অনলাইন ডেস্ক
ক্যালিফোর্নিয়ার অভিজাত অঞ্চল হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। গত সোমবার থেকে শুরু হলো দোতলা এই রেস্তোরাঁর যাত্রা। বিশেষ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট ওয়েটার। এ ছাড়া রয়েছে সিনেমা দেখার সুব্যবস্থা, আছে গাড়ি চার্জিং স্টেশন। ইলন মাস্কের ভাষ্যমতে, ‘ভবিষ্যতের ডাইনিং সংস্কৃতিকে বর্তমানে নিয়ে এসেছে টেসলা ডাইনার।’
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, মাস্কের এই রেস্তোরাঁ আধুনিক প্রযুক্তি আর ৫০-এর দশকের আমেজ মিলিয়ে নির্মিত। রেস্তোরাঁটির সবচেয়ে বড় চমক বলা হচ্ছে এর রোবট পরিবেশককে। টেসলার নিজস্ব হিউম্যানয়েড ‘অপ্টিমাস’ রোবট অতিথিদের খাবার পরিবেশন করছে। পাশাপাশি রয়েছে ৪৫ ফুট দীর্ঘ সিনেমা স্ক্রিন, যার অডিও সিস্টেম টেসলা গাড়ির ইন-কার সাউন্ডের সঙ্গে সরাসরি সিঙ্ক করে দেওয়া হয়েছে। ফলে, গাড়িতে বসেই সিনেমা উপভোগ করার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।
টেসলার পক্ষ থেকে জানানো হয়েছে, রেস্তোরাঁয় পরিবেশিত খাদ্যপণ্যের অধিকাংশই স্থানীয়ভাবে সংগৃহীত ও ‘অর্গানিক’। প্রতিষ্ঠানটির দাবি, ‘এই ডাইনারের জন্য ব্যবহৃত প্রায় সব উপাদান এমন উৎস থেকে নেওয়া, যেগুলো একটি পূর্ণ চার্জে টেসলা গাড়ি যে পরিসীমায় চলতে পারে, তার মধ্যেই অবস্থিত।”
অতিথিরা চাইলে টেসলা গাড়িতে বসেই গাড়ির স্ক্রিন থেকে খাবার অর্ডার করতে পারবেন, আর সেই অর্ডার সরাসরি চলে যাবে টেসলা ডাইনারের রান্নাঘরে। যাঁরা টেসলায় আসেননি, তাঁরাও রেস্তোরাঁয় ঢুকে বসে খেতে পারবেন।
তবে, টেসলা ডাইনারের এই অভিনব অভিজ্ঞতা অর্জনে গুনতে হবে বেশ মোটা অঙ্কের অর্থ। টেসলা ডাইনারে সবচেয়ে কম দামে পেতে পারেন— ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিপ কফি, এসপ্রেসো অথবা আইসড টি। দাম পড়বে ৪ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় পাঁচ শ টাকা। একটা এগ স্যান্ডুইচ খেতে আপনাকে গুনতে হবে ১২ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় হাজার!
সামাজিক মাধ্যম এক্সে ইলন মাস্ক তাঁর এই নতুন রেস্তোরাঁ নিয়ে লিখেছেন, ‘আমাদের রেট্রো-ফিউচারিস্টিক ডাইনার যদি সফল হয়, তবে বিশ্বের বড় বড় শহর ও দীর্ঘপথের সুপার চার্জার স্টেশনগুলোতে এমন ডাইনার গড়ে তোলা হবে।’ টেক্সাসে স্পেসএক্স-এর হাব স্টারবেসেও এর একটি শাখা খোলা হবে বলে জানান তিনি।
ক্যালিফোর্নিয়ার অভিজাত অঞ্চল হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। গত সোমবার থেকে শুরু হলো দোতলা এই রেস্তোরাঁর যাত্রা। বিশেষ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট ওয়েটার। এ ছাড়া রয়েছে সিনেমা দেখার সুব্যবস্থা, আছে গাড়ি চার্জিং স্টেশন। ইলন মাস্কের ভাষ্যমতে, ‘ভবিষ্যতের ডাইনিং সংস্কৃতিকে বর্তমানে নিয়ে এসেছে টেসলা ডাইনার।’
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, মাস্কের এই রেস্তোরাঁ আধুনিক প্রযুক্তি আর ৫০-এর দশকের আমেজ মিলিয়ে নির্মিত। রেস্তোরাঁটির সবচেয়ে বড় চমক বলা হচ্ছে এর রোবট পরিবেশককে। টেসলার নিজস্ব হিউম্যানয়েড ‘অপ্টিমাস’ রোবট অতিথিদের খাবার পরিবেশন করছে। পাশাপাশি রয়েছে ৪৫ ফুট দীর্ঘ সিনেমা স্ক্রিন, যার অডিও সিস্টেম টেসলা গাড়ির ইন-কার সাউন্ডের সঙ্গে সরাসরি সিঙ্ক করে দেওয়া হয়েছে। ফলে, গাড়িতে বসেই সিনেমা উপভোগ করার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।
টেসলার পক্ষ থেকে জানানো হয়েছে, রেস্তোরাঁয় পরিবেশিত খাদ্যপণ্যের অধিকাংশই স্থানীয়ভাবে সংগৃহীত ও ‘অর্গানিক’। প্রতিষ্ঠানটির দাবি, ‘এই ডাইনারের জন্য ব্যবহৃত প্রায় সব উপাদান এমন উৎস থেকে নেওয়া, যেগুলো একটি পূর্ণ চার্জে টেসলা গাড়ি যে পরিসীমায় চলতে পারে, তার মধ্যেই অবস্থিত।”
অতিথিরা চাইলে টেসলা গাড়িতে বসেই গাড়ির স্ক্রিন থেকে খাবার অর্ডার করতে পারবেন, আর সেই অর্ডার সরাসরি চলে যাবে টেসলা ডাইনারের রান্নাঘরে। যাঁরা টেসলায় আসেননি, তাঁরাও রেস্তোরাঁয় ঢুকে বসে খেতে পারবেন।
তবে, টেসলা ডাইনারের এই অভিনব অভিজ্ঞতা অর্জনে গুনতে হবে বেশ মোটা অঙ্কের অর্থ। টেসলা ডাইনারে সবচেয়ে কম দামে পেতে পারেন— ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিপ কফি, এসপ্রেসো অথবা আইসড টি। দাম পড়বে ৪ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় পাঁচ শ টাকা। একটা এগ স্যান্ডুইচ খেতে আপনাকে গুনতে হবে ১২ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় হাজার!
সামাজিক মাধ্যম এক্সে ইলন মাস্ক তাঁর এই নতুন রেস্তোরাঁ নিয়ে লিখেছেন, ‘আমাদের রেট্রো-ফিউচারিস্টিক ডাইনার যদি সফল হয়, তবে বিশ্বের বড় বড় শহর ও দীর্ঘপথের সুপার চার্জার স্টেশনগুলোতে এমন ডাইনার গড়ে তোলা হবে।’ টেক্সাসে স্পেসএক্স-এর হাব স্টারবেসেও এর একটি শাখা খোলা হবে বলে জানান তিনি।
কেনিয়ার মাই-মাহিউ শহরে ১৩ বছর বয়সী শিশুরাও যৌন বাণিজ্যের শিকার—বিবিসি আফ্রিকা আই-এর গোপন অনুসন্ধানে উঠে এসেছে এমনই এক নির্মম বাস্তবতা। শহরটির অবস্থান একটি ব্যস্ত ট্রানজিট পয়েন্ট। এর ফলে এখানে প্রতিদিন প্রচুর ট্রাক আসা-যাওয়া করে।
১৭ মিনিট আগেভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এর জন্য অভিবাসী, বিশেষ করে ভারতীয় সম্প্রদায়ের মানুষকে দায়ী করছেন। একজন মন্তব্য করেন, ‘গুজরাটি, পাঞ্জাবি, গোয়ানিজরা যুক্তরাজ্যের জন্য এক ঝামেলা। ট্রাম্পের উচিত দ্রুত যুক্তরাজ্য দখল করা।’ আরও একজন লিখেছেন, ‘ভারতের সম্মান নষ্ট করার জন্য অন্য দেশের
১ ঘণ্টা আগেপরিবারের অমতে বিয়ে করায় বিয়ের এক বছর পর গুলি করে হত্যা করা হলো এক পাকিস্তানি দম্পতিকে। গতকাল রোববার পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলায় এ ঘটনা ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের তথ্যমতে, নিহত দুজনের নাম সাকলাইন এবং আয়েশা। হত্যাকারী নিহত আয়েশার ভাই বলে প্রতিবেদনে জানিয়েছে ডন। হত্যাকারীকে আটক করা হয়েছে বলে
৩ ঘণ্টা আগেঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী, আদিবাসী আন্দোলনের অগ্রপথিক এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রধান শিবু সোরেন মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতা ও কিডনির জটিলতায় দীর্ঘদিন লড়াইয়ের পর আজ সোমবার সকালে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
৪ ঘণ্টা আগে