যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি দাতব্য সংস্থার তহবিল সংগ্রহে সহায়তা করতে একটি লাঞ্চের ঘোষণা দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ধনী ওয়ারেন বাফেট। আর এই ঘোষণা অনুসারে বাফেটের সঙ্গে লাঞ্চ করতে ১৯ মিলিয়ন ডলারেরও বেশি দান করার ঘোষণা দিয়েছেন এক ব্যক্তি। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার বাফেটের সঙ্গে লাঞ্চের জন্য অপর ব্যক্তি খুঁজে নেওয়ার জন্য একটি নিলামের আয়োজন করা হয়। আর সেই নিলাম থেকেই পাওয়া যায় সেই ব্যক্তিকে। সান ফ্রান্সিসকোর টেন্ডারলিয়নের দাতব্য সংস্থা গ্লাইডের জন্য তহবিল সংগ্রহেই এই লাঞ্চের ঘোষণা দেন ওয়ারেন বাফেট।
সান ফ্রান্সিসকোর ওই দাতব্য প্রতিষ্ঠানটি দরিদ্র, গৃহহীন এবং যাঁরা ক্রমাগত বিভিন্ন ধরনের নির্যাতন-নিগ্রহের শিকার হন তাঁদের সহায়তা করে থাকে। এ ছাড়া প্রতিষ্ঠানটি খাদ্য, বাসস্থান সহায়তাও দিয়ে থাকে। এমনকি, এইচআইভি, হেপাটাইটিস সি পরীক্ষা এবং শিশুদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেয়।
বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী এরই মধ্যে ২০২০ সাল থেকে ২০টি নিলামের আয়োজন করে। এসব নিলামের মাধ্যমে তিনি গ্লাইডের জন্য প্রায় ৫৩ দশমিক ২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে দিয়েছেন।
ওয়ারেন বাফেট তাঁর প্রয়াত প্রথম স্ত্রী সুসানের হাত ধরে গ্লাইডের সঙ্গে পরিচিত হন। সুসান গ্লাইডের সঙ্গে কাজ করতেন স্বেচ্ছাসেবী হিসেবে। পরে ২০০৪ সালে সুসান মারা যাওয়ার পরও বাফেট গ্লাইডকে সহায়তা করতে থাকেন।
ওয়ারেন বাফেট বর্তমানে ৯৩ দশমিক ৪ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ নিয়ে বিশ্বের সপ্তম সেরা ধনী।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি দাতব্য সংস্থার তহবিল সংগ্রহে সহায়তা করতে একটি লাঞ্চের ঘোষণা দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ধনী ওয়ারেন বাফেট। আর এই ঘোষণা অনুসারে বাফেটের সঙ্গে লাঞ্চ করতে ১৯ মিলিয়ন ডলারেরও বেশি দান করার ঘোষণা দিয়েছেন এক ব্যক্তি। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার বাফেটের সঙ্গে লাঞ্চের জন্য অপর ব্যক্তি খুঁজে নেওয়ার জন্য একটি নিলামের আয়োজন করা হয়। আর সেই নিলাম থেকেই পাওয়া যায় সেই ব্যক্তিকে। সান ফ্রান্সিসকোর টেন্ডারলিয়নের দাতব্য সংস্থা গ্লাইডের জন্য তহবিল সংগ্রহেই এই লাঞ্চের ঘোষণা দেন ওয়ারেন বাফেট।
সান ফ্রান্সিসকোর ওই দাতব্য প্রতিষ্ঠানটি দরিদ্র, গৃহহীন এবং যাঁরা ক্রমাগত বিভিন্ন ধরনের নির্যাতন-নিগ্রহের শিকার হন তাঁদের সহায়তা করে থাকে। এ ছাড়া প্রতিষ্ঠানটি খাদ্য, বাসস্থান সহায়তাও দিয়ে থাকে। এমনকি, এইচআইভি, হেপাটাইটিস সি পরীক্ষা এবং শিশুদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেয়।
বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী এরই মধ্যে ২০২০ সাল থেকে ২০টি নিলামের আয়োজন করে। এসব নিলামের মাধ্যমে তিনি গ্লাইডের জন্য প্রায় ৫৩ দশমিক ২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে দিয়েছেন।
ওয়ারেন বাফেট তাঁর প্রয়াত প্রথম স্ত্রী সুসানের হাত ধরে গ্লাইডের সঙ্গে পরিচিত হন। সুসান গ্লাইডের সঙ্গে কাজ করতেন স্বেচ্ছাসেবী হিসেবে। পরে ২০০৪ সালে সুসান মারা যাওয়ার পরও বাফেট গ্লাইডকে সহায়তা করতে থাকেন।
ওয়ারেন বাফেট বর্তমানে ৯৩ দশমিক ৪ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ নিয়ে বিশ্বের সপ্তম সেরা ধনী।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৬ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৬ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৭ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৮ ঘণ্টা আগে