Ajker Patrika

পুতিন থাকবেন না, কিন্তু স্বাধীন ইউক্রেন থাকবেই: ব্লিঙ্কেন

আপডেট : ১৬ মার্চ ২০২২, ১০: ৪৭
পুতিন থাকবেন না, কিন্তু স্বাধীন ইউক্রেন থাকবেই: ব্লিঙ্কেন

পুতিন যত দিন থাকবেন, তার চেয়েও অনেক অনেক বেশি দিন থাকবে ‘স্বাধীন ইউক্রেন’। ইউক্রেন টিকে থাকলেও পুতিন থাকবেন না। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। 

সিএনএনের সাংবাদিক উলফ ব্লিজারকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘প্রথমত, ইউক্রেন টিকে থাকবেই। স্বাধীন ইউক্রেন যত দিন টিকে থাকবে, ভ্লাদিমির পুতিন তত দিন টিকে থাকবেন না। অন্যভাবে বলতে গেলে, ইউক্রেন থাকবে কিন্তু একপর্যায়ে পুতিন থাকবেন না।’ 

ব্লিঙ্কেন বলেন, ‘যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যতটা সম্ভব মৃত্যু ও ধ্বংস ঠেকানোর চেষ্টা করছে।’   

ব্লিঙ্কেন আরও বলেন, ‘আসল প্রশ্ন হলো এই সময়ের মধ্যে রাশিয়ার আগ্রাসনের ফলে কী পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা। রাশিয়া যে সময়ে আগ্রাসন চালাচ্ছে, সেই সময়ে আমরা যুদ্ধ বন্ধ করতে যতটা সম্ভব কঠোর পরিশ্রম করছি।’ 

ইউক্রেনকে দেওয়া মানবিক সহায়তা প্রসঙ্গে ব্লিঙ্কেন বলেন, ‘আমরা প্রতিদিনই ইউক্রেনকে সহায়তা দিতে যা যা করা সম্ভব তা করছি। প্রতিদিন রাশিয়ার বিরুদ্ধে যে চাপ প্রয়োগ করছি, তা কেবল যুদ্ধ বন্ধের জন্য।’ 

শিগগিরই ইউক্রেনে ধ্বংসলীলা শেষ হবে উল্লেখ করে ব্লিঙ্কেন বলেন, ‘আমার আশা—মৃত্যু ও ধ্বংস তাড়াতাড়িই শেষ হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত