসার মুনশট’ নামে একটি সরকারব্যাপী গবেষণা কর্মসূচির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেন। ২০২২ সালে তিনি ও জিল বাইডেন যৌথভাবে ‘ক্যানসার মুনশট’ উদ্যোগটি পুনরায় চালু করেন। এর লক্ষ্য ছিল ২০৪৭ সালের মধ্যে চার মিলিয়নের বেশি ক্যানসারে মৃত্যুরোধে গবেষণার প্রচেষ্টা সমন্বয় করা।
বাইডেন ক্যানসারের যন্ত্রণার সঙ্গে বেশ আগে থেকেই পরিচিত। ২০১৫ সালে তাঁর জ্যেষ্ঠ পুত্র বিউ বাইডেনকে হারিয়েছেন ব্রেইন ক্যানসারে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর দপ্তর থেকে রোববার জানানো হয়েছে, জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়ে ছড়িয়ে পড়েছে।
জো বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে গতকাল রোববার এক বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। খুব দ্রুত এটি ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে হাড় পর্যন্ত ছড়িয়ে গেছে।
প্রস্রাবজনিত সমস্যা নিয়ে গত সপ্তাহে চিকিৎসকের কাছে গেলে শুক্রবার ৮২ বছর বয়সী বাইডেনের ক্যানসার শনাক্ত হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই ক্যানসারটি বেশ আগ্রাসী ধরনের। খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এই ক্যানসার। এর গ্লিসন স্কোর ১০-এর মধ্যে ৯। ক্যানসার রিসার্চ ইউকের তথ্য অনুযায়ী, এ ধরনের ক্যানসারকে ‘উচ্চমাত্রার’ হিসেবে চিহ্নিত করা হয়।
গতকাল রোববার এক বিবৃতিতে তাঁর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন ও তাঁর পরিবার চিকিৎসার বিকল্পগুলো পর্যালোচনা করছেন। ক্যানসারটি হরমোন-সংবেদনশীল। এর অর্থ, এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে।
বাইডেনের দপ্তর জানায়, গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যা বাড়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন চিকিৎসকের পরামর্শ নেন। শুক্রবার তাঁর প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। এর গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫), যা হাড়ে মেটাস্টাসিসের লক্ষণ বহন করে।
বাইডেনের অসুস্থতার কথা জেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জো বাইডেনের সাম্প্রতিক স্বাস্থ্য সংক্রান্ত খবর শুনে মর্মাহত।
সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেনের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমরা জিল এবং তাঁর পরিবারের প্রতি আমাদের উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আমরা জো বাইডেনের দ্রুত ও সফল আরোগ্য কামনা করি।’
বাইডেনের অধীনে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা কমলা হ্যারিস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, তিনি ও তাঁর পরিবার বাইডেন পরিবারের জন্য প্রার্থনা করছেন। হ্যারিস বলেন, ‘জো একজন লড়াকু মানুষ। আমি জানি তিনি সব সময়ের মতো দৃঢ়তা, স্থিতিশীলতা ও আশাবাদ নিয়ে এই চ্যালেঞ্জের মুখোমুখি হবেন।’
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী মিশেল বাইডেন পরিবারের পাশে আছেন।
ওবামা বলেন, ‘ক্যানসারের বিভিন্ন ধরনের চিকিৎসা উদ্ভাবনে জো যতটা কাজ করেছেন, তা আর কেউ করেনি। আমি নিশ্চিত যে তিনি তাঁর চিরাচরিত সংকল্প ও মর্যাদার সঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করবেন। আমরা তাঁর দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।’
ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, প্রোস্টেট ক্যানসার পুরুষদের মধ্যে ত্বকের ক্যানসারের পর দ্বিতীয় সর্বাধিক সাধারণ ক্যানসার। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানায়, প্রতি ১০০ জন পুরুষের মধ্যে ১৩ জন জীবনের কোনো এক পর্যায়ে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন।
সিডিসি বলছে, বয়স প্রোস্টেট ক্যানসারের সবচেয়ে সাধারণ ঝুঁকিপূর্ণ উপাদান।
আমেরিকান ক্যানসার সোসাইটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রোস্টেট ক্যানসার বিশেষজ্ঞ ড. উইলিয়াম ডাহুট বিবিসিকে জানিয়েছেন, বাইডেনের রোগ নির্ণয়ের ওপর ভিত্তি করে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ক্যানসার প্রকৃতিগতভাবে বেশি আক্রমণাত্মক। তিনি আরও বলেন, ‘সাধারণত, যদি ক্যানসার হাড়ে ছড়িয়ে পড়ে, আমরা তা নিরাময়যোগ্য ক্যানসার হিসেবে বিবেচনা করি না।’
তবে তিনি জানান, বেশিরভাগ রোগী প্রাথমিক চিকিৎসায় ভালো সাড়া দেন এবং অনেকেই এই রোগ নিয়ে বহু বছর বেঁচে থাকেন।
ড. ডাহুটের মতে, সাবেক প্রেসিডেন্টের নির্ণীত অবস্থায় সাধারণত হরমোন থেরাপি দেওয়া হয়, যা উপসর্গ কমাতে এবং ক্যানসারের কোষ বৃদ্ধির গতি ধীর করতে সহায়তা করে।
স্বাস্থ্য ও বয়সজনিত উদ্বেগের কারণে ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করে দিয়েছিলেন বাইডেন। এরও এক বছর পার হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
হোয়াইট হাউস ছাড়ার পর থেকে বাইডেন মূলত জনসম্মুখ থেকে অনেকটাই সরে গেছেন এবং খুব কমই জনসমক্ষে উপস্থিত হয়েছেন।
গত এপ্রিলে মাসে তিনি শিকাগোতে আয়োজিত একটি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনটির আয়োজক ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিবন্ধী অধিকার বিষয়ক সংগঠন ‘অ্যাডভোকেটস, কাউন্সেলরস, অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ফর দ্য ডিসএবলড’।
হোয়াইট হাউস ছাড়ার পর প্রথম সাক্ষাৎকার দেন গত মে মাসে। বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে বাইডেন স্বীকার করেন, ২০২৪ সালের নির্বাচনী দৌড় থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য ছিল ‘কঠিন’।
তবে গত কয়েক মাস ধরে বাইডেনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। মে মাসে ‘দ্য ভিউ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাইডেন হোয়াইট হাউসে নিজের শেষ বছরে মানসিক সক্ষমতা হ্রাসের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই।’
বহু বছর ধরে বাইডেন ক্যানসার গবেষণার পক্ষে কাজ করে আসছেন। ওবামার প্রশাসনের উপদেষ্টা ছিলেন জো বাইডেন। ২০১৬ সালে ওবামা জো বাইডেনকে ‘ক্যানসার মুনশট’ নামে একটি সরকারব্যাপী গবেষণা কর্মসূচির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেন। ২০২২ সালে তিনি ও জিল বাইডেন যৌথভাবে ‘ক্যানসার মুনশট’ উদ্যোগটি পুনরায় চালু করেন। এর লক্ষ্য ছিল ২০৪৭ সালের মধ্যে চার মিলিয়নের বেশি ক্যানসারে মৃত্যুরোধে গবেষণার প্রচেষ্টা সমন্বয় করা।
বাইডেন ক্যানসারের যন্ত্রণার সঙ্গে বেশ আগে থেকেই পরিচিত। ২০১৫ সালে তাঁর জ্যেষ্ঠ পুত্র বিউ বাইডেনকে হারিয়েছেন ব্রেইন ক্যানসারে।
ভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
৩২ মিনিট আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
১ ঘণ্টা আগেস্ত্রীকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন স্বামী। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী। দিশেহারা স্বামী আশপাশে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জনবল গত ৬ বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটির সেনাসদস্য প্রায় ৪ লাখ ৫০ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। আর এই লোকবল কমার কারণ, দেশটিতে জন্মহার হ্রাস পাওয়ায় জনসংখ্যার হ্রাস। খবর বিবিসির।
১ ঘণ্টা আগে