Ajker Patrika

যুক্তরাষ্ট্রে এক দিনে ১০ লাখ করোনা রোগী শনাক্ত 

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৪: ৩৬
যুক্তরাষ্ট্রে এক দিনে ১০ লাখ করোনা রোগী শনাক্ত 

যুক্তরাষ্ট্রে গত এক দিনে ১০ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের বরাত দিয়ে এমনটি বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, গত ঢেউয়ের চেয়ে এবার এক দিনে তিনগুণ বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। শুধু সোমবারই দেশটিতে ১০ লাখ রোগী শনাক্ত হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, গত সপ্তাহে ১০০ মার্কিনির মধ্যে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। 

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আজ মঙ্গলবার বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চার মাসে লক্ষাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এটি হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত এক দিনে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৪২ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে এটি সব রাজ্যের তথ্য অন্তর্ভুক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

এদিকে প্রায় চার মাসে লক্ষাধিক করোনা রোগী যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে গত বছরের ১৪ জানুয়ারি দেশটিতে প্রায় ১ লাখ ৪২ হাজারের বেশি করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। সর্বশেষ যুক্তরাষ্ট্রে লক্ষাধিক রোগী ভর্তি ছিল গত বছরের ১১ সেপ্টেম্বর।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটির হাসপাতালের তিন-চতুর্থাংশ শয্যায় রোগী ভর্তি রয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে সাতজনের মধ্যে একজন করোনা রোগী। যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৫০০-এর বেশি আইসিইউ শয্যা রয়েছে। এর মধ্যে প্রায় ৭৮ শতাংশ শয্যায় রোগী ভর্তি রয়েছে, যাদের মধ্যে এক-তৃতীয়াংশই করোনা রোগী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত