Ajker Patrika

ভারতকে হারানোর রাতে পাকিস্তানিদের বেপরোয়া উদ্‌যাপন, গুলিতে আহত ১২

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৭: ৪১
ভারতকে হারানোর রাতে পাকিস্তানিদের বেপরোয়া উদ্‌যাপন, গুলিতে আহত ১২

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মতো আসরে তাহলেতো কথাই নেই। গতকাল রোববার রাতে বিশ্ব টি-টোয়েন্টির আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ভারতকে হারানোর আনন্দটা রাত জেগে উদ্‌যাপন করেছে পাকিস্তানিরা। তবে আনন্দ উৎসব করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দেশটির বৃহত্তম শহর করাচির বিভিন্ন জায়গায় বন্দুকের গুলি ছুড়ে আনন্দ উৎসব করতে গিয়ে আহত হয়েছেন অন্তত এক ডজন মানুষ।

পাকিস্তানি সম্প্রচারমাধ্যম জিও টিভি আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

জিও টিভি জানিয়েছে, ওরাঙ্গিতে গুলিতে অন্তত দুজন আহত হয়েছেন। তবে গুলি কোন দিক থেকে এসেছে সেটি জানা যায়নি। এছাড়া নিউ করাচি, গুলশান-ই-ইকবাল ও মালির এলাকায় গুলি ছুড়ে আনন্দ উৎসবের খবর পাওয়া গেছে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলিতে আহতদের মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক রয়েছেন। তাঁর নাম আব্দুল গনি। তিনি গুলশান-ই-ইকবাল এলাকায় গুলিবিদ্ধ হন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত