যুক্তরাষ্ট্রে শীর্ষ লটারি গেম পাওয়ারবলের এই সপ্তাহান্তে বিশ্বের সবচেয়ে বড় ড্র হয়েছে। গত তিন মাস ধরে কোনো বিজয়ী না পাওয়ায় শনিবারের ড্রতে পাওয়ারবল জ্যাকপট পুরস্কার ১৬০ কোটি ডলারে দাঁড়ায়।
অংশগ্রহণকারীরা হারতে থাকায় পাওয়ারবল জ্যাকপটের পরিমাণ বেড়েই চলেছে। বর্ধিত এই জ্যাকপট যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম পুরস্কার হিসেবে বিবেচিত। এর আগের বৃহত্তম পুরস্কারটি ছিল ১৫৮ কোটি ৬০ লাখ ডলারের পাওয়ারবল জ্যাকপট। ২০১৬ সালে তিনজন যৌথভাবে ওই পুরস্কার জেতেন।
বিবিসির খবরে বলা হয়, ছয়টি নম্বরই মিলিয়ে লটারির সর্বোচ্চ পুরস্কারটি কেউ পেয়েছেন এমন ঘটনার পর প্রায় তিন মাস পার হয়েছে। গত ৩ আগস্ট পেনসিলভানিয়ার এক ব্যক্তি জ্যাকপটে ২০ কোটি ৬৯ লাখ ডলার জেতেন। প্রতি ২৯ কোটি ২২ লাখ টিকিটে মাত্র একটি টিকিটেরই পাওয়ারবলে জ্যাকপট বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে।
১৯৯২ সালে চালু হওয়া এই গেমে যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্যে পাওয়ারবল লটারি খেলা যায়। এ ছাড়া ওয়াশিংটন ডিসি, পুয়ের্তো রিকো ও ভার্জিন আইল্যান্ডস থেকেও পাওয়ারবলে অংশগ্রহণ করা যায়। লোট্টোস্মাইলডটইন ওয়েবসাইট থেকে অনলাইনেও কেনা যায় লটারির টিকিট।
নিউজার্সির এনজেডটকমের প্রতিবেদনে জানা যায়, শনিবার রাতের জ্যাকপট নম্বর ৬৯, ৫৩, ৪৫, ৫৬, ২৮। তবে লটারির ফলাফল এখনো জানা যায়নি। এবারও কেউ জিততে না পারলে আবারও ড্র অনুষ্ঠিত হবে।
পাওয়ারবল জানায়, পুরস্কারের আনুমানিক মূল্য ১০০ কোটি ডলার। তবে পুরস্কারে পাওয়া অর্থ বার্ষিক কিস্তিতে নিতে হবে। যদিও বিজয়ীরা নগদ অর্থ গ্রহণ করতেই বেশি ইচ্ছুক হন। সে ক্ষেত্রে পুরস্কারের নগদ মূল্য আনুমানিক ৭৮ কোটি ২৪ লাখ ডলার। তবে টিকিট বিক্রি বেড়ে যাওয়ায় জ্যাকপটের পরিমাণ ৮০ কোটি ডলার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে শীর্ষ লটারি গেম পাওয়ারবলের এই সপ্তাহান্তে বিশ্বের সবচেয়ে বড় ড্র হয়েছে। গত তিন মাস ধরে কোনো বিজয়ী না পাওয়ায় শনিবারের ড্রতে পাওয়ারবল জ্যাকপট পুরস্কার ১৬০ কোটি ডলারে দাঁড়ায়।
অংশগ্রহণকারীরা হারতে থাকায় পাওয়ারবল জ্যাকপটের পরিমাণ বেড়েই চলেছে। বর্ধিত এই জ্যাকপট যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম পুরস্কার হিসেবে বিবেচিত। এর আগের বৃহত্তম পুরস্কারটি ছিল ১৫৮ কোটি ৬০ লাখ ডলারের পাওয়ারবল জ্যাকপট। ২০১৬ সালে তিনজন যৌথভাবে ওই পুরস্কার জেতেন।
বিবিসির খবরে বলা হয়, ছয়টি নম্বরই মিলিয়ে লটারির সর্বোচ্চ পুরস্কারটি কেউ পেয়েছেন এমন ঘটনার পর প্রায় তিন মাস পার হয়েছে। গত ৩ আগস্ট পেনসিলভানিয়ার এক ব্যক্তি জ্যাকপটে ২০ কোটি ৬৯ লাখ ডলার জেতেন। প্রতি ২৯ কোটি ২২ লাখ টিকিটে মাত্র একটি টিকিটেরই পাওয়ারবলে জ্যাকপট বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে।
১৯৯২ সালে চালু হওয়া এই গেমে যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্যে পাওয়ারবল লটারি খেলা যায়। এ ছাড়া ওয়াশিংটন ডিসি, পুয়ের্তো রিকো ও ভার্জিন আইল্যান্ডস থেকেও পাওয়ারবলে অংশগ্রহণ করা যায়। লোট্টোস্মাইলডটইন ওয়েবসাইট থেকে অনলাইনেও কেনা যায় লটারির টিকিট।
নিউজার্সির এনজেডটকমের প্রতিবেদনে জানা যায়, শনিবার রাতের জ্যাকপট নম্বর ৬৯, ৫৩, ৪৫, ৫৬, ২৮। তবে লটারির ফলাফল এখনো জানা যায়নি। এবারও কেউ জিততে না পারলে আবারও ড্র অনুষ্ঠিত হবে।
পাওয়ারবল জানায়, পুরস্কারের আনুমানিক মূল্য ১০০ কোটি ডলার। তবে পুরস্কারে পাওয়া অর্থ বার্ষিক কিস্তিতে নিতে হবে। যদিও বিজয়ীরা নগদ অর্থ গ্রহণ করতেই বেশি ইচ্ছুক হন। সে ক্ষেত্রে পুরস্কারের নগদ মূল্য আনুমানিক ৭৮ কোটি ২৪ লাখ ডলার। তবে টিকিট বিক্রি বেড়ে যাওয়ায় জ্যাকপটের পরিমাণ ৮০ কোটি ডলার ছাড়িয়েছে।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
১ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে