Ajker Patrika

যে দেশে গেলে ভারতীয়দের বাড়তি ১ হাজার ডলার ট্যাক্স দিতে হবে

যে দেশে গেলে ভারতীয়দের বাড়তি ১ হাজার ডলার ট্যাক্স দিতে হবে

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে গেলে আফ্রিকান ও ভারতীয়দের বাড়তি ১ হাজার ডলার (প্রায় ১ লাখ ১০ হাজার ৩৪৯ টাকা) ট্যাক্স দিতে হবে। মূলত এই পথ দিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসীর ঢল ঠেকাতেই দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২০ অক্টোবর এল সালভাদরের বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ভারতীয় পাসপোর্টধারী এবং আফ্রিকা মহাদেশের ৫০ টিরও বেশি দেশের পাসপোর্টধারীদের এ বাড়তি ফি পরিশোধ করতে হবে। 

আদায়কৃত অর্থ দেশটির প্রধান বিমানবন্দর সংস্কার কাজে ব্যবহার করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। 

চলতি সপ্তাহে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে পশ্চিম গোলার্ধ বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্রায়ান নিকোলসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাঁরা অন্যান্য বিষয়সহ অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। গত সেপ্টেম্বরে শেষ হওয়া ২০২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত টহল বাহিনী ৩২ লাখ অভিবাসনপ্রত্যাশী রেকর্ড করেছে। 

আফ্রিকা ও অন্যান্য দেশ থেকে বহু অভিবাসন প্রত্যাশী মধ্য আমেরিকা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। 

বিবৃতি অনুসারে, তালিকাভুক্ত দেশগুলো থেকে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে যেতে ভ্যাটসহ ১ হাজার ১৩০ ডলার অতিরিক্ত ব্যয় করতে হবে। দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে গত ২৩ অক্টোবর থেকে নতুন ফি কার্যকর করা হয়েছে। 

এ সিদ্ধান্ত কার্যকর করতে হলে বিভিন্ন এয়ারলাইনকে তালিকাভুক্ত আফ্রিকার ৫৭টি দেশ এবং ভারতীয় যাত্রী সম্পর্কে এল সালভাদর কর্তৃপক্ষকে আগে থেকেই জানাতে হবে। 

কলম্বিয়ার এয়ারলাইন আভিয়াংকা এরই মধ্যে তালিকাভুক্ত দেশের যাত্রীদের এল সালভাদরের উদ্দেশে রওনা হওয়ার আগেই সেখান ফি সম্পর্কে জানিয়ে দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত