মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির ২ হাজার ২০০ কর্মীকে সবেতনে ছুটিতে পাঠানোর যে পরিকল্পনা করেছিলেন, তা কার্যকর হওয়ার কিছু ঘণ্টা আগে স্থগিত করে দিয়েছেন এক বিচারক। গতকাল শুক্রবার বিচারক কার্ল নিকোলস এই পরিকল্পনার ওপর সাময়িক বিরতির আদেশ দেন। আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউএসএআইডির কর্মীদের প্রতিনিধিত্বকারী দুটি ইউনিয়নের করা একটি মামলার রায়ে এই স্থগিতাদেশ দেওয়া হয়। বিচারক নিকোলসের এই আদেশ আগামী ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।
ট্রাম্পের পরিকল্পনা ছিল, ইউএসএআইডির ১০ হাজার কর্মীদের ৬১১ জন বাদে বাকিদের সবেতনে ছুটিতে পাঠানো হবে। এরই মধ্যে প্রায় ৫০০ কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছিল। আরও ২ হাজার ২০০ জনকে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে ছুটিতে পাঠানোর কথা ছিল।
ইউএসএআইডির কর্মীদের ইউনিয়ন আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন ও আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন মার্কিন সংবিধান লঙ্ঘন করছে। ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার কারণে কর্মীরা ক্ষতির মুখে পড়ছেন।
আগামী বুধবার একটি শুনানিতে দীর্ঘমেয়াদি বিরতির জন্য আবেদন বিবেচনা করবেন বিচারক। তবে আদালতের আদেশ থেকে এটি স্পষ্ট নয়, বাকি কর্মীদের চাকরির কী হবে।
গতকালকের এই রায়ের আগেই ওয়াশিংটন ডিসিতে ইউএসএআইডির সদর দপ্তরের সাইনবোর্ড সরিয়ে ফেলা ও নাম ঢেকে ফেলা হয়।
বিশ্বব্যাপী মানবিক সহায়তার সবচেয়ে বড় একক প্রদানকারী দেশ যুক্তরাষ্ট্র। ইউএসএআইডির বার্ষিক বাজেট প্রায় ৪০ বিলিয়ন ডলার, যা মোট মার্কিন সরকারি বার্ষিক ব্যয়ের শূন্য দশমিক ৬ শতাংশ—৬.৭৫ ট্রিলিয়ন ডলার।
দীর্ঘদিন ধরে ট্রাম্প ও ইলন মাস্কের প্রশাসনিক পুনর্গঠনের লক্ষ্যে নেওয়া উদ্যোগের লক্ষ্যবস্তু ছিল ইউএসএআইডি। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই এই কার্যক্রম শুরু হয়।
ট্রাম্প ও মাস্কের অভিযোগ, ইউএসএআইডির কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। এর ফলে, বহু কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, শত শত অভ্যন্তরীণ ঠিকাদার চাকরি হারিয়েছেন এবং বিশ্বজুড়ে জীবন রক্ষাকারী কার্যক্রম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
গত মঙ্গলবার মার্কিন সরকার ঘোষণা করে, বিশ্বব্যাপী ইউএসএআইডির সরাসরি নিয়োগপ্রাপ্ত সব কর্মীকে সাময়িক ছুটিতে পাঠানো হবে এবং বিদেশে কর্মরত হাজার হাজার কর্মীকে ফিরিয়ে আনা হবে।
বর্তমানে বিশ্বজুড়ে ইউএসএআইডির ১০ হাজারেরও বেশি কর্মী কাজ করছেন। যার দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের বাইরে কর্মরত। ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, তারা এসব কর্মীর মধ্যে মাত্র ২৯৪ জনকে রাখার পরিকল্পনা করছে। যার মধ্যে আফ্রিকা ব্যুরোতে থাকবেন মাত্র ১২ জন এবং এশিয়া ব্যুরোতে মাত্র ৮ জন।
ইউএসএআইডির ওয়েবসাইটে জানানো হয়, শুক্রবার মধ্যরাত থেকে ‘সরাসরি নিয়োগপ্রাপ্ত সব ইউএসএআইডি কর্মীকে বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে, শুধু বিশেষভাবে মনোনীত গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ব্যতীত।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির ২ হাজার ২০০ কর্মীকে সবেতনে ছুটিতে পাঠানোর যে পরিকল্পনা করেছিলেন, তা কার্যকর হওয়ার কিছু ঘণ্টা আগে স্থগিত করে দিয়েছেন এক বিচারক। গতকাল শুক্রবার বিচারক কার্ল নিকোলস এই পরিকল্পনার ওপর সাময়িক বিরতির আদেশ দেন। আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউএসএআইডির কর্মীদের প্রতিনিধিত্বকারী দুটি ইউনিয়নের করা একটি মামলার রায়ে এই স্থগিতাদেশ দেওয়া হয়। বিচারক নিকোলসের এই আদেশ আগামী ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।
ট্রাম্পের পরিকল্পনা ছিল, ইউএসএআইডির ১০ হাজার কর্মীদের ৬১১ জন বাদে বাকিদের সবেতনে ছুটিতে পাঠানো হবে। এরই মধ্যে প্রায় ৫০০ কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছিল। আরও ২ হাজার ২০০ জনকে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে ছুটিতে পাঠানোর কথা ছিল।
ইউএসএআইডির কর্মীদের ইউনিয়ন আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন ও আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন মার্কিন সংবিধান লঙ্ঘন করছে। ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার কারণে কর্মীরা ক্ষতির মুখে পড়ছেন।
আগামী বুধবার একটি শুনানিতে দীর্ঘমেয়াদি বিরতির জন্য আবেদন বিবেচনা করবেন বিচারক। তবে আদালতের আদেশ থেকে এটি স্পষ্ট নয়, বাকি কর্মীদের চাকরির কী হবে।
গতকালকের এই রায়ের আগেই ওয়াশিংটন ডিসিতে ইউএসএআইডির সদর দপ্তরের সাইনবোর্ড সরিয়ে ফেলা ও নাম ঢেকে ফেলা হয়।
বিশ্বব্যাপী মানবিক সহায়তার সবচেয়ে বড় একক প্রদানকারী দেশ যুক্তরাষ্ট্র। ইউএসএআইডির বার্ষিক বাজেট প্রায় ৪০ বিলিয়ন ডলার, যা মোট মার্কিন সরকারি বার্ষিক ব্যয়ের শূন্য দশমিক ৬ শতাংশ—৬.৭৫ ট্রিলিয়ন ডলার।
দীর্ঘদিন ধরে ট্রাম্প ও ইলন মাস্কের প্রশাসনিক পুনর্গঠনের লক্ষ্যে নেওয়া উদ্যোগের লক্ষ্যবস্তু ছিল ইউএসএআইডি। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই এই কার্যক্রম শুরু হয়।
ট্রাম্প ও মাস্কের অভিযোগ, ইউএসএআইডির কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। এর ফলে, বহু কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, শত শত অভ্যন্তরীণ ঠিকাদার চাকরি হারিয়েছেন এবং বিশ্বজুড়ে জীবন রক্ষাকারী কার্যক্রম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
গত মঙ্গলবার মার্কিন সরকার ঘোষণা করে, বিশ্বব্যাপী ইউএসএআইডির সরাসরি নিয়োগপ্রাপ্ত সব কর্মীকে সাময়িক ছুটিতে পাঠানো হবে এবং বিদেশে কর্মরত হাজার হাজার কর্মীকে ফিরিয়ে আনা হবে।
বর্তমানে বিশ্বজুড়ে ইউএসএআইডির ১০ হাজারেরও বেশি কর্মী কাজ করছেন। যার দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের বাইরে কর্মরত। ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, তারা এসব কর্মীর মধ্যে মাত্র ২৯৪ জনকে রাখার পরিকল্পনা করছে। যার মধ্যে আফ্রিকা ব্যুরোতে থাকবেন মাত্র ১২ জন এবং এশিয়া ব্যুরোতে মাত্র ৮ জন।
ইউএসএআইডির ওয়েবসাইটে জানানো হয়, শুক্রবার মধ্যরাত থেকে ‘সরাসরি নিয়োগপ্রাপ্ত সব ইউএসএআইডি কর্মীকে বিশ্বব্যাপী প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে, শুধু বিশেষভাবে মনোনীত গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ব্যতীত।’
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে